ETV Bharat / bharat

Corona in India : সামান্য কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও - সামান্য কমল দৈনিক সংক্রমণ, কমল মৃত্যুও

সামান্য কমেছে আক্রান্তের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন 38 হাজার 164 জন ৷ রবিবার সংখ্যাটি ছিল 41 হাজার 157 জন ৷ দেশে এখনও পর্যন্ত টিকা দেওয়া গিয়েছে 40 কোটি 64 হাজার 81 হাজার 493 জন মানুষকে ৷

ভারতের কোভিড পরিস্থিতি
ভারতের কোভিড পরিস্থিতি
author img

By

Published : Jul 19, 2021, 10:39 AM IST

নয়াদিল্লি, 19 জুলাই : করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে গত 24 ঘণ্টায় ৷ কমেছে মৃত্যু সংখ্যাও ৷ গত কয়েকদিনে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে-বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 38 হাজার 164 জন ৷ রবিবার সংখ্যাটি ছিল 41 হাজার 157 ৷ পাশাপাশি মৃত্যুও কমেছে গত 24 ঘণ্টায় ৷ রবিবারের তুলনায় সোমবার করোনায় মৃত্যু কমেছে 61টি ৷ সোমবারের সংখ্যা 499 এবং রবিবারের সংখ্যা ছিল 560 ৷

9 জুলাই থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী ছিল করোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত বুধ ও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হয় দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ আবার শুক্র ও শনিবার কমে যায় সংক্রমণের সংখ্যা ৷ রবিবার অর্থাৎ গতকাল ফের তা বেড়ে যায় ৷ এদিন আবার দেখা যাচ্ছে নিম্নমুখী আক্রান্তের সংখ্যা ৷ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 164 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল 3 কোটি 11 লাখ 44 হাজার 229 জন ৷

সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গতকাল করোনার মৃত্যু হয়েছে 499 জনের ৷ রবিবার মৃত্যু হয়েছিল 560 জনের ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 লক্ষ 14 হাজার 108 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত রয়েছেন 4 লক্ষ 21 হাজার 665 জন ৷ গতকাল সংখ্যাটি ছিল 4 লক্ষ 22 হাজার 660 জন ৷ তবে খানিকটা কমেছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 660 জন ৷ রবিবার সংখ্যাটি ছিল 42 হাজার 4 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট 3 কোটি 3 লক্ষ 8 হাজার 456 জন ৷

এখনও পর্যন্ত দেশে 40 কোটি 64 লক্ষ 81 হাজার 493 জনকে করোনা টিকার ডোজ দেওয়া গিয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক-ভি ও মডার্না টিকার ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন : সাড়ে চার মাস পরে করোনায় মৃত্যুশূন্য দিল্লি

নয়াদিল্লি, 19 জুলাই : করোনায় আক্রান্তের সংখ্যা সামান্য কমেছে গত 24 ঘণ্টায় ৷ কমেছে মৃত্যু সংখ্যাও ৷ গত কয়েকদিনে দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে-বেড়েছে ৷ গত 24 ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন 38 হাজার 164 জন ৷ রবিবার সংখ্যাটি ছিল 41 হাজার 157 ৷ পাশাপাশি মৃত্যুও কমেছে গত 24 ঘণ্টায় ৷ রবিবারের তুলনায় সোমবার করোনায় মৃত্যু কমেছে 61টি ৷ সোমবারের সংখ্যা 499 এবং রবিবারের সংখ্যা ছিল 560 ৷

9 জুলাই থেকে লাগাতার পাঁচ দিন নিম্নমুখী ছিল করোনায় আক্রান্তের সংখ্যা ৷ গত বুধ ও বৃহস্পতিবার ফের ঊর্ধ্বমুখী হয় দেশের করোনা সংক্রমণের গ্রাফ ৷ আবার শুক্র ও শনিবার কমে যায় সংক্রমণের সংখ্যা ৷ রবিবার অর্থাৎ গতকাল ফের তা বেড়ে যায় ৷ এদিন আবার দেখা যাচ্ছে নিম্নমুখী আক্রান্তের সংখ্যা ৷ সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 38 হাজার 164 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে হল 3 কোটি 11 লাখ 44 হাজার 229 জন ৷

সংক্রমণের পাশাপাশি কমেছে মৃত্যুর সংখ্যাও ৷ গতকাল করোনার মৃত্যু হয়েছে 499 জনের ৷ রবিবার মৃত্যু হয়েছিল 560 জনের ৷ এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 4 লক্ষ 14 হাজার 108 জনের ৷ দেশে বর্তমানে মোট সক্রিয় আক্রান্ত রয়েছেন 4 লক্ষ 21 হাজার 665 জন ৷ গতকাল সংখ্যাটি ছিল 4 লক্ষ 22 হাজার 660 জন ৷ তবে খানিকটা কমেছে সুস্থতার হার ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 660 জন ৷ রবিবার সংখ্যাটি ছিল 42 হাজার 4 জন ৷ এখনও পর্যন্ত গোটা দেশে করোনা থেকে সেরে উঠেছেন মোট 3 কোটি 3 লক্ষ 8 হাজার 456 জন ৷

এখনও পর্যন্ত দেশে 40 কোটি 64 লক্ষ 81 হাজার 493 জনকে করোনা টিকার ডোজ দেওয়া গিয়েছে ৷ বর্তমানে কোভিশিল্ড, কোভ্য়াকসিন, স্পুটনিক-ভি ও মডার্না টিকার ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র ৷

আরও পড়ুন : সাড়ে চার মাস পরে করোনায় মৃত্যুশূন্য দিল্লি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.