ETV Bharat / bharat

Corona Update In India : করোনার দৌড় অব্যাহত, একদিনে সংক্রামিত 3 লক্ষ 47 হাজার - ওমিক্রন সংক্রমণ

এক ধাক্কায় 9 শতাংশ বাড়ল দৈনিক সংক্রণ (Corona Update In India) ৷ বেড়েছে পজিটিভি রেট, কমেছে সুস্থতার হার ৷

Corona Update In India
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Jan 21, 2022, 9:32 AM IST

Updated : Jan 21, 2022, 9:59 AM IST

নয়াদিল্লি, 21 জানুয়ারি : আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 47 হাজার 254 জন (India reports 347254 fresh COVID cases in last 24 hours) ৷ আগের দিনের তুলনায় 9 শতাংশ বেশি ৷ আগে এই সংখ্যাটা ছিল 3 লক্ষ 17 হাজার 532 ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 85 লক্ষ 66 হাজার 27 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 19 লক্ষ 35 হাজার 912 সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে ৷ দেশে মোট 71 কোটি 15 লক্ষ সংখ্যক নমুনার করোনা (Sample tests conducted) পরীক্ষা হয়েছে ৷

দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity rate) বা সংক্রমণের হার 16.41 শতাংশ থেকে বেড়ে আজ 17.94 শতাংশে পৌঁছেছে ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 20 লক্ষ 18 হাজার 825, যা মোট সংক্রমণের 5.23 শতাংশ ৷

Corona Cases in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Covid Vaccine for Below 15 Yrs : 15 বছরের নিচে করোনার টিকাকরণে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লক্ষ 51 হাজার 777 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 2 লক্ষ 23 হাজার 990 ৷ এখনও অবধি দেশে মোট 3 কোটি 60 লক্ষ 58 হাজার 806 জন করোনা সংক্রামিত সুস্থ হলেন ৷ সুস্থতার হার 93.69 শতাংশ থেকে কমে আজ 93.50 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 703 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 491 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 88 হাজার 396 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

দেশে মোট 160 কোটি 43 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Cases in India) মোট সংখ্যা দাঁড়িয়েছে 9 হাজার 692, আগের দিনের তুলনায় 4.36 শতাংশ বেশি ৷ আগের দিন ছিল 9 হাজার 287 ৷

নয়াদিল্লি, 21 জানুয়ারি : আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 3 লক্ষ 47 হাজার 254 জন (India reports 347254 fresh COVID cases in last 24 hours) ৷ আগের দিনের তুলনায় 9 শতাংশ বেশি ৷ আগে এই সংখ্যাটা ছিল 3 লক্ষ 17 হাজার 532 ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 85 লক্ষ 66 হাজার 27 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘণ্টায় 19 লক্ষ 35 হাজার 912 সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে ৷ দেশে মোট 71 কোটি 15 লক্ষ সংখ্যক নমুনার করোনা (Sample tests conducted) পরীক্ষা হয়েছে ৷

দৈনিক পজিটিভিটি রেট (Daily positivity rate) বা সংক্রমণের হার 16.41 শতাংশ থেকে বেড়ে আজ 17.94 শতাংশে পৌঁছেছে ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 20 লক্ষ 18 হাজার 825, যা মোট সংক্রমণের 5.23 শতাংশ ৷

Corona Cases in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Covid Vaccine for Below 15 Yrs : 15 বছরের নিচে করোনার টিকাকরণে বৈজ্ঞানিক প্রমাণের অপেক্ষায় স্বাস্থ্য মন্ত্রক

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 2 লক্ষ 51 হাজার 777 জন ৷ এর আগের দিন সংখ্যাটা ছিল 2 লক্ষ 23 হাজার 990 ৷ এখনও অবধি দেশে মোট 3 কোটি 60 লক্ষ 58 হাজার 806 জন করোনা সংক্রামিত সুস্থ হলেন ৷ সুস্থতার হার 93.69 শতাংশ থেকে কমে আজ 93.50 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 703 জন করোনা সংক্রামিত রোগী ৷ এর আগের দিন 491 জনের মৃত্যু হয়েছিল ৷ এখনও অবধি দেশে 4 লক্ষ 88 হাজার 396 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

দেশে মোট 160 কোটি 43 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজ দেওয়া হয়েছে, জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক ৷

দেশে ওমিক্রন আক্রান্তের (Omicron Cases in India) মোট সংখ্যা দাঁড়িয়েছে 9 হাজার 692, আগের দিনের তুলনায় 4.36 শতাংশ বেশি ৷ আগের দিন ছিল 9 হাজার 287 ৷

Last Updated : Jan 21, 2022, 9:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.