ETV Bharat / bharat

দেশে হাসপাতল এবং রোগীর সংখ্যার ভারসাম্য আনতে প্রয়োজন আরও 24 লক্ষ শয্যা!

India needs additional 2.4 mn hospital beds to reach recommended ratio. নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ভারত তার বর্তমান জনসংখ্যার 1.42 বিলিয়ন জনসংখ্যার ভিত্তিতে দুই বিলিয়ন বর্গফুট স্বাস্থ্যসেবা স্থানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। দেশের হাসপাতালে বর্তমান শয্যার সংখ্যা এবং হাসপাতালের প্রয়োজনীয় শয্যার সংখ্যার মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে দাবি করা হয়েছে, ভারতের হাসপাতালে বিদ্যমান শয্যা থেকে জনসংখ্যা অনুপাত 1.3 প্রতি হাজার জনে এবং জনসংখ্যার ঘাটতি রয়েছে 1.7 প্রতি হাজার জনে ৷ সুতরাং জনসংখ্যার চাহিদা পূরণের জন্য অতিরিক্ত 2.4 মিলিয়ন শয্যা প্রয়োজন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 9:43 AM IST

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 23 নভেম্বর: প্রতি 1 হাজার জন ব্যক্তির জন্য প্রয়োজন কমপক্ষে 3টি শয্যা। হাসপাতল এবং রোগীর সংখ্যার মধ্যে অনুপাতকে ভারসাম্যে নিয়ে আসতে দেশে আরও 24 লক্ষ শয্যার প্রয়োজন ৷ এমনই দাবি নাইট ফ্র্যাঙ্ক নামে একটি সংস্থার। বর্তমানে ভারতে আনুমানিক 70 হাজার হাসপাতাল রয়েছে ৷ যার মধ্যে 63 শতাংশই বেসরকারি ৷ গ্লোবাল রিয়েল এস্টেট কনসালট্যান্ট নাইট ফ্রাঙ্ক এবং ইউএস-ভিত্তিক বারকাডিয়া বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৷

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ভারত তার বর্তমান জনসংখ্যার 1.42 বিলিয়ন জনসংখ্যার ভিত্তিতে দুই বিলিয়ন বর্গফুট স্বাস্থ্যসেবা স্থানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। দেশের হাসপাতালে বর্তমান শয্যার সংখ্যা এবং হাসপাতালের প্রয়োজনীয় শয্যার সংখ্যার মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাসপাতালের অনুপাত প্রতি হাজারে 1.7 ৷ সুতরাং জনসংখ্যার চাহিদা পূরণের জন্য অতিরিক্ত 2.4 মিলিয়ন শয্যা প্রয়োজন ৷ এই বৈষম্য সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রয়োজ্য ৷

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শিশির বৈজল বলেন, "ভারতের জনসংখ্যা থেকে শয্যা অনুপাতে যথেষ্ট চ্যালেঞ্জ ৷ ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা পরিকাঠামোয় উল্লেখযোগ্য উন্নতির জন্য চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এই চাহিদা মোকাবেলা করার জন্য জনসংখ্যার সম্প্রসারিত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তাগুলিকে পর্যাপ্তভাবে মেটাতে বর্তমান রিয়েল এস্টেট ক্ষমতা প্রায় দ্বিগুণ করা প্রয়োজন ৷" প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে 2022 সালে 372 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অনুমান করা হয়েছিল ৷ এক দশক আগে 2012 সালে 73 বিলিয়ন মার্কিন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, "ভারত তুলনামূলকভাবে সস্তায় ভালো চিকিৎসা পদ্ধতি প্রদান করে বিশ্বের অন্যতম সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গন্তব্য হিসাবে পরিচিতি লাভ করেছে ৷ 2014 এবং 2019 সালের মধ্যে প্রাক-মহামারী বছরগুলিতে মেডিকেল ভিসায় বিদেশী পর্যটকদের আগমনের প্রবাহ একটি সিএজিআর-এ বৃদ্ধি পেয়েছে 30 শতাংশ ৷"

(পিটিআই)

নয়াদিল্লি, 23 নভেম্বর: প্রতি 1 হাজার জন ব্যক্তির জন্য প্রয়োজন কমপক্ষে 3টি শয্যা। হাসপাতল এবং রোগীর সংখ্যার মধ্যে অনুপাতকে ভারসাম্যে নিয়ে আসতে দেশে আরও 24 লক্ষ শয্যার প্রয়োজন ৷ এমনই দাবি নাইট ফ্র্যাঙ্ক নামে একটি সংস্থার। বর্তমানে ভারতে আনুমানিক 70 হাজার হাসপাতাল রয়েছে ৷ যার মধ্যে 63 শতাংশই বেসরকারি ৷ গ্লোবাল রিয়েল এস্টেট কনসালট্যান্ট নাইট ফ্রাঙ্ক এবং ইউএস-ভিত্তিক বারকাডিয়া বৃহস্পতিবার প্রকাশিত তাদের প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ৷

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়া বিবৃতিতে জানিয়েছে, ভারত তার বর্তমান জনসংখ্যার 1.42 বিলিয়ন জনসংখ্যার ভিত্তিতে দুই বিলিয়ন বর্গফুট স্বাস্থ্যসেবা স্থানের ঘাটতির সম্মুখীন হচ্ছে। দেশের হাসপাতালে বর্তমান শয্যার সংখ্যা এবং হাসপাতালের প্রয়োজনীয় শয্যার সংখ্যার মধ্যে যথেষ্ট ব্যবধান রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, ভারতের হাসপাতালের অনুপাত প্রতি হাজারে 1.7 ৷ সুতরাং জনসংখ্যার চাহিদা পূরণের জন্য অতিরিক্ত 2.4 মিলিয়ন শয্যা প্রয়োজন ৷ এই বৈষম্য সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই প্রয়োজ্য ৷

নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শিশির বৈজল বলেন, "ভারতের জনসংখ্যা থেকে শয্যা অনুপাতে যথেষ্ট চ্যালেঞ্জ ৷ ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে দেশের স্বাস্থ্যসেবা পরিকাঠামোয় উল্লেখযোগ্য উন্নতির জন্য চাপের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। এই চাহিদা মোকাবেলা করার জন্য জনসংখ্যার সম্প্রসারিত স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তাগুলিকে পর্যাপ্তভাবে মেটাতে বর্তমান রিয়েল এস্টেট ক্ষমতা প্রায় দ্বিগুণ করা প্রয়োজন ৷" প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের স্বাস্থ্য ক্ষেত্রে 2022 সালে 372 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের অনুমান করা হয়েছিল ৷ এক দশক আগে 2012 সালে 73 বিলিয়ন মার্কিন ডলার থেকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, "ভারত তুলনামূলকভাবে সস্তায় ভালো চিকিৎসা পদ্ধতি প্রদান করে বিশ্বের অন্যতম সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গন্তব্য হিসাবে পরিচিতি লাভ করেছে ৷ 2014 এবং 2019 সালের মধ্যে প্রাক-মহামারী বছরগুলিতে মেডিকেল ভিসায় বিদেশী পর্যটকদের আগমনের প্রবাহ একটি সিএজিআর-এ বৃদ্ধি পেয়েছে 30 শতাংশ ৷"

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.