নয়াদিল্লি, 7 অগস্ট: লোকসভায় দিল্লি বিলটি মসৃণভাবে পেশ করার পরে, এ বার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার রাজ্যসভায় পেশ করবেন ন্যাশনাল ক্যাপিটাল টেরিটোরি অফ দিল্লি (সংশোধনী) বিল, 2023 । বিরোধী দলের জোট ইন্ডিয়া এই বিলটির পক্ষে নয়, তাই তারা বিলের বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে এবং সোমবার ও মঙ্গলবার হাউসে উপস্থিত থাকার জন্য বিরোধী দলগুলির সব সদস্যকে হুইপ জারি করেছে ।
সংখ্যা: উচ্চকক্ষে বিলটি আটকাতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে 14 সদস্য কম রয়েছে বিরোধী জোটের ৷ রাজ্যসভায় বিরোধী জোটের 105 জন সদস্য রয়েছে । বর্তমানে 245 জন সদস্যের উচ্চকক্ষে আটটি আসন খালি রয়েছে । এর ফলে বর্তমানে রাজ্যসভায় রয়েছে 237 জন সাংসদ ৷ কাজেই সংখ্যাগরিষ্ঠতা সংখ্যা হল 119 ৷
এনডিএ-র পরিস্থিতি: রাজ্যসভায় পেশ করা হবে বিলটি, সেখানে এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা নেই । তবে ওয়াইএসআরসিপি এবং বিজু জনতা দল বিলটিতে সমর্থন দেবে বলে জানিয়েছে ৷ লোকসভায় বিরোধী ইন্ডিয়া জোট ওয়াক আউট করার পর 3 অগস্ট বিলটি ধ্বনিভোটে পাশ হয় । বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-র সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি সংসদের নিম্নকক্ষে সহজেই পাশ হয়ে যায় ৷
আরও পড়ুন: সাংসদদের উপস্থিত থাকতেই হবে, হুইপ জারি বিরোধী আপ-কংগ্রেসের
দিল্লি বিল: গত মে মাসে সুপ্রিম কোর্ট পরিষেবাগুলিতে আপ-শাসিত দিল্লি সরকারের পক্ষে রায় দেওয়ার পরে, দিল্লিতে পরিষেবাগুলি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকার একটি অধ্যাদেশ জারি করে । বর্তমান আকারে অধ্যাদেশটিকে প্রতিস্থাপন করতে দিল্লি বিলটি আনা হচ্ছে ৷ এই বিল দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সরকারের কার্যাবলী, শর্তাবলী এবং আধিকারিক ও কর্মচারীদের পরিষেবার অন্যান্য শর্তাবলী সম্পর্কিত বিষয়ে নিয়ম প্রণয়নের জন্য ক্ষমতা প্রদান করে কেন্দ্রকে ।
আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজ্যসভায় এই বিলের বিরুদ্ধে বিরোধী দলগুলির সমর্থন চাইছেন ৷ আপ মন্ত্রী গোপাল রাই বলেছেন যে, আজ সমস্ত বিরোধী দল একসঙ্গে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে ।
তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার জোর করে দিল্লির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে । সব বিরোধী দল একসঙ্গে এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ করবে।"
হুইপ জারি: আপ হুইপ জারি করে জানিয়েছে, "নিম্নলিখিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি সোমবার 7 অগস্ট, 2023 এবং মঙ্গলবার, 8 অগস্ট রাজ্যসভায় তোলা হবে । দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল সরকার (সংশোধনী) বিল, 2023 - আলোচনা এবং পাশ । রাজ্যসভায় আম আদমি পার্টির সব সদস্যকে অনুগ্রহ করে 7 অগস্ট সকাল 11 টা থেকে আট অগস্ট হাউস মুলতবি না হওয়া পর্যন্ত উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে এবং পার্টিকে সমর্থন করতে বলা হচ্ছে । এটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা করা যেতে পারে ।"
আরও পড়ুন: সাংসদ পদ ফিরল রাহুল গান্ধির, উচ্ছ্বসিত 'ইন্ডিয়া '
কংগ্রেস হুইপ: কংগ্রেসও তার সাংসদের জন্য তিন লাইনের হুইপ জারি করেছে, যেখানে তারা সোমবার মুলতবি না হওয়া পর্যন্ত উচ্চকক্ষে উপস্থিত থাকতে বলেছে দলীয় সাংসদদের ।