ETV Bharat / bharat

Corona Update India : একলাফে সংক্রমণ বেড়ে 31 হাজারে, কমেছে সুস্থ রোগীর সংখ্যাও - অ্যাকটিভ রোগীর সংখ্যা

24 ঘণ্টার তফাতে এক ধাপে প্রায় 5 হাজার রোগী নতুন করে করোনা সংক্রামিত হলেন দেশে ৷ দৈনিক সংক্রমণ বেশ খানিকটা বাড়ল ৷ পাশাপাশি কমল সুস্থ রোগীর সংখ্যা ৷ শুধু মৃতের সংখ্যা কিছুটা কমেছে গত 24 ঘণ্টায় ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Sep 23, 2021, 12:37 PM IST

নয়া দিল্লি, 23 সেপ্টেম্বর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 31 হাজার 923 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 26 হাজার 964 জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 35 লক্ষ 63 হাজার 421, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 31 হাজার 990 জন রোগী ৷ তার আগের দিন 34 হাজার 167 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই একদিকে দৈনিক সংক্রমণ বেড়েছে, অন্যদিকে সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 28 লক্ষ 15 হাজার 731 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 97.77% ৷

আরও পড়ুন : Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র

তবে কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন 282 জন, তার আগের দিন 383 জনের মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 46 হাজার 050 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.33% ৷ সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা 3 লক্ষ 1 হাজার 604 জন, যা গত 187 দিনে সর্বনিম্ন ৷

দেশে সংক্রমণে কেরালা এখনও প্রথম স্থানে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 19 হাজার 675 জন ৷ এ নিয়ে সে রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা হল 45 লক্ষ 59 হাজার 601 ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন 71 লক্ষ 38 হাজার 205 জন ৷ এখনও পর্যন্ত দেশে প্রায় 84 কোটি মানুষ ভ্যাকসিন (ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দু'টি ডোজ) পেয়েছেন ৷

নয়া দিল্লি, 23 সেপ্টেম্বর : ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 31 হাজার 923 জন ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 26 হাজার 964 জন ৷ এ নিয়ে দেশে মোট সংক্রামিত রোগীর সংখ্যা দাঁড়াল 3 কোটি 35 লক্ষ 63 হাজার 421, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Health Ministry) ৷

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 31 হাজার 990 জন রোগী ৷ তার আগের দিন 34 হাজার 167 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই একদিকে দৈনিক সংক্রমণ বেড়েছে, অন্যদিকে সুস্থ রোগীর সংখ্যা কমেছে ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 28 লক্ষ 15 হাজার 731 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 97.77% ৷

আরও পড়ুন : Covid Death : করোনায় মৃতের পরিবারকে 50 হাজার টাকা আর্থিক সাহায্য়, জানাল কেন্দ্র

তবে কমেছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গিয়েছেন 282 জন, তার আগের দিন 383 জনের মৃত্যু হয়েছিল ৷ এ নিয়ে দেশে মোট 4 লক্ষ 46 হাজার 050 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.33% ৷ সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা 3 লক্ষ 1 হাজার 604 জন, যা গত 187 দিনে সর্বনিম্ন ৷

দেশে সংক্রমণে কেরালা এখনও প্রথম স্থানে রয়েছে ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রামিত হয়েছেন 19 হাজার 675 জন ৷ এ নিয়ে সে রাজ্যে মোট করোনা সংক্রামিতের সংখ্যা হল 45 লক্ষ 59 হাজার 601 ৷

গত 24 ঘণ্টায় ভ্যাকসিন পেয়েছেন 71 লক্ষ 38 হাজার 205 জন ৷ এখনও পর্যন্ত দেশে প্রায় 84 কোটি মানুষ ভ্যাকসিন (ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় দু'টি ডোজ) পেয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.