নয়াদিল্লি, 23 মার্চ : দেশে কমল দৈনিক সংক্রমণ ৷ আজ সকালের স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 1 হাজার 778 জন (India reports 1778 fresh COVID 19 cases in last 24 hours) ৷ আগের দিন এই সংক্রামিতের সংখ্যা ছিল 1 হাজার 581 জন ৷ দেশে এখনও পর্যন্ত 4 কোটি 30 লক্ষ 12 হাজার 749 জন করোনায় আক্রান্ত হলেন ৷
বুধবার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় 62 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন করোনায় প্রাণ হারানোর সংখ্যাটা ছিল 33 ৷ দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 16 হাজার 605 জন করোনা সংক্রামিতের মৃত্যু হয়েছে ৷ সক্রিয় করোনা রোগীর সংখ্যা (Active cases in India) 23 হাজার 87 ৷ যা মোট সংক্রমণের 0.05 শতাংশ ৷ করোনা সংক্রমণের হার (Daily positivity rate) 0.26 শতাংশ ৷
-
COVID19 | India logs 1,778 new cases & 62 deaths in the last 24 hours; Active caseload stands at 23,087
— ANI (@ANI) March 23, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Total vaccination: 1,81,89,15,234
(Representative image) pic.twitter.com/gUxZz2eRYF
">COVID19 | India logs 1,778 new cases & 62 deaths in the last 24 hours; Active caseload stands at 23,087
— ANI (@ANI) March 23, 2022
Total vaccination: 1,81,89,15,234
(Representative image) pic.twitter.com/gUxZz2eRYFCOVID19 | India logs 1,778 new cases & 62 deaths in the last 24 hours; Active caseload stands at 23,087
— ANI (@ANI) March 23, 2022
Total vaccination: 1,81,89,15,234
(Representative image) pic.twitter.com/gUxZz2eRYF
আরও পড়ুন : Corona Update in Bengal : গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত 2, আক্রান্ত 75
গত 24 ঘণ্টায় দেশে করোনা থেকে সেরে উঠেছেন 2 হাজার 542 জন ৷ আগের দিন সুস্থ হয়েছিলেন 2 হাজার 741 জন ৷ সুস্থতার হার 98.75 শতাংশ ৷ দেশে সুস্থ হয়ে ওঠা করোনা রোগীর সংখ্যা 4 কোটি 24 লাখ 73 হাজার 57 জন ৷ দেশে এখনও পর্যন্ত 181 কোটি 89 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ় (COVID-19 Vaccination) দেওয়া হয়েছে ৷