নয়াদিল্লি, 7 জুলাই : দেশে আবারও অনেকটা বাড়ল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 733 জন এবং করোনায় প্রাণ গিয়েছে 930 জনের ৷ তবে সক্রিয় রোগীর সংখ্যা বেশ কিছুটা কমেছে ৷ বেড়েছে সুস্থতার হারও ৷
গতকালই করোনার দৈনিক হিসেব বেশ স্বস্তি দিয়েছিল দেশবাসীকে ৷ এক লাফে সংক্রমণ নেমে গিয়েছিল 34 হাজার 703 জনে ৷ এই সংখ্যাটা গত 111 দিনের সংক্রমণের মধ্যে ছিল সর্বনিম্ন ৷ তবে বুধবার আবারও অনেকটা বাড়ল সংক্রমণ ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 733 জন ৷ সংক্রমণের পাশাপাশি বেড়েছে করোনায় মৃত্যুও ৷ গত 24 ঘণ্টায় করোনার বলি হয়েছেন 930 জন ৷ মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল 553 জনের ৷
আরও পড়ুন: দেশে 111 দিনে সর্বনিম্ন করোনা সংক্রমণ, আরও বাড়ল সুস্থতার হার
স্বাস্থ্যমন্ত্রকের হিসেব বলছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3 কোটি 6 লাখ 63 হাজার 665 জন ৷ করোনায় দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 4 লাখ 4 হাজার 211 জনের ৷ তবে সক্রিয় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে ৷ বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্ত আছেন 4 লাখ 59 হাজার 920 জন ৷
গত 24 ঘণ্টায় করোনাকে জয় করেছেন 47 হাজার 240 জন ৷ এখনও পর্যন্ত দেশে মোট করোনা থেকে সেরে উঠেছেন 2 কোটি 97 লাখ 99 হাজার 534 জন ৷ দেশে সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে 97.18 শতাংশ ৷
আরও পড়ুন: দেশে 40 হাজারের নিচে দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও
এখনও পর্যন্ত দেশে করোনা টিকার 36 কোটি 13 লাখ 23 হাজার 548টি ডোজ দেওয়া হয়েছে ৷ গত 24 ঘণ্টায় 36 লাখ 5 হাজার 998 জনের টিকাকরণ হয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক ভি ও মডার্না - এই চারটি টিকা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে দেশে ৷ আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক দেশকে তাদের জনসংখ্যার অন্তত 10 শতাংশের টিকাকরণ (Covid Vaccine) নিশ্চিত করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ৷