ETV Bharat / bharat

Corona Update in India : দৈনিক সংক্রমণ 2 লক্ষ 71 হাজার, সামান্য কমল সংক্রমণের হার

author img

By

Published : Jan 16, 2022, 9:36 AM IST

Updated : Jan 16, 2022, 10:34 AM IST

দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও আজ পজিটিভিটি রেট 16.66 শতাংশ থেকে কমে 16.28 শতাংশ (Corona Update in India) ৷ আজ 16 জানুয়ারি ৷ 2021-এর এই দিনে দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয় (Covid Vaccination One year) ৷ গত এক বছরে আজ সকাল পর্যন্ত 156 কোটিরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷

Corona Cases India
করোনার দৈনিক সংক্রমণ

নয়াদিল্লি, 16 জানুয়ারি : রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 71 হাজার 202 জন (India reports 271202 fresh COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 68 হাজার 833 জন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 71 লক্ষ 22 হাজার 164 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আজ ভারতে দৈনিক পজিটিভিটি রেট (daily positive rate) 16.66 থেকে কমে দাঁড়িয়েছে 16.28 শতাংশে ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত দেশে 70 কোটি 24 লক্ষ 48 হাজার 838টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র 15 জানুয়ারি নমুনার সংখ্যা ছিল 16 লক্ষ 65 হাজার 404 ৷

Corona in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Corona Update in Bengal : তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, সংক্রমণ নামল কুড়ি হাজারের নিচে

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 38 হাজার 331 জন ৷ এর আগে 1 লক্ষ 22 হাজার 684 জন করোনা রোগী সেরে উঠেছিলেন ৷ দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 3 কোটি 50 লক্ষ 85 হাজার 721 ৷ সুস্থতার হার 94.51 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 314 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় সামান্য কম৷ আগে এই সংখ্যাটা ছিল 402 ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 86 হাজার 066 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

গত 24 ঘণ্টার পর দেশে মোট 156 কোটি 76 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন (Covid 19 Vaccine) দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আজকের দিনেই দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ গত 24 ঘণ্টায় 70 লক্ষ 24 হাজার সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ 2021 থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় এবছর নতুন সংযোজন 15-18 বছর বয়সিদের টিকাকরণের আওতাভুক্ত করা ৷ টুইট করে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য (Dr Mansukh Mandaviya) লিখেছেন, "আজ বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযানের এক বছর পূর্ণ হল ৷" তিনি এর জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হওয়া এই টিকাকরণ প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে সফল টিকাকরণ অভিযান হিসেবে উল্লেখ করেন ৷ সব স্বাস্থ্যকর্মী, বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী ৷

  • आज विश्व के सबसे बड़े टीकाकरण अभियान को 1 वर्ष पूर्ण हो गया है।

    PM @NarendraModi जी के नेतृत्व में शुरू हुआ यह अभियान 'सबके प्रयास' के साथ आज दुनिया का सबसे सफल टीकाकरण अभियान है।

    मैं सभी स्वास्थ्य कर्मियों, वैज्ञानिकों व देशवासियों को बधाई देता हूँ। #1YearOfVaccineDrive pic.twitter.com/IvoX3Z9Nso

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আজ মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 7 হাজার 743 (Omicron cases in India) ৷ যা আগের দিনের তুলনায় 28.17 শতাংশ বেশি ৷ এর আগে সংখ্যাটা ছিল 6 হাজার 41 ৷

নয়াদিল্লি, 16 জানুয়ারি : রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লক্ষ 71 হাজার 202 জন (India reports 271202 fresh COVID cases in last 24 hours) ৷ এর আগের দিন সংক্রামিত হয়েছিলেন 2 লক্ষ 68 হাজার 833 জন ৷ এ নিয়ে দেশে মোট 3 কোটি 71 লক্ষ 22 হাজার 164 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷

আজ ভারতে দৈনিক পজিটিভিটি রেট (daily positive rate) 16.66 থেকে কমে দাঁড়িয়েছে 16.28 শতাংশে ৷ প্রতিদিন যত সংখ্যক মানুষের করোনা পরীক্ষা করা হয়, তার মধ্যে যত জনের করোনা সংক্রমণ ধরা পড়ে, সেই হারকে পজিটিভিটি রেট বলে ৷

স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, 15 জানুয়ারি পর্যন্ত দেশে 70 কোটি 24 লক্ষ 48 হাজার 838টি নমুনার করোনা পরীক্ষা হয়েছে ৷ এর মধ্যে শুধুমাত্র 15 জানুয়ারি নমুনার সংখ্যা ছিল 16 লক্ষ 65 হাজার 404 ৷

Corona in India
ভারতে করোনা সংক্রমণ

আরও পড়ুন : Corona Update in Bengal : তৃতীয় ঢেউয়ে রাজ্যে রেকর্ড মৃত্যু, সংক্রমণ নামল কুড়ি হাজারের নিচে

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 1 লক্ষ 38 হাজার 331 জন ৷ এর আগে 1 লক্ষ 22 হাজার 684 জন করোনা রোগী সেরে উঠেছিলেন ৷ দেশে মোট সুস্থ করোনা রোগীর সংখ্যা 3 কোটি 50 লক্ষ 85 হাজার 721 ৷ সুস্থতার হার 94.51 শতাংশ ৷

স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় 314 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা আগের দিনের তুলনায় সামান্য কম৷ আগে এই সংখ্যাটা ছিল 402 ৷ এখনও অবধি দেশে মোট 4 লক্ষ 86 হাজার 066 জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন ৷

গত 24 ঘণ্টার পর দেশে মোট 156 কোটি 76 লক্ষ সংখ্যক কোভিড-19 ভ্যাকসিন (Covid 19 Vaccine) দেওয়া হয়েছে ৷ প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর আজকের দিনেই দেশে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ গত 24 ঘণ্টায় 70 লক্ষ 24 হাজার সংখ্যক ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ 2021 থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন প্রক্রিয়ায় এবছর নতুন সংযোজন 15-18 বছর বয়সিদের টিকাকরণের আওতাভুক্ত করা ৷ টুইট করে স্বাস্থ্যমন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্য (Dr Mansukh Mandaviya) লিখেছেন, "আজ বিশ্বের সবচেয়ে বড় টিকাকরণ অভিযানের এক বছর পূর্ণ হল ৷" তিনি এর জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে শুরু হওয়া এই টিকাকরণ প্রক্রিয়াকে বিশ্বের সবচেয়ে সফল টিকাকরণ অভিযান হিসেবে উল্লেখ করেন ৷ সব স্বাস্থ্যকর্মী, বৈজ্ঞানিকদের শুভেচ্ছা জানান স্বাস্থ্যমন্ত্রী ৷

  • आज विश्व के सबसे बड़े टीकाकरण अभियान को 1 वर्ष पूर्ण हो गया है।

    PM @NarendraModi जी के नेतृत्व में शुरू हुआ यह अभियान 'सबके प्रयास' के साथ आज दुनिया का सबसे सफल टीकाकरण अभियान है।

    मैं सभी स्वास्थ्य कर्मियों, वैज्ञानिकों व देशवासियों को बधाई देता हूँ। #1YearOfVaccineDrive pic.twitter.com/IvoX3Z9Nso

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) January 16, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, আজ মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা 7 হাজার 743 (Omicron cases in India) ৷ যা আগের দিনের তুলনায় 28.17 শতাংশ বেশি ৷ এর আগে সংখ্যাটা ছিল 6 হাজার 41 ৷

Last Updated : Jan 16, 2022, 10:34 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.