ETV Bharat / bharat

UNSC CTC Meet: রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি - India plays Pak terrorist tape

মুম্বইয়ে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবিরোধী বৈঠকে (UNSC CTC Meet) 26/11 চক্রী তথা পাকিস্তানি জঙ্গি সাজিদ মীরের (Sajid Mir) অডিয়োটেপ শোনাল দিল্লি (India plays Pak terrorist tape)৷

India plays Pak terrorist and 26/11 conspirator Sajid Mir's tape at UNSC CTC meet in Mumbai
মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে 26/11 চক্রী পাক জঙ্গি সাজিদের অডিয়োটেপ শোনাল দিল্লি
author img

By

Published : Oct 28, 2022, 7:29 PM IST

মুম্বই, 28 অক্টোবর: মুম্বইয়ে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবিরোধী বৈঠকে (UNSC CTC Meet) পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে লজ্জার মুখে ফেলে দিল দিল্লি ৷ শুক্রবার বৈঠকে পাকিস্তানের জঙ্গি সাজিদ মীরের (Sajid Mir) অডিয়ো টেপ চালিয়ে দিয়ে, 26/11 মুম্বই হামলায় পাকিস্তানের ভূমিকার সবিস্তার প্রমাণ পেশ করল ভারত ৷ সেই অডিয়ো ক্লিপে সাজিদ মীরকে 26/11 মুম্বই হামলার (26/11 Mumbai Attack) সময় চাবাদ হাউসে হামলার নির্দেশ দিতে শোনা যায় ।

অডিয়ো ক্লিপটি চালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ পেশ করেছে ভারত (India plays Pak terrorist tape)। তাজমহল প্যালেসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) কাউন্টার-টেরোরিজম কমিটির (CTC) বৈঠকে দেশের শীর্ষ ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার পঙ্কজ ঠাকুর অডিয়ো ক্লিপটি চালিয়ে দেন ৷ এতেই বোঝা যায় যে, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দা সাজিদ মীর মুম্বই 26/11 সন্ত্রাসী হামলার সময় চাবাদ হাউসে থাকা জঙ্গিদের নির্দেশ দিচ্ছে । 15টিরও বেশি দেশের বেশ কয়েকজন বিদেশমন্ত্রী ও কূটনীতিকের উপস্থিতিতে এই অডিয়োটেপ প্রকাশ করেন পঙ্কজ ঠাকুর । উল্লেখ্য, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম সাজিদ মীর ৷ মুম্বইতে 2008 সালের জঙ্গি হামলায় জড়িত থাকার জন্য তিনি ওয়ান্টেড তালিকায় আছেন ।

এফবিআই ওয়েবসাইটে লেখা হয়েছে, "2008-এর 26 নভেম্বর থেকে শুরু করে এবং 2008-এর 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভিত্তিক বিদেশি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা দ্বারা প্রশিক্ষিত দশজন হামলাকারী হোটেল, ক্যাফে ও ট্রেন স্টেশন-সহ মুম্বইতে একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছিল । আনুমানিক 170 জনকে তারা হত্যা করে । তিন দিনের হামলার সময় ছয় আমেরিকান নিহত হন ৷" মীর আক্রমণের প্রধান ষড়যন্ত্রকারী ছিল বলে গোয়েন্দাদের দাবি ৷

আরও পড়ুন: 26/11 কোনও দিন ভোলার নয়, মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন জয়শংকর

মুম্বইয়ের তাজ হোটেলে শুক্রবার শুরু হয় রাষ্ট্রসংঘের (UN CTC Meeting) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির দুদিনের বৈঠক (EAM Jaishankar)৷ সেখানে অংশ নিয়ে 26/11 মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in UNSC Meeting)৷ এই বিশেষ বৈঠকের প্রথম অধ্যায়ে তিনি বলেন, "26/11 কোনও দিন ভোলার নয় ৷ এই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রীরা এখনও সুরক্ষিত রয়ে গিয়েছে, তাদের শাস্তিও হয়নি ৷"

