ETV Bharat / bharat

মৃত্যুতে ফের রেকর্ড, তবে কমছে দৈনিক সংক্রমণের হার - করোনা ভাইরাস আপডেট

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লাখ 67 হাজার 334 মানুষ ৷ গতকাল প্রকাশিত রিপোর্ট অনুযায়ী এক দিনে করোনা আক্রান্ত হয়েছিলেন 2 লাখ 63 হাজার 533 জন ৷

corona virus
corona virus
author img

By

Published : May 19, 2021, 11:15 AM IST

Updated : May 19, 2021, 1:44 PM IST

নয়াদিল্লি, 19 মে : পর পর তিন দিন, সারা দেশে করোনা সংক্রমণ রইল দুই লাখের ঘরেই ৷ তবে ফের রেকর্ড গড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে 4 হাজার 529 জনের ৷ যা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লাখ 67 হাজার 334 জন ৷ একই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও ৷ শেষ 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 3 লাখ 89 হাজার 851 জন ৷

এপ্রিল মাসের 21 তারিখ থেকে দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ 3 লাখের উপরে ছিল দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ 21 এপ্রিলের পর 17 মে 3 লাখের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷

আরও পড়ুন : কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

মেডিক্যাল বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2 কোটি 54 লাখ 96 হাজার 330 জন । মৃত্যু হয়েছে 2 লাখ 83 হাজার 248 জনের । কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 32 লাখ 26 হাজার 719 ।

নয়াদিল্লি, 19 মে : পর পর তিন দিন, সারা দেশে করোনা সংক্রমণ রইল দুই লাখের ঘরেই ৷ তবে ফের রেকর্ড গড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা ৷ শেষ 24 ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে 4 হাজার 529 জনের ৷ যা নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে ৷

স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, শেষ 24 ঘণ্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 2 লাখ 67 হাজার 334 জন ৷ একই সঙ্গে বাড়ছে সুস্থতার হারও ৷ শেষ 24 ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 3 লাখ 89 হাজার 851 জন ৷

এপ্রিল মাসের 21 তারিখ থেকে দৈনিক সংক্রমণের গ্রাফ ছিল ঊর্ধ্বমুখী ৷ 3 লাখের উপরে ছিল দৈনিক সংক্রমণের গ্রাফ ৷ 21 এপ্রিলের পর 17 মে 3 লাখের নিচে নামে দৈনিক সংক্রমণ ৷

আরও পড়ুন : কোভিডের চিকিৎসা থেকে বাদ পড়তে পারে রেমডেসিভির, জানালেন বিশেষজ্ঞরা

মেডিক্যাল বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে 2 কোটি 54 লাখ 96 হাজার 330 জন । মৃত্যু হয়েছে 2 লাখ 83 হাজার 248 জনের । কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা । এখনও পর্যন্ত দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা 32 লাখ 26 হাজার 719 ।

Last Updated : May 19, 2021, 1:44 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.