নয়াদিল্লি, 15 সেপ্টেম্বর : বিগত কয়েকদিন ধরে সংক্রমণ কমছিল ৷ কিন্তু গত 24 ঘণ্টায় দেশে ফের কিছুটা বাড়ল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) দেওয়া হিসেব অনুযায়ী, গত 24 ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন 27 হাজার 176 জন ৷ এর আগের 24 ঘণ্টায় সংখ্যাটা 25 হাজার 404 ৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল 3 কোটি 33 লক্ষ 16 হাজার 755 ৷
গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 284 জন ৷ এর আগের 24 ঘণ্টায় সংখ্যাটা ছিল 339 ৷ তাই দৈনিক সংক্রমণ বাড়লেও সামান্য কমেছে মৃতের সংখ্যা ৷ আজ সকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত দেশে 4 কোটি 43 লক্ষ 497 জন করোনা সংক্রমিত হয়ে মারা গিয়েছেন ৷
আরও পড়ুন : Covid-19 : দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কর্পোরেটের খরচ 1,600 কোটির বেশি, দাবি সমীক্ষায়
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 38 হাজার 12 জন ৷ এর আগের 24 ঘণ্টায় 37 হাজার 127 জন রোগী সুস্থ হয়েছিলেন ৷ তাই সুস্থতার সংখ্যা সামান্য বেড়েছে ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 25 লক্ষ 22 হাজার 171 জন সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 97.62% ৷ গত 24 ঘণ্টায় পাওয়া হিসেব অনুযায়ী মোট সক্রিয় রোগীর (Active Case) সংখ্যা 3 লক্ষ 51 হাজার 87 ৷
গত 24 ঘণ্টায় ভ্যাকসিন দেওয়া হয়েছে 61 লক্ষ 15 হাজার 690 জনকে ৷ এ নিয়ে মোট 75 কোটি 89 লক্ষ 12 হাজার 277 জন নাগরিককে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷
কেরালায় গত 24 ঘণ্টায় নতুন করোনা সংক্রামিত হয়েছেন 15 হাজার 876 জন ৷ মারা গিয়েছেন 129 জন ৷