ETV Bharat / bharat

Corona Update in India : সংক্রমণ কমল 13 শতাংশ, মৃত্যু 1072 - New COVID cases in India

দেশে সক্রিয় রোগীর সংখ্যা (Covid Active Cases) 14 লক্ষ 35 হাজার 569 জন ৷

Corona cases in India
দেশে কমল করোনা সংক্রমণ
author img

By

Published : Feb 4, 2022, 9:52 AM IST

Updated : Feb 4, 2022, 10:24 AM IST

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি : সংক্রমণ কমছে ৷ তবে মৃত্যুর সংখ্যা থেকে যাচ্ছে হাজারের উপরেই ৷ শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 49 হাজার 394 জন (New COVID cases in India) ৷ যা বৃহস্পতিবারের তুলনায় 13 শতাংশ কম ৷ বৃহস্পতিবার দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1 লক্ষ 72 হাজার 433 জন ৷

  • India reports 1,49,394 fresh COVID cases (13% lower than yesterday), 2,46,674 recoveries, and 1072 deaths in the last 24 hours

    Active cases: 14,35,569
    Death toll: 5,00,055
    Daily positivity rate: 9.27%

    Total vaccination: 168.47 crore pic.twitter.com/lOiJUwbueG

    — ANI (@ANI) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, 1 হাজার 72 জনের ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 2 লক্ষ 46 হাজার 674 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ দেশে করোনা থেকে এখনও পর্যন্ত 4 কোটি 17 হাজার 88 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 14 লক্ষ 35 হাজার 569 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 5 লক্ষ 55 জন জনের৷ সংক্রমণের হার 9.27 শতাংশ ৷

আরও পড়ুন: নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে সংক্রমণ

দেশে এখনও পর্যন্ত 168.47 কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 4 ফেব্রুয়ারি : সংক্রমণ কমছে ৷ তবে মৃত্যুর সংখ্যা থেকে যাচ্ছে হাজারের উপরেই ৷ শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত 24 ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 49 হাজার 394 জন (New COVID cases in India) ৷ যা বৃহস্পতিবারের তুলনায় 13 শতাংশ কম ৷ বৃহস্পতিবার দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ছিল 1 লক্ষ 72 হাজার 433 জন ৷

  • India reports 1,49,394 fresh COVID cases (13% lower than yesterday), 2,46,674 recoveries, and 1072 deaths in the last 24 hours

    Active cases: 14,35,569
    Death toll: 5,00,055
    Daily positivity rate: 9.27%

    Total vaccination: 168.47 crore pic.twitter.com/lOiJUwbueG

    — ANI (@ANI) February 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 24 ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন, 1 হাজার 72 জনের ৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে 2 লক্ষ 46 হাজার 674 জন করোনা থেকে সেরে উঠেছেন ৷ দেশে করোনা থেকে এখনও পর্যন্ত 4 কোটি 17 হাজার 88 জন সুস্থ হয়ে উঠেছেন ৷ এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 14 লক্ষ 35 হাজার 569 জন ৷ দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে 5 লক্ষ 55 জন জনের৷ সংক্রমণের হার 9.27 শতাংশ ৷

আরও পড়ুন: নমুনা পরীক্ষা কমতেই রাজ্যে দু'হাজারের নিচে সংক্রমণ

দেশে এখনও পর্যন্ত 168.47 কোটি ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে ৷

Last Updated : Feb 4, 2022, 10:24 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.