নয়াদিল্লি, 27 জুন : রবিবার সংক্রমণ কমলেও সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে ফের উদ্বেগ বাড়াল করোনা সংক্রমণের শতকরা হার । গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 17,O73 জন। রবিবার যে সংখ্যাটা নেমে এসেছিল 11 হাজার 739 জনে । অর্থাৎ গত চব্বিশ ঘণ্টায় দেশে ভাইরাস সংক্রমণের হার বাড়ল 45 শতাংশ (India reports 17,073 fresh Covid cases in the last 24 hours) ৷ সবমিলিয়ে দেশে এখনও পর্যন্ত মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 4 কোটি 34 লক্ষ 7 হাজার 46 ৷
স্বাভাবিকভাবে অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণের হার । রবিবারের বুলেটিনে অঙ্কটা 2.59 শতাংশ থাকলেও সোমবার তা বেড়ে হল 5.62 শতাংশ । গত 24 ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে (Active Cases) 94 হাজার 420 জন । সোমবার যে সংখ্য়াটা ছিল 92 হাজার 576 । গত চব্বিশ ঘণ্টায় দেশে মারণ ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে 25 জনের । রবিবারও একই ছিল সংখ্যাটা ।
আরও পড়ুন : বাড়ছে করোনা, কীভাবে নিজেদের সুস্থ রাখবেন ইএনটি ও দাঁতের চিকিৎসকরা ?
সবমিলিয় দেশে এখনও পর্যন্ত 5 লক্ষ 25 হাজার 24 জন করোনা সংক্রামিত রোগী মারা গিয়েছেন ৷ চব্বিশ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 15,208 জন । সংক্রমণের নিরিখে দেশের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র । গত ২৪ ঘণ্টায় পশ্চিমের রাজ্যে মারা গিয়েছেন 6,493 জন করোনা রোগী । দিল্লিতেও ২৪ ঘণ্টায় লাফিয়ে বেড়েছে সংক্রমণ । চব্বিশ ঘণ্টায় 1,891 জন ভাইরাস আক্রান্ত হয়েছেন সেখানে । উদ্বেগ বাড়াচ্ছে দক্ষিণের রাজ্য কেরলও ।