ETV Bharat / bharat

Corona Update in India : নিম্নমুখী দৈনিক সংক্রমণ ও পজিটিভিটি রেট, স্বস্তি দিয়ে বাড়ছে সুস্থের সংখ্যা - ভারতের করোনা আপডেট

দৈনিক সংক্রমণ কমার পাশাপাশি বাড়ল মৃত্যু ৷ গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু ৷ তবে প্রতিদিনই কমছে সক্রিয় আক্রান্তের সংখ্যা (COVID Update in India) ৷ তাতেও ঢিলেমি না দিয়ে বিশেষজ্ঞরা এখনও সকলকে করোনা বিধি মেনে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ৷

covid situation in india
ভারতের করোনা পরিস্থিতির আপডেট
author img

By

Published : Jan 28, 2022, 9:30 AM IST

নয়াদিল্লি, 28 জানুয়ারি : কমল দৈনিক সংক্রমণ (COVID cases in India) ৷ আজকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের চেয়ে সংক্রমণ কমেছে অনেকটাই ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 2 লাখ 51 হাজার 209 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 2 লাখ 86 হাজার 384 জন ৷

সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 627 জন করোনা আক্রান্ত রোগী৷ আগের দিন যা ছিল 573 জন ৷ বেশ কিছুটা কমেছে দৈনিক পজিটিভিটি রেট ৷ 19.59 শতাংশ থেকে কমে তা দাঁড়িয়েছে 15.88 শতাংশে ৷

স্বস্তির খবর এই যে বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 3 লাখ 47 হাজার 443 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 3 লাখ 6 হাজার 357 জন ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 21 লাখ 5 হাজার 611 জন ৷ আগের দিন যা ছিল 22 লাখ 2 হাজার 472 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে কমল আক্রান্তের সংখ্যা, বাড়ল সংক্রমণের হার

নয়াদিল্লি, 28 জানুয়ারি : কমল দৈনিক সংক্রমণ (COVID cases in India) ৷ আজকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের চেয়ে সংক্রমণ কমেছে অনেকটাই ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 2 লাখ 51 হাজার 209 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৷ আগের দিন সংখ্যাটা ছিল 2 লাখ 86 হাজার 384 জন ৷

সংক্রমণ কমলেও বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 627 জন করোনা আক্রান্ত রোগী৷ আগের দিন যা ছিল 573 জন ৷ বেশ কিছুটা কমেছে দৈনিক পজিটিভিটি রেট ৷ 19.59 শতাংশ থেকে কমে তা দাঁড়িয়েছে 15.88 শতাংশে ৷

স্বস্তির খবর এই যে বেড়েছে সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন 3 লাখ 47 হাজার 443 জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল 3 লাখ 6 হাজার 357 জন ৷ কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ এখনও পর্যন্ত সক্রিয় আক্রান্তের সংখ্যা 21 লাখ 5 হাজার 611 জন ৷ আগের দিন যা ছিল 22 লাখ 2 হাজার 472 জন ৷

আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে কমল আক্রান্তের সংখ্যা, বাড়ল সংক্রমণের হার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.