নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর : গত 24 ঘণ্টায় নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 18 হাজার 870 জন জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) ৷ তার আগের দিন এই সংখ্যাটা ছিল 18 হাজার 795 ৷ তাই সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ ৷ এ নিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল 3 কোটি 37 লক্ষ 16 হাজার 451 ৷
গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 28 হাজার 178 জন ৷ তাই সুস্থ হওয়ার সংখ্যাও তুলনায় বেড়েছে ৷ তার আগের দিন 26 হাজার 30 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে মোট 3 কোটি 29 লক্ষ 86 হাজার 180 জন সুস্থ হয়েছেন ৷
দৈনিক সংক্রমণ আর সুস্থতার ক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে মৃতের সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় মারা গিয়েছেন 378 জন ৷ তার আগের দিন যা ছিল 179 ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী আজ সকাল 8টা পর্যন্ত দেশে 4 লক্ষ 47 হাজার 751 জন রোগী মারা গিয়েছেন ৷ মৃত্যুর হার 1.33% ৷ দেশে মোট সক্রিয় রোগীর (Active cases) সংখ্যা 2 লক্ষ 82 হাজার 520 ৷
আরও পড়ুন : Corona in Bengal : টেস্ট বাড়তেই ফের সংক্রমণ সাতশোর ঘরে, তবে কমল মৃত্যু
তবে দৈনিক সংক্রমণে এখনও শীর্ষে কেরালা ৷ গত 24 ঘণ্টায় 11 হাজার 196 জন রোগী নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ৷ তার আগের দিনের হিসেবও 11 হাজার 699 জন সংক্রামিত হয়েছিলেন ৷ তাই কোনও পরিবর্তন হয়নি দক্ষিণের এই রাজ্যের দৈনিক সংক্রমণে ৷ মারা গিয়েছেন 149 জন রোগী ৷
গত 24 ঘণ্টায় দেশে 54 লক্ষ 13 হাজার 332 জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ এ নিয়ে মোট 87 কোটি 66 লক্ষ 63 হাজার 490 জন কোভিড-19 ভ্যাকসিন পেলেন ৷