ETV Bharat / bharat

সীমান্ত সন্ত্রাস নিয়ে নাম না করে পাকিস্তানকে আক্রমণ উপরাষ্ট্রপতির - সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশন

এবছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলন পরিচালনা করেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ ভার্চুয়াল এই সভাতেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে সরব হন ৷ অভিযোগ করেন, সবচেয়ে বেশি ষে সমস্য়ার মুখোমুখি ভারত হয়েছে, তা হল সন্ত্রাসবাদ ৷ বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাস ৷ ভারত সবসময় প্রকাশ্য়ে সন্ত্রাসবাদের নিন্দা করে ৷

india-raises-cross-border-terrorism-issue-at-sco-meet
SCO সম্মেলনে সীমান্ত সন্ত্রাস ইস্য়ু তুলে ধরলেন বেঙ্কাইয়া নাইডু
author img

By

Published : Nov 30, 2020, 10:40 PM IST

দিল্লি, 30 নভেম্বর : 19 তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলনে সীমান্ত সন্ত্রাস নিয়ে সরব হল ভারত ৷ যেখানে ভারতের হয়ে এই বছর প্রতিনিধিত্ব করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ আর সোমবার সেই ভাষণেই তিনি অভিযোগ করলেন, সন্ত্রাসবাদ আজও আঞ্চলিক বিপদ হিসেবে বিদ্য়মান রয়ে গিয়েছে এবং ভারত সর্বদা তার নিন্দা করে আসছে ৷ নাম না করেই এদিন পাকিস্তানকে নিশানা করেন তিনি ৷ বলেন, সবচেয়ে বেশি চিন্তার সীমান্তে সন্ত্রাসকে যে সব দেশ তাদের জাতীয় নীতি হিসেবে গ্রহণ করেছে ৷

এবছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলন পরিচালনা করেন বেঙ্কাইয়া নাইডু ৷ ভার্চুয়াল এই সভাতেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে সরব হন ৷ অভিযোগ করেন, সবচেয়ে বেশি ষে সমস্য়ার মুখোমুখি ভারত হয়েছে, তা হল সন্ত্রাসবাদ ৷ বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাস ৷ ভারত সবসময় প্রকাশ্য়ে সন্ত্রাসবাদের নিন্দা করে ৷ তিনি আরো বলেন, ভারত সবচেয়ে বেশি চিন্তিত যে, কিছু দেশ সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতির হাতিয়ার বানিয়ে ফেলেছে ৷ SCO-তে দ্বিপাক্ষিক ইস্য়ুকে উত্থাপন করে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে নাইডু বলেন, এমন আচরণ বহুপাক্ষিক ক্ষেত্রের নীতির বিরোধী ৷ তবে, SCO-তে দ্বিপাক্ষিক বিষয় উত্থাপনের বিষয়টিকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেন বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি অভিযোগ করেন, SCO-র নিয়ম এবং সনদকে লঙ্ঘন করে বারবার দ্বিপাক্ষিক ইস্য়ুকে এই সম্মেলনে উত্থাপন করার চেষ্টা চলছে ৷

SCO-র সম্পূর্ণ সদস্য় পদ পাওয়ার পর এটিই ভারতের প্রথমবার এই সম্মেলনে সভাপতিত্ব ৷ এদিন সম্মেলনে ভারতের চেয়ারম্য়ানশিপের সময়কালে একটি স্পেশাল কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় ৷ যে কমিটি স্টার্ট-আপ ও নতুনত্ব বিষয়ের উপর কাজ করবে ৷

দিল্লি, 30 নভেম্বর : 19 তম সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলনে সীমান্ত সন্ত্রাস নিয়ে সরব হল ভারত ৷ যেখানে ভারতের হয়ে এই বছর প্রতিনিধিত্ব করলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু ৷ আর সোমবার সেই ভাষণেই তিনি অভিযোগ করলেন, সন্ত্রাসবাদ আজও আঞ্চলিক বিপদ হিসেবে বিদ্য়মান রয়ে গিয়েছে এবং ভারত সর্বদা তার নিন্দা করে আসছে ৷ নাম না করেই এদিন পাকিস্তানকে নিশানা করেন তিনি ৷ বলেন, সবচেয়ে বেশি চিন্তার সীমান্তে সন্ত্রাসকে যে সব দেশ তাদের জাতীয় নীতি হিসেবে গ্রহণ করেছে ৷

এবছর সাংহাই কোঅপারেশন অর্গানাইজ়েশনের সম্মেলন পরিচালনা করেন বেঙ্কাইয়া নাইডু ৷ ভার্চুয়াল এই সভাতেই তিনি সন্ত্রাসবাদ নিয়ে সরব হন ৷ অভিযোগ করেন, সবচেয়ে বেশি ষে সমস্য়ার মুখোমুখি ভারত হয়েছে, তা হল সন্ত্রাসবাদ ৷ বিশেষ করে সীমান্তপারের সন্ত্রাস ৷ ভারত সবসময় প্রকাশ্য়ে সন্ত্রাসবাদের নিন্দা করে ৷ তিনি আরো বলেন, ভারত সবচেয়ে বেশি চিন্তিত যে, কিছু দেশ সন্ত্রাসবাদকে তাদের জাতীয় নীতির হাতিয়ার বানিয়ে ফেলেছে ৷ SCO-তে দ্বিপাক্ষিক ইস্য়ুকে উত্থাপন করে পাকিস্তানের দিকে ইঙ্গিত করে নাইডু বলেন, এমন আচরণ বহুপাক্ষিক ক্ষেত্রের নীতির বিরোধী ৷ তবে, SCO-তে দ্বিপাক্ষিক বিষয় উত্থাপনের বিষয়টিকে দুর্ভাগ্য়জনক বলে মন্তব্য় করেন বেঙ্কাইয়া নাইডু ৷ তিনি অভিযোগ করেন, SCO-র নিয়ম এবং সনদকে লঙ্ঘন করে বারবার দ্বিপাক্ষিক ইস্য়ুকে এই সম্মেলনে উত্থাপন করার চেষ্টা চলছে ৷

SCO-র সম্পূর্ণ সদস্য় পদ পাওয়ার পর এটিই ভারতের প্রথমবার এই সম্মেলনে সভাপতিত্ব ৷ এদিন সম্মেলনে ভারতের চেয়ারম্য়ানশিপের সময়কালে একটি স্পেশাল কার্যকরী কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয় ৷ যে কমিটি স্টার্ট-আপ ও নতুনত্ব বিষয়ের উপর কাজ করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.