ETV Bharat / bharat

India Offers Vaccines to Africa: ওমিক্রন আক্রান্ত দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহের প্রস্তাব কেন্দ্রের

আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সেখানকার দেশগুলির পাশে দাঁড়ানোর বার্তা দিল বিদেশমন্ত্রক (Centre Offers Vaccines to African Countries) ৷ সেই সঙ্গে দ্বিপাক্ষিক এবং কোভ্যাকসের (India Provids Vaccines Through Covax) মাধ্যমে আফ্রিকান দেশগুলিকে ভারতে তৈরি ভ্যাকসিন সরবরাহের কথাও উল্লেখ করা হয়েছে ৷

author img

By

Published : Nov 30, 2021, 9:38 AM IST

India Offers Vaccines
ওমিক্রন আক্রান্ত দেশগুলিকে ভ্যাকসিন সরবরাহ

নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতের তৈরি ভ্যাকিসন এবং আরও অন্যান্য সাহায্য দিয়ে আফ্রিকার দেশগুলির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার (Centre Offers Vaccines to African Countries) ৷ করোনার নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে আফ্রিকান দেশগুলির পাশে থাকতে চেয়েছে ভারত ৷ এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘আফ্রিকায় যে সব দেশ ওমিক্রন প্রজাতির (Centre Offers Vaccines to Omicron affected Nations) বিরুদ্ধে লড়াই করছে ভারত সরকার তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ৷’’

শুধু তাই নয় ভারতে তৈরি ভ্যাকসিন এবং অন্যান্য সাহায্য প্রদান করার প্রস্তাবও দিয়েছে বিদেশমন্ত্রক ৷ আর এই ভ্যাকসিনগুলি COVID-19 Vaccines Global Access সংস্থা Covax অথবা দ্বিপাক্ষিকভাবে সরবরাহ (India Provids Vaccines Through Covax) করা হবে বলে জানিয়েছে এমইএ ৷ এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য কোভ্যাকসের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে ৷ যার মধ্যে আফ্রিকান দেশ (India Offers Vaccines to Africa) মালাউই, ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, গিনি এবং লেসোথো’র মত ছোট দেশগুলি রয়েছে ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: ওমিক্রন নিয়ে তটস্থ দিল্লি, কড়া নজরে বিদেশিরা

একটি বিবৃতি প্রকাশ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘আমরা ইতিমধ্যে বৎসোয়ানায় কোভ্যাকসিনের অর্ডারে ছাড়পত্র দিয়ে দিয়েছি ৷ এর পর আর নতুন কোনও অর্ডার এলে (Made in India Vaccines), তা দ্বিপাক্ষিক হোক বা কোভ্যাকসের মাধ্যমে ৷ সেগুলিকে দ্রুতার সঙ্গে ছাড়পত্র দেওয়া হবে ৷’’ বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত জীবনদায়ী ওষুধ, টেস্ট কিট, গ্লাভস, পিপিই কিট এবং প্রয়োজন পড়লে মেডিক্যাল সামগ্রী যেমন, ভেন্টিলেটর সরবরাহ করতেও প্রস্তুত ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, বিদেশফেরত ব্যক্তি করোনা পজিটিভ, নিভৃতবাসে রেখে চলছে পরীক্ষা

