ETV Bharat / bharat

বিদেশমন্ত্রকের তলবে সাউথ ব্লকে মলদ্বীপের রাষ্ট্রদূত - মালদ্বীপ

India-Maldives Diplomatic Row: ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূতকে এবার তলব করল সাউথ ব্লক ৷ সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, বতর্মানে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের যে অবনতি হয়েছে, সেই নিয়েই দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে ৷

ETV BHARAT Files
ETV BHARAT Files
author img

By PTI

Published : Jan 8, 2024, 10:36 AM IST

Updated : Jan 8, 2024, 12:11 PM IST

নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে তলব করল বিদেশমন্ত্রক ৷ সেই মতো সোমবার সকালেই সাউথ ব্লকের অফিসে পৌঁছে যান তিনি ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, অল্প সময়ের মধ্যের বিদেশমন্ত্রকের অফিস থেকে বেরিয়েও যান তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সেদেশের মন্ত্রী এবং আধিকারিকদের কটূক্তির জেরে দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ৷ পরিস্থিতি সামাল দিতে 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ এবার মলদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল সাউথ ব্লক ৷

গতকালই মালের তরফে বিদেশমন্ত্রী মুসা জামির একটি বিবৃতি দিয়ে জানান, মলদ্বীপ সরকার বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্যকে সমর্থন করে না ৷ সেই সকল মন্তব্য তাঁদের নেতা ও মন্ত্রীদের ব্যক্তিগত বলেও উল্লেখ করা হয় সেখানে ৷ তবে, এর জন্য সংশ্লীষ্ট মন্ত্রী ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মহম্মদ মুইজুয়ের সরকার ৷ তার পরেই সেখানকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ মলদ্বীপের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেখানকার যুব ক্ষমতায়ন বিভাগের উপ-মন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা এবং আব্দুল্লা মাহাজুমকে সাসপেন্ড করা হয়েছে ৷

উল্লেখ্য, মন্ত্রী মরিয়ম শিউনা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম মোদি এবং তাঁর লাক্ষাদ্বীপের ছবি নিয়ে অবমাননাকর ভাষার প্রয়োগ করেছিলেন ৷ পরবর্তী সময়ে মালে সিটি কাউন্সিলের মুখপাত্রও মোদিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন ৷ যে ঘটনায় মলদ্বীপে ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে কড়া বার্তা দেওয়া হয় প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর সরকারকে ৷

এ নিয়ে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ ৷ তিনি নিজের দেশের মন্ত্রী এবং আধিকারিকদের আচরণের নিন্দায় সরব হন এবং সরকার যাতে ওই মন্ত্রীদের পাশে না থাকে, সেই আবেদন জানান ৷ এমনকি ভারত যে সর্বদা দ্বীপরাষ্ট্রের ভালো বন্ধু, তাও স্মরণ করিয়ে দেন তিনি ৷ এ নিয়ে মলদ্বীপের জাতীয় দলও ওই মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে বিবৃতি জারি করেছিল ৷ তবে, 20223 সালের নভেম্বর মাসে নির্বাচনে জিতে নয়া প্রেসিডেন্ট হন মহম্মদ মুইজু ৷ সেই সময় নির্বাচনী প্রচারে তিনি ভারত বিরোধী মন্তব্যও করেছিলেন ৷

তিনি নির্বাচনী প্রচারে 'প্রথম ভারত নীতি' বদলের কথা বলেছিলেন ৷ যার শুরুটা তিনি দ্বীপরাষ্ট্র থেকে 75 জন ভারতীয় সেনার ছাউনি সরিয়ে দিয়ে করবেন বলে জানিয়েছিলেন ৷ উল্লেখ্য, আজ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর চিন যাওয়ার কথা ৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছিল ৷ সেখানে মলদ্বীপের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সবুজের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে চিনের তরফে ৷ কূটনৈতিক মহলের একাংশের অনুমান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানার সঙ্গে এর সম্পর্ক থাকলেও থাকতে পারে ৷

আরও পড়ুন:

