ETV Bharat / bharat

Corona Update in India: বাড়ল সংক্রমণ, গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত প্রায় 11 হাজার; মৃত 38 - করোনায় মৃত্যু

ফের করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ ধীরে ধীরে আবারও মাথা চাড়া দিচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সেইসঙ্গে মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে ৷ গত 24 ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 38 জনের ৷

Corona Update in India
ফাইল ছবি
author img

By

Published : Apr 19, 2023, 10:44 AM IST

Updated : Apr 19, 2023, 11:06 AM IST

নয়াদিল্লি, 19 এপ্রিল: ফের চোখ রাঙাচ্ছে করোনা ৷ আবারও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যাও ৷ গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও আজ অনেকটাই বাড়ল ৷ বুধবার সকালের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমণ হয়েছেন 10 হাজার 542 জন ৷ সেইসঙ্গে মৃতের সংখ্যাও উদ্বেগ প্রকাশ করছে ৷ একদিনে করোনায় প্রাণ গিয়েছে 38 জনের ৷ গত কয়েকদিনের মধ্যে দৈনিক মৃত্যুুর সংখ্যা কখনও এতটা বাড়েনি।

এই নিয়ে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4.47 কোটি (4 কোটি 48 লক্ষ 45 হাজার 401) ৷ দৈনিক পজিটিভিটি রেট 4.39 শতাংশ ৷ আর সাপ্তাহিক পজিটিভিটি রেট 5.1 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় মারণ ভাইরাসে যে 38 জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে 11 জনই কেরালার ৷ এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5 লক্ষ 31 হাজার 190 জন ৷ করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 42 লক্ষ 50 হাজার 649 জন ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশব্যাপী কোভিডের টিকা দেওয়া হয়েছে 220.66 কোটি ৷

উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বিশেষ করে বাড়ছে মহারাষ্ট্র এবং দিল্লি ও কেরলে ৷ এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মাস্ক, স্যানিটইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে আগামিদিনে নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতাগুলিতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কি না, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ, রাজ্যে ফের করোনায় প্রাণ গেল বৃদ্ধের

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি গত কয়েকদিনে পশ্চিমবঙ্গেও বেড়েছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে গতকাল নির্দেশিকা জারি করা হল স্বাস্থ্যভবনের পক্ষ থেকে ৷ এই নিয়ে একটি বৈঠকের পর স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি 13 দফার নির্দেশিকা জারি করা হয় । সেই নির্দেশিকায় বলা হয়েছে যদি কেউ জ্বর, হাঁচি, কাশি, সর্দি, ঠোঁট শুকিয়ে যাওয়ায় ভোগে তবে দেরি না করে করোনা পরীক্ষা করতে হবে। রিপোর্ট পজিটিভ এলে এক সপ্তাহের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে আক্রান্তকে। এমনকী যাদের কোমর্বিডিটি রয়েছে এবং অন্তঃসত্ত্বা মহিলা ছাড়াও শিশু ও বয়স্কদের যদি কারোর কোভিডের উপসর্গ থাকে তবে বিশেষ সাবধনতা নিতে হবে।

নয়াদিল্লি, 19 এপ্রিল: ফের চোখ রাঙাচ্ছে করোনা ৷ আবারও বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যাও ৷ গত কয়েকদিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও আজ অনেকটাই বাড়ল ৷ বুধবার সকালের স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী গত 24 ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমণ হয়েছেন 10 হাজার 542 জন ৷ সেইসঙ্গে মৃতের সংখ্যাও উদ্বেগ প্রকাশ করছে ৷ একদিনে করোনায় প্রাণ গিয়েছে 38 জনের ৷ গত কয়েকদিনের মধ্যে দৈনিক মৃত্যুুর সংখ্যা কখনও এতটা বাড়েনি।

এই নিয়ে ভারতের কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল 4.47 কোটি (4 কোটি 48 লক্ষ 45 হাজার 401) ৷ দৈনিক পজিটিভিটি রেট 4.39 শতাংশ ৷ আর সাপ্তাহিক পজিটিভিটি রেট 5.1 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় মারণ ভাইরাসে যে 38 জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে 11 জনই কেরালার ৷ এই নিয়ে ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 5 লক্ষ 31 হাজার 190 জন ৷ করোনাকে হারিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন 4 কোটি 42 লক্ষ 50 হাজার 649 জন ৷ স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া রিপোর্ট অনুসারে, এখনও পর্যন্ত দেশব্যাপী কোভিডের টিকা দেওয়া হয়েছে 220.66 কোটি ৷

উল্লেখ্য, করোনা আক্রান্তের সংখ্যা বিশেষ করে বাড়ছে মহারাষ্ট্র এবং দিল্লি ও কেরলে ৷ এই পরিস্থিতিতে আগে থেকেই সতর্ক হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মাস্ক, স্যানিটইজারের মতো প্রাথমিক স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সেইসঙ্গে আগামিদিনে নতুন করে অতিমারির পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণের জন্য হাসপাতাগুলিতে পর্যাপ্ত শয্যা, ওষুধপত্র, অক্সিজেন এবং আইসিইউ পরিষেবা রয়েছে কি না, তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: বাড়ছে উদ্বেগ, রাজ্যে ফের করোনায় প্রাণ গেল বৃদ্ধের

প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি গত কয়েকদিনে পশ্চিমবঙ্গেও বেড়েছে করোনা সংক্রমণ ৷ এই পরিস্থিতিতে গতকাল নির্দেশিকা জারি করা হল স্বাস্থ্যভবনের পক্ষ থেকে ৷ এই নিয়ে একটি বৈঠকের পর স্বাস্থ্যভবনের পক্ষ থেকে একটি 13 দফার নির্দেশিকা জারি করা হয় । সেই নির্দেশিকায় বলা হয়েছে যদি কেউ জ্বর, হাঁচি, কাশি, সর্দি, ঠোঁট শুকিয়ে যাওয়ায় ভোগে তবে দেরি না করে করোনা পরীক্ষা করতে হবে। রিপোর্ট পজিটিভ এলে এক সপ্তাহের জন্য বাড়িতেই আইসোলেশনে থাকতে হবে আক্রান্তকে। এমনকী যাদের কোমর্বিডিটি রয়েছে এবং অন্তঃসত্ত্বা মহিলা ছাড়াও শিশু ও বয়স্কদের যদি কারোর কোভিডের উপসর্গ থাকে তবে বিশেষ সাবধনতা নিতে হবে।

Last Updated : Apr 19, 2023, 11:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.