মুম্বই, 28 অক্টোবর: মুম্বইয়ে রাষ্ট্রসংঘের সন্ত্রাসবিরোধী বৈঠকে (UNSC CTC Meet) পাকিস্তানকে গোটা বিশ্বের সামনে লজ্জার মুখে ফেলে দিল দিল্লি ৷ শুক্রবার বৈঠকে পাকিস্তানের জঙ্গি সাজিদ মীরের (Sajid Mir) অডিয়ো টেপ চালিয়ে দিয়ে, 26/11 মুম্বই হামলায় পাকিস্তানের ভূমিকার সবিস্তার প্রমাণ পেশ করল ভারত ৷ সেই অডিয়ো ক্লিপে সাজিদ মীরকে 26/11 মুম্বই হামলার (26/11 Mumbai Attack) সময় চাবাদ হাউসে হামলার নির্দেশ দিতে শোনা যায় ।

অডিয়ো ক্লিপটি চালিয়ে পাকিস্তানের বিরুদ্ধে প্রমাণ পেশ করেছে ভারত (India plays Pak terrorist tape)। তাজমহল প্যালেসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UNSC) কাউন্টার-টেরোরিজম কমিটির (CTC) বৈঠকে দেশের শীর্ষ ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার পঙ্কজ ঠাকুর অডিয়ো ক্লিপটি চালিয়ে দেন ৷ এতেই বোঝা যায় যে, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদের বাসিন্দা সাজিদ মীর মুম্বই 26/11 সন্ত্রাসী হামলার সময় চাবাদ হাউসে থাকা জঙ্গিদের নির্দেশ দিচ্ছে । 15টিরও বেশি দেশের বেশ কয়েকজন বিদেশমন্ত্রী ও কূটনীতিকের উপস্থিতিতে এই অডিয়োটেপ প্রকাশ করেন পঙ্কজ ঠাকুর । উল্লেখ্য, ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের মধ্যে অন্যতম সাজিদ মীর ৷ মুম্বইতে 2008 সালের জঙ্গি হামলায় জড়িত থাকার জন্য তিনি ওয়ান্টেড তালিকায় আছেন ।

এফবিআই ওয়েবসাইটে লেখা হয়েছে, "2008-এর 26 নভেম্বর থেকে শুরু করে এবং 2008-এর 29 নভেম্বর পর্যন্ত পাকিস্তান ভিত্তিক বিদেশি সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবা দ্বারা প্রশিক্ষিত দশজন হামলাকারী হোটেল, ক্যাফে ও ট্রেন স্টেশন-সহ মুম্বইতে একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ধারাবাহিক হামলা চালিয়েছিল । আনুমানিক 170 জনকে তারা হত্যা করে । তিন দিনের হামলার সময় ছয় আমেরিকান নিহত হন ৷" মীর আক্রমণের প্রধান ষড়যন্ত্রকারী ছিল বলে গোয়েন্দাদের দাবি ৷

আরও পড়ুন: 26/11 কোনও দিন ভোলার নয়, মুম্বইয়ে রাষ্ট্রসংঘের বৈঠকে বললেন জয়শংকর

মুম্বইয়ের তাজ হোটেলে শুক্রবার শুরু হয় রাষ্ট্রসংঘের (UN CTC Meeting) নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী কমিটির দুদিনের বৈঠক (EAM Jaishankar)৷ সেখানে অংশ নিয়ে 26/11 মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানান বিদেশমন্ত্রী এস জয়শংকর (Jaishankar in UNSC Meeting)৷ এই বিশেষ বৈঠকের প্রথম অধ্যায়ে তিনি বলেন, "26/11 কোনও দিন ভোলার নয় ৷ এই সন্ত্রাসবাদী হামলার মূল চক্রীরা এখনও সুরক্ষিত রয়ে গিয়েছে, তাদের শাস্তিও হয়নি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.