  1. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
  2. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মলদ্বীপের তিন মন্ত্রীর
  3. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা

নয়াদিল্লি, 8 জানুয়ারি: ভারতে মলদ্বীপের রাষ্ট্রদূত ইব্রাহিম সাহিবকে তলব করল বিদেশমন্ত্রক ৷ সেই মতো সোমবার সকালেই সাউথ ব্লকের অফিসে পৌঁছে যান তিনি ৷ সংবাদসংস্থার খবর অনুযায়ী, অল্প সময়ের মধ্যের বিদেশমন্ত্রকের অফিস থেকে বেরিয়েও যান তিনি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সেদেশের মন্ত্রী এবং আধিকারিকদের কটূক্তির জেরে দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে ৷ পরিস্থিতি সামাল দিতে 3 মন্ত্রীকে সাসপেন্ড করেছেন প্রেসিডেন্ট মহম্মদ মুইজু ৷ এবার মলদ্বীপের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল সাউথ ব্লক ৷

গতকালই মালের তরফে বিদেশমন্ত্রী মুসা জামির একটি বিবৃতি দিয়ে জানান, মলদ্বীপ সরকার বিদেশি নেতা এবং উচ্চপদস্থ ব্যক্তিদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অবমাননাকর মন্তব্যকে সমর্থন করে না ৷ সেই সকল মন্তব্য তাঁদের নেতা ও মন্ত্রীদের ব্যক্তিগত বলেও উল্লেখ করা হয় সেখানে ৷ তবে, এর জন্য সংশ্লীষ্ট মন্ত্রী ও আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় মহম্মদ মুইজুয়ের সরকার ৷ তার পরেই সেখানকার তিন মন্ত্রীকে সাসপেন্ড করা হয়েছে ৷ মলদ্বীপের সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেখানকার যুব ক্ষমতায়ন বিভাগের উপ-মন্ত্রী মালশা শরিফ, মরিয়ম শিউনা এবং আব্দুল্লা মাহাজুমকে সাসপেন্ড করা হয়েছে ৷

উল্লেখ্য, মন্ত্রী মরিয়ম শিউনা তাঁর সোশাল মিডিয়া হ্যান্ডেলে প্রথম মোদি এবং তাঁর লাক্ষাদ্বীপের ছবি নিয়ে অবমাননাকর ভাষার প্রয়োগ করেছিলেন ৷ পরবর্তী সময়ে মালে সিটি কাউন্সিলের মুখপাত্রও মোদিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করেন ৷ যে ঘটনায় মলদ্বীপে ভারতীয় রাষ্ট্রদূতের মাধ্যমে কড়া বার্তা দেওয়া হয় প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর সরকারকে ৷

এ নিয়ে ভারত সরকারের পাশে দাঁড়িয়েছেন মলদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মহম্মদ নাশিদ ৷ তিনি নিজের দেশের মন্ত্রী এবং আধিকারিকদের আচরণের নিন্দায় সরব হন এবং সরকার যাতে ওই মন্ত্রীদের পাশে না থাকে, সেই আবেদন জানান ৷ এমনকি ভারত যে সর্বদা দ্বীপরাষ্ট্রের ভালো বন্ধু, তাও স্মরণ করিয়ে দেন তিনি ৷ এ নিয়ে মলদ্বীপের জাতীয় দলও ওই মন্ত্রীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে বিবৃতি জারি করেছিল ৷ তবে, 20223 সালের নভেম্বর মাসে নির্বাচনে জিতে নয়া প্রেসিডেন্ট হন মহম্মদ মুইজু ৷ সেই সময় নির্বাচনী প্রচারে তিনি ভারত বিরোধী মন্তব্যও করেছিলেন ৷

তিনি নির্বাচনী প্রচারে 'প্রথম ভারত নীতি' বদলের কথা বলেছিলেন ৷ যার শুরুটা তিনি দ্বীপরাষ্ট্র থেকে 75 জন ভারতীয় সেনার ছাউনি সরিয়ে দিয়ে করবেন বলে জানিয়েছিলেন ