ETV Bharat / bharat

Corona in India : দৈনিক সংক্রমণ বেড়ে 11 হাজারে, বাড়ল মৃত্যুও - ভারতে কোভিড-19 ভ্যাকসিন

উৎসবের মরশুম এবার শেষের পথে ৷ দেশজুড়ে বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে ছটপুজো ৷ এর মধ্যে দৈনিক সংক্রমণের গ্রাফ ওঠা-নামা করছে ৷

করোনার দৈনিক সংক্রমণ
করোনার দৈনিক সংক্রমণ
author img

By

Published : Nov 10, 2021, 12:40 PM IST

নয়া দিল্লি, 10 নভেম্বর : কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 466 জন ৷

এর আগের দিন এই সংখ্যা ছিল 10 হাজার 126 ৷ তাই একলাফে প্রায় 1 হাজারের কাছাকাছি সংক্রমণ বাড়ল ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 43 লক্ষ 88 হাজার 579 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 460 জন মারা গিয়েছেন ৷ এর আগের দিন করোনায় 332 জনের মৃত্যু হয়েছিল ৷ তাই বেড়েছে মৃতের সংখ্যাও ৷ দেশে এখনও পর্যন্ত মোট 4 লক্ষ 61 হাজার 849 জনের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.34% ৷

আরও পড়ুন : Corona in West Bengal : রাজ্যে সংক্রমণ বেড়ে 800-র দোরগোড়ায়, কমল মৃত্যু

তবে সুস্থ রোগীর সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ 11 হাজার 961 জন রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 11 হাজার 982 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ 3 কোটি 37 লক্ষ 87 হাজার 047 জন রোগী এখনও অবধি করোনা থেকে সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 98.25% ৷

ক্রমশ কমছে সক্রিয় রোগীর (Actice Case) সংখ্যা ৷ সকালের রিপোর্ট অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগী 1 লক্ষ 39 হাজার 683 জন, যা মোট সংক্রমণের 0.41% ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কেরালায় নতুন করে 6 হাজার 409 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 384 জনের৷ তাই এ রাজ্যের পরিস্থিতি এখনও সংকটজনক ৷

দেশে বিগত 33 দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ 20 হাজারের নিচে এবং 136 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

দেশে এখনও পর্যন্ত 109 কোটি 63 লক্ষ 59হাজার 208 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সকাল 8টার রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 24 ঘণ্টায় 52 লক্ষ 69 হাজার 137 কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

নয়া দিল্লি, 10 নভেম্বর : কিছুটা বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ৷ আজ সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন 11 হাজার 466 জন ৷

এর আগের দিন এই সংখ্যা ছিল 10 হাজার 126 ৷ তাই একলাফে প্রায় 1 হাজারের কাছাকাছি সংক্রমণ বাড়ল ৷ এ পর্যন্ত দেশে মোট 3 কোটি 43 লক্ষ 88 হাজার 579 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷

স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 460 জন মারা গিয়েছেন ৷ এর আগের দিন করোনায় 332 জনের মৃত্যু হয়েছিল ৷ তাই বেড়েছে মৃতের সংখ্যাও ৷ দেশে এখনও পর্যন্ত মোট 4 লক্ষ 61 হাজার 849 জনের মৃত্যু হয়েছে ৷ মৃত্যুর হার 1.34% ৷

আরও পড়ুন : Corona in West Bengal : রাজ্যে সংক্রমণ বেড়ে 800-র দোরগোড়ায়, কমল মৃত্যু

তবে সুস্থ রোগীর সংখ্যায় খুব একটা হেরফের হয়নি ৷ 11 হাজার 961 জন রোগী গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন ৷ এর আগের দিন 11 হাজার 982 জন করোনা সংক্রামিত রোগী সুস্থ হয়েছিলেন ৷ 3 কোটি 37 লক্ষ 87 হাজার 047 জন রোগী এখনও অবধি করোনা থেকে সেরে উঠেছেন ৷ সুস্থতার হার 98.25% ৷

ক্রমশ কমছে সক্রিয় রোগীর (Actice Case) সংখ্যা ৷ সকালের রিপোর্ট অনুযায়ী দেশে মোট সক্রিয় রোগী 1 লক্ষ 39 হাজার 683 জন, যা মোট সংক্রমণের 0.41% ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কেরালায় নতুন করে 6 হাজার 409 জন করোনা সংক্রামিত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 384 জনের৷ তাই এ রাজ্যের পরিস্থিতি এখনও সংকটজনক ৷

দেশে বিগত 33 দিন ধরে দৈনিক করোনা সংক্রমণ 20 হাজারের নিচে এবং 136 দিন ধরে 50 হাজারের নিচে রয়েছে ৷

দেশে এখনও পর্যন্ত 109 কোটি 63 লক্ষ 59হাজার 208 সংখ্যক কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷ সকাল 8টার রিপোর্টে উল্লেখ করা হয়েছে গত 24 ঘণ্টায় 52 লক্ষ 69 হাজার 137 কোভিড-19 ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.