ETV Bharat / bharat

Coronavirus India: সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার - ভারতে করোনা

দেশে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ মৃত্যু হয়েছে 640 জনের ৷ গত 24 ঘণ্টায় কেরালায় আক্রান্ত হয়েছেন 22 হাজার 56 জন ৷

India reports 43,509 fresh covid 19 cases in the last 24 hours, marginally lower than yesterday
সামান্য কমল করোনা সংক্রমণ, দেশে একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার
author img

By

Published : Jul 29, 2021, 10:51 AM IST

নয়াদিল্লি, 29 জুলাই : দেশে আজও 40 হাজারের উপরেই থাকল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে গতকালের থেকে তা সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 43 হাজার 654 জন ৷ তবে মৃতের সংখ্যা একই রয়েছে ৷ গতকালের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 22 হাজার 56 জন ৷

গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাফে তা বেড়ে ফের 40 হাজার ছাড়িয়ে যায় ৷ আক্রান্ত হন 43 হাজার 654 জন ৷ আজ সংক্রমণ তার থেকে সামান্যই কমেছে ৷ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 509 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 3.15 কোটি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 662 জন ৷

আরও পড়ুন: কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 3 হাজার 840 জন ৷ মঙ্গলবার 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নেমেছিল ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 7 লাখ 1 হাজার 612 জন ৷ গত 24 ঘণ্টায় 38 হাজার 465 জন সেরে উঠেছেন ৷ সুস্থতার হার বর্তমানে 97.38 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 43 লক্ষ 92 হাজার 697 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 45 কোটি 7 লক্ষ 6 হাজার 257টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

এ দিকে, কেরালায় সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে 22 হাজার 56 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারপরেই রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে দৈনিক সংক্রমণ 6 হাজার 857 ৷ আগামী সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া ৷

নয়াদিল্লি, 29 জুলাই : দেশে আজও 40 হাজারের উপরেই থাকল করোনা ভাইরাসের (Coronavirus India) সংক্রমণ ৷ তবে গতকালের থেকে তা সামান্য কমেছে ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন 43 হাজার 509 জন ৷ গতকাল এই সংখ্যাটা ছিল 43 হাজার 654 জন ৷ তবে মৃতের সংখ্যা একই রয়েছে ৷ গতকালের মতোই আজও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ একদিনে আক্রান্তের অর্ধেকই কেরালার ৷ গত 24 ঘণ্টায় কেরালায় করোনায় সংক্রমিত হয়েছেন 22 হাজার 56 জন ৷

গত মঙ্গলবার দেশে করোনা ভাইরাসের সংক্রমণ কমে 30 হাজারের নিচে চলে যায় ৷ আক্রান্ত হন 29 হাজার 689 জন ৷ 132 দিন পর দেশে 30 হাজারের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷ তবে বুধবার এক লাফে তা বেড়ে ফের 40 হাজার ছাড়িয়ে যায় ৷ আক্রান্ত হন 43 হাজার 654 জন ৷ আজ সংক্রমণ তার থেকে সামান্যই কমেছে ৷ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে যে, গত 24 ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন 43 হাজার 509 জন ৷ এর ফলে করোনায় মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে 3.15 কোটি ৷ গত 24 ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 640 জনের ৷ দেশজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 4 লাখ 22 হাজার 662 জন ৷

আরও পড়ুন: কোভ্যাক্সিনের ঢালাও বন্টনেই টিকায় টান, দায় স্বীকার অতীনের

বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 4 লাখ 3 হাজার 840 জন ৷ মঙ্গলবার 124 দিন পর এই সংখ্যাটা 4 লাখের নিচে নেমেছিল ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 3 কোটি 7 লাখ 1 হাজার 612 জন ৷ গত 24 ঘণ্টায় 38 হাজার 465 জন সেরে উঠেছেন ৷ সুস্থতার হার বর্তমানে 97.38 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় 43 লক্ষ 92 হাজার 697 জনের টিকাকরণ হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 45 কোটি 7 লক্ষ 6 হাজার 257টি টিকার ডোজ দেওয়া হয়েছে ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

এ দিকে, কেরালায় সংক্রমণ কিছুতেই আটকানো যাচ্ছে না ৷ গত 24 ঘণ্টায় কেরালায় নতুন করে 22 হাজার 56 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ তারপরেই রয়েছে মহারাষ্ট্র ৷ সেখানে দৈনিক সংক্রমণ 6 হাজার 857 ৷ আগামী সেপ্টেম্বর মাস থেকেই শিশুদের করোনা টিকাকরণ শুরু করা যাবে বলে আশা প্রকাশ করেছেন এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.