ETV Bharat / bharat

Corona in India : উৎসবের আবহে কিছুটা স্বস্তি, দৈনিক আক্রান্তের সংখ্যা 20 হাজারের নিচে - Coronavirus

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিনে জানা যাচ্ছে, গত 24 ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 740 জন মানুষ ৷

Corona in India
Corona in India
author img

By

Published : Oct 9, 2021, 10:36 AM IST

নয়াদিল্লি, 9 অক্টোবর : দেশে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 19 হাজার 740 জন ৷ শুক্রবারের দেওয়া বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 21 হাজার 257 ৷ দুদিন আগে সংক্রমণের সংখ্যা ছিল 22 হাজার 431 জন ৷

দৈনিক সংক্রমণের সঙ্গে সঙ্গে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ শনিবার দেশে সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা রয়েছে 2 লক্ষ 36 হাজার 643 জন ৷ এই সংখ্যাও আগের দিনের তুলনায় কম ৷ গত 206 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা এদিন সর্বনিম্ন দেখা যাচ্ছে ৷

স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশে 94 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকাপ্রাপ্ত দেশবাসীর সংখ্যা 79 লক্ষ 12 হাজার 202 জন ৷

আরও পড়ুন : UK COVID Rules : ভ্যাকসিন সম্পূর্ণ হলেই ব্রিটেনে কোয়ারানটিনের প্রয়োজন নেই ভারতীয়দের

নয়াদিল্লি, 9 অক্টোবর : দেশে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 19 হাজার 740 জন ৷ শুক্রবারের দেওয়া বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 21 হাজার 257 ৷ দুদিন আগে সংক্রমণের সংখ্যা ছিল 22 হাজার 431 জন ৷

দৈনিক সংক্রমণের সঙ্গে সঙ্গে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ শনিবার দেশে সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা রয়েছে 2 লক্ষ 36 হাজার 643 জন ৷ এই সংখ্যাও আগের দিনের তুলনায় কম ৷ গত 206 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা এদিন সর্বনিম্ন দেখা যাচ্ছে ৷

স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশে 94 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকাপ্রাপ্ত দেশবাসীর সংখ্যা 79 লক্ষ 12 হাজার 202 জন ৷

আরও পড়ুন : UK COVID Rules : ভ্যাকসিন সম্পূর্ণ হলেই ব্রিটেনে কোয়ারানটিনের প্রয়োজন নেই ভারতীয়দের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.