ETV Bharat / bharat

Corona Update in India স্বাধীনতা দিবসে করোনা আক্রান্তের সংখ্যা 15 হাজারের আশপাশে, দৈনিক সংক্রমণের হারে উদ্বেগ - Precaution Dose

করোনা সংক্রমণ পরিস্থিতি এখন আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণে ৷ যদিও করোনা গ্রাফ ওঠানামা করছে ৷ আজ দেশজুড়ে চলছে 76তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান (Corona Update in India) ৷

Corona Cases in India
করোনা সংক্রমণ
author img

By

Published : Aug 15, 2022, 11:16 AM IST

নয়াদিল্লি, 15 অগস্ট: ফের কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রক সোমবার সকালে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 917 জন ৷ রবিবারে সংখ্যাটা ছিল 14 হাজার 92 (India reports 14,917 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 42 লক্ষ 68 হাজার 381 জন করোনায় সংক্রামিত হলেন ৷

বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷ আজকের বুলেটিনে সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 1 লক্ষ 17 হাজার 508 জন, যা মোট সংক্রমণের 0.27 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 16 হাজার 861 ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 3.69 শতাংশ থেকে বেড়ে 7.52 শতাংশে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 32 জন ৷ আগের দিন 41 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে 5 লক্ষ 27 হাজার 69 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কমেছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 14 হাজার 238 জন ৷ আগের দিন 16 হাজার 454 জন করোনা থেকে সেরে উঠেছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 36 লক্ষ 23 হাজার 804 জন ৷ সুস্থতার হার 98.54 শতাংশ ৷ এদিকে করোনার সংক্রমণ বাড়ায় দিল্লিতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেজরিওয়াল সরকার । নয়া নির্দেশে বলা হয়েছে রাস্তায় বেরলে মাস্ক ব্যবহার করতেই হবে । নাহলে দিতে হবে জরিমানা । সেই শুরু থেকে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে এ ধরনের নির্দেশিকা জারি হয়েছে । তাতে কাজের কাজও হয়েছে খানিকটা ।

17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ 15 অগস্ট সকাল পর্যন্ত 208 কোটি 25 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সিদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে শুরু হয়ে 75 দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ড্রাইভ ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 12 কোটি 30 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৷

নয়াদিল্লি, 15 অগস্ট: ফের কিছুটা বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা ৷ স্বাস্থ্যমন্ত্রক সোমবার সকালে যে রিপোর্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 917 জন ৷ রবিবারে সংখ্যাটা ছিল 14 হাজার 92 (India reports 14,917 fresh COVID 19 cases in last 24 hours) ৷ এ নিয়ে দেশে মোট 4 কোটি 42 লক্ষ 68 হাজার 381 জন করোনায় সংক্রামিত হলেন ৷

বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও ৷ আজকের বুলেটিনে সক্রিয় রোগীর সংখ্যা (Active caseload) 1 লক্ষ 17 হাজার 508 জন, যা মোট সংক্রমণের 0.27 শতাংশ ৷ আগের দিন সংখ্যাটা ছিল 1 লক্ষ 16 হাজার 861 ৷ দৈনিক সংক্রমণের হার (Daily positivity rate) 3.69 শতাংশ থেকে বেড়ে 7.52 শতাংশে পৌঁছেছে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন 32 জন ৷ আগের দিন 41 জনের মৃত্যু হয়েছিল ৷ এ পর্যন্ত দেশে 5 লক্ষ 27 হাজার 69 জন করোনায় প্রাণ হারিয়েছেন ৷

আরও পড়ুন: স্বাধীনতা দিবসের সকালে রাজঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কমেছে সুস্থ রোগীর সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন 14 হাজার 238 জন ৷ আগের দিন 16 হাজার 454 জন করোনা থেকে সেরে উঠেছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে সুস্থ রোগীর সংখ্যা 4 কোটি 36 লক্ষ 23 হাজার 804 জন ৷ সুস্থতার হার 98.54 শতাংশ ৷ এদিকে করোনার সংক্রমণ বাড়ায় দিল্লিতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কেজরিওয়াল সরকার । নয়া নির্দেশে বলা হয়েছে রাস্তায় বেরলে মাস্ক ব্যবহার করতেই হবে । নাহলে দিতে হবে জরিমানা । সেই শুরু থেকে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে এ ধরনের নির্দেশিকা জারি হয়েছে । তাতে কাজের কাজও হয়েছে খানিকটা ।

17 জুলাই দেশে কোভিড-19 ভ্যাকসিনের (Covid 19 Vaccine) ডোজের সংখ্যা 200 কোটি পেরিয়ে গিয়েছে ৷ 15 অগস্ট সকাল পর্যন্ত 208 কোটি 25 লক্ষেরও বেশি সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ 15 জুলাই থেকে দেশে 18-59 বছর বয়সিদের জন্য বিনামূল্যে কোভিড বুস্টার ডোজ (প্রিকশন ডোজ) দেওয়া শুরু হয়েছে ৷ 15 জুলাই থেকে শুরু হয়ে 75 দিন অর্থাৎ 30 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বিশেষ ড্রাইভ ৷ কোভিড-19 ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার 6 মাস পর এই প্রিকশন ডোজ নেওয়া যাবে ৷ 12 কোটি 30 লক্ষেরও (Precaution Dose) বেশি বুস্টার ডোজ দেওয়া হয়েছে এখনও পর্যন্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.