নয়াদিল্লি, 9 অক্টোবর : দেশে আরও কিছুটা কমল করোনার দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 19 হাজার 740 জন ৷ শুক্রবারের দেওয়া বুলেটিন অনুযায়ী এই সংখ্যাটি ছিল 21 হাজার 257 ৷ দুদিন আগে সংক্রমণের সংখ্যা ছিল 22 হাজার 431 জন ৷
দৈনিক সংক্রমণের সঙ্গে সঙ্গে কমেছে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ৷ শনিবার দেশে সক্রিয় আক্রান্তের (Active case) সংখ্যা রয়েছে 2 লক্ষ 36 হাজার 643 জন ৷ এই সংখ্যাও আগের দিনের তুলনায় কম ৷ গত 206 দিনে সক্রিয় আক্রান্তের সংখ্যা এদিন সর্বনিম্ন দেখা যাচ্ছে ৷
স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই দেশে 94 কোটির বেশি মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে ৷ গত 24 ঘণ্টায় টিকাপ্রাপ্ত দেশবাসীর সংখ্যা 79 লক্ষ 12 হাজার 202 জন ৷
আরও পড়ুন : UK COVID Rules : ভ্যাকসিন সম্পূর্ণ হলেই ব্রিটেনে কোয়ারানটিনের প্রয়োজন নেই ভারতীয়দের