ভারত সরকার এখনও পর্যন্ত 25 মিলিয়ন অথবা আড়াই কোটি করোনার ভ্যাকসিনের ডোজ আফ্রিকার 41টি দেশকে সরবরাহ করেছে (India Offers Vaccines to Omicron affected Nations) ৷ যার মধ্যে দ্বিপাক্ষিকভাবে 16টি দেশে প্রায় 1 মিলিয়ন ডোজ সরবরাহ করা হয়েছে ৷ আর 16 মিলিয়নের বেশি ভ্যাকসিনের ডোজ কোভ্যাকসের মাধ্যমে 33টি দেশে পাঠানো হয়েছে ৷ গত 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ যার পর থেকেই নতুন করে করোনার সংক্রমণের আশঙ্কা বাড়তে শুরু করেছে বিশ্বে ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতের তৈরি ভ্যাকিসন এবং আরও অন্যান্য সাহায্য দিয়ে আফ্রিকার দেশগুলির পাশে দাঁড়ানোর প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার (Centre Offers Vaccines to African Countries) ৷ করোনার নয়া প্রজাতি ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করতে আফ্রিকান দেশগুলির পাশে থাকতে চেয়েছে ভারত ৷ এ নিয়ে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘আফ্রিকায় যে সব দেশ ওমিক্রন প্রজাতির (Centre Offers Vaccines to Omicron affected Nations) বিরুদ্ধে লড়াই করছে ভারত সরকার তাদের পাশে দাঁড়াতে প্রস্তুত ৷’’

শুধু তাই নয় ভারতে তৈরি ভ্যাকসিন এবং অন্যান্য সাহায্য প্রদান করার প্রস্তাবও দিয়েছে বিদেশমন্ত্রক ৷ আর এই ভ্যাকসিনগুলি COVID-19 Vaccines Global Access সংস্থা Covax অথবা দ্বিপাক্ষিকভাবে সরবরাহ (India Provids Vaccines Through Covax) করা হবে বলে জানিয়েছে এমইএ ৷ এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, এখনও পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের জন্য কোভ্যাকসের মাধ্যমে অর্ডার দেওয়া হয়েছে ৷ যার মধ্যে আফ্রিকান দেশ (India Offers Vaccines to Africa) মালাউই, ইথিওপিয়া, জাম্বিয়া, মোজাম্বিক, গিনি এবং লেসোথো’র মত ছোট দেশগুলি রয়েছে ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: ওমিক্রন নিয়ে তটস্থ দিল্লি, কড়া নজরে বিদেশিরা

একটি বিবৃতি প্রকাশ করে বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‘আমরা ইতিমধ্যে বৎসোয়ানায় কোভ্যাকসিনের অর্ডারে ছাড়পত্র দিয়ে দিয়েছি ৷ এর পর আর নতুন কোনও অর্ডার এলে (Made in India Vaccines), তা দ্বিপাক্ষিক হোক বা কোভ্যাকসের মাধ্যমে ৷ সেগুলিকে দ্রুতার সঙ্গে ছাড়পত্র দেওয়া হবে ৷’’ বিদেশমন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারত জীবনদায়ী ওষুধ, টেস্ট কিট, গ্লাভস, পিপিই কিট এবং প্রয়োজন পড়লে মেডিক্যাল সামগ্রী যেমন, ভেন্টিলেটর সরবরাহ করতেও প্রস্তুত ৷

আরও পড়ুন : COVID Variant Omicron: মহারাষ্ট্রে ওমিক্রন আতঙ্ক, বিদেশফেরত ব্যক্তি করোনা পজিটিভ, নিভৃতবাসে রেখে চলছে পরীক্ষা

ভারত সরকার এখনও পর্যন্ত 25 মিলিয়ন অথবা আড়াই কোটি করোনার ভ্যাকসিনের ডোজ আফ্রিকার 41টি দেশকে সরবরাহ করেছে (India Offers Vaccines to Omicron affected Nations) ৷ যার মধ্যে দ্বিপাক্ষিকভাবে 16টি দেশে প্রায় 1 মিলিয়ন ডোজ সরবরাহ করা হয়েছে ৷ আর 16 মিলিয়নের বেশি ভ্যাকসিনের ডোজ কোভ্যাকসের মাধ্যমে 33টি দেশে পাঠানো হয়েছে ৷ গত 24 নভেম্বর দক্ষিণ আফ্রিকায় করোনার নয়া প্রজাতি ওমিক্রনের সন্ধান পাওয়া যায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৷ যার পর থেকেই নতুন করে করোনার সংক্রমণের আশঙ্কা বাড়তে শুরু করেছে বিশ্বে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.