ETV Bharat / bharat

India Rejects China-Pak Statement: কাশ্মীর নিয়ে চিন-পাকিস্তানের বিবৃতি খারিজ করল দিল্লি - চিন পাকিস্তানের বিবৃতি

কাশ্মীর (Jammu and Kashmir) নিয়ে চিন ও পাকিস্তানের যৌথ বিবৃতি খারিজ করল দিল্লি (India rejects China-Pak Statement)৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন যে, বিবৃতিতে কাশ্মীর নিয়ে "অযৌক্তিক উল্লেখ" রয়েছে ৷

India rejects references to Jammu and Kashmir in latest China-Pak statement
কাশ্মীর নিয়ে চিন-পাকিস্তানের বিবৃতিতে খারিজ করল দিল্লি
author img

By

Published : Nov 3, 2022, 7:49 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেইজিং সফর শেষে চিন ও পাকিস্তান যৌথ বিবৃতি পেশ করেছিল ৷ সেই বিবৃতিতে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রসঙ্গের "অযৌক্তিক উল্লেখ" এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা খারিজ করে দিল ভারত (India rejects China-Pak Statement)৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন যে, ওই বক্তব্য দিল্লি প্রত্যাখ্যান করছে ৷

একটি প্রেস ব্রিফিং-এ বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, "আমরা অতীতে ধারাবাহিকভাবে এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছি । জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ৷ এগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশই থাকবে । অন্য কোনও দেশের এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই (India rejects references to J and K in latest China Pak statement )৷

সিপিইসিতে বিনিয়োগের জন্য তৃতীয় দেশকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত ক্রমাগত সিপিইসি নিয়ে চিন ও পাকিস্তানের কাছে তার প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়ে এসেছে ৷ ভারতের সার্বভৌম ভূখণ্ডের প্রকল্পগুলি, যা জোরপূর্বক এবং অবৈধ বহিরাগত দখলের অধীনে ছিল সেগুলি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে । অরিন্দম বাগচীরর কথায়, "তথাকথিত CPEC-তে তৃতীয় পক্ষের যে কোনও অংশগ্রহণ অবৈধ এবং অগ্রহণযোগ্য ৷"

আরও পড়ুন: লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান

যৌথ বিবৃতি অনুসারে, পাকিস্তানের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে চিনকে অবহিত করা হয় । কাশ্মীর ইস্যুটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চার্টার মেনে তার শান্তিপূর্ণ ও সঠিক সমাধান করা উচিত বলে মন্তব্য করে চিন ৷

সিপিইসি সম্পর্কে, চিন-পাক যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষই তৃতীয় পক্ষকে স্বাগত জানাতে আগ্রহী ৷ শিল্প, কৃষি, তথ্য ও প্রযুক্তি, বিজ্ঞান এবং তেল ও গ্যাসে বিনিয়োগের সুযোগ থেকে উপকৃত হওয়ার জন্য তৃতীয় পক্ষকে স্বাগত জানাতে চায় চিন ও পাকিস্তান ৷

নয়াদিল্লি, 3 নভেম্বর: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেইজিং সফর শেষে চিন ও পাকিস্তান যৌথ বিবৃতি পেশ করেছিল ৷ সেই বিবৃতিতে জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) প্রসঙ্গের "অযৌক্তিক উল্লেখ" এবং চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) সম্পর্কে যে মন্তব্য করা হয়েছে তা খারিজ করে দিল ভারত (India rejects China-Pak Statement)৷ বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন যে, ওই বক্তব্য দিল্লি প্রত্যাখ্যান করছে ৷

একটি প্রেস ব্রিফিং-এ বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, "আমরা অতীতে ধারাবাহিকভাবে এই ধরনের বক্তব্য প্রত্যাখ্যান করেছি । জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ৷ এগুলি ভারতের অবিচ্ছেদ্য অংশই থাকবে । অন্য কোনও দেশের এ ব্যাপারে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই (India rejects references to J and K in latest China Pak statement )৷

সিপিইসিতে বিনিয়োগের জন্য তৃতীয় দেশকে আমন্ত্রণ জানানোর বিষয়ে বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, ভারত ক্রমাগত সিপিইসি নিয়ে চিন ও পাকিস্তানের কাছে তার প্রতিবাদ এবং উদ্বেগ জানিয়ে এসেছে ৷ ভারতের সার্বভৌম ভূখণ্ডের প্রকল্পগুলি, যা জোরপূর্বক এবং অবৈধ বহিরাগত দখলের অধীনে ছিল সেগুলি নিয়ে উদ্বেগের কথা জানানো হয়েছে । অরিন্দম বাগচীরর কথায়, "তথাকথিত CPEC-তে তৃতীয় পক্ষের যে কোনও অংশগ্রহণ অবৈধ এবং অগ্রহণযোগ্য ৷"

আরও পড়ুন: লং মার্চে আততায়ী হামলা, গুলিবিদ্ধ ইমরান খান

যৌথ বিবৃতি অনুসারে, পাকিস্তানের পক্ষ থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে চিনকে অবহিত করা হয় । কাশ্মীর ইস্যুটি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক রয়েছে এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের চার্টার মেনে তার শান্তিপূর্ণ ও সঠিক সমাধান করা উচিত বলে মন্তব্য করে চিন ৷

সিপিইসি সম্পর্কে, চিন-পাক যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষই তৃতীয় পক্ষকে স্বাগত জানাতে আগ্রহী ৷ শিল্প, কৃষি, তথ্য ও প্রযুক্তি, বিজ্ঞান এবং তেল ও গ্যাসে বিনিয়োগের সুযোগ থেকে উপকৃত হওয়ার জন্য তৃতীয় পক্ষকে স্বাগত জানাতে চায় চিন ও পাকিস্তান ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.