ETV Bharat / bharat

Corona in India : ফের দৈনিক সংক্রমণ বেড়ে 12 হাজার ছুঁইছুঁই - last 24 hours

গত 24 ঘণ্টায় দেশে করোনার দৈনিক সংক্রমণ বেশ খানিকটা বেড়েছে ৷ নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 919 জন ৷

Corona in India
ফের দৈনিক সংক্রমণ বেড়ে 12 হাজার ছুঁই ছুঁই
author img

By

Published : Nov 18, 2021, 9:36 AM IST

Updated : Nov 18, 2021, 10:23 AM IST

নয়াদিল্লি, 18 নভেম্বর : আজ ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 919 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 197 জন ৷ তাই 24 ঘণ্টার মধ্যে বেশ কিছুটা বাড়ল সংক্রমণের সংখ্যা ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 44 লক্ষ 78 হাজার 517 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে 470 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 301 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে মোট 4 লক্ষ 64 হাজার 623 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.35 শতাংশ ৷

11 হাজার 242 জন রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 12 হাজার 134 জন রোগী সেরে উঠেছিলেন ৷ 3 কোটি 38 লক্ষ 85 হাজার 132 জন করোনা সংক্রামিত রোগী এখনও অবধি সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.28 শতাংশ ৷ সক্রিয় রোগীর (active cases) সংখ্যা আবারও ঊর্ধমুখী ৷ আজ সকালে প্রকাশিত রিপোর্টের পর দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 28 হাজার 762 ৷ যা মোট সংক্রমণের 0.37 শতাংশ ৷তবে কেরালার অবস্থা উদ্বেগজনক ৷ দেশে মোট মৃত রোগীর মধ্যে 388 জন শুধুমাত্র এই রাজ্যেই মারা গিয়েছেন ৷ আর নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 হাজার 849 জন ৷

আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু কমে 8

40 দিন ধরে 20 হাজার আর একটানা 143 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ এখনও অবধি দেশে মোট 114 কোটি 46 লক্ষ 32 হাজার 851 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 18 নভেম্বর : আজ ফের বাড়ল দৈনিক সংক্রমণ ৷ স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 919 জন ৷ এর আগের দিন এই সংখ্যাটা ছিল 10 হাজার 197 জন ৷ তাই 24 ঘণ্টার মধ্যে বেশ কিছুটা বাড়ল সংক্রমণের সংখ্যা ৷ এপর্যন্ত দেশে মোট 3 কোটি 44 লক্ষ 78 হাজার 517 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

দৈনিক সংক্রমণের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷ স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানানো হয়েছে, গত 24 ঘণ্টায় দেশে 470 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ এর আগের দিন 301 জনের মৃত্যু হয়েছিল ৷ দেশে মোট 4 লক্ষ 64 হাজার 623 জন করোনা সংক্রামিত রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.35 শতাংশ ৷

11 হাজার 242 জন রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 12 হাজার 134 জন রোগী সেরে উঠেছিলেন ৷ 3 কোটি 38 লক্ষ 85 হাজার 132 জন করোনা সংক্রামিত রোগী এখনও অবধি সুস্থ হয়েছেন ৷ সুস্থতার হার 98.28 শতাংশ ৷ সক্রিয় রোগীর (active cases) সংখ্যা আবারও ঊর্ধমুখী ৷ আজ সকালে প্রকাশিত রিপোর্টের পর দেশে সক্রিয় রোগীর সংখ্যা 1 লক্ষ 28 হাজার 762 ৷ যা মোট সংক্রমণের 0.37 শতাংশ ৷তবে কেরালার অবস্থা উদ্বেগজনক ৷ দেশে মোট মৃত রোগীর মধ্যে 388 জন শুধুমাত্র এই রাজ্যেই মারা গিয়েছেন ৷ আর নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 6 হাজার 849 জন ৷

আরও পড়ুন: রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু কমে 8

40 দিন ধরে 20 হাজার আর একটানা 143 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ ৷ এখনও অবধি দেশে মোট 114 কোটি 46 লক্ষ 32 হাজার 851 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

Last Updated : Nov 18, 2021, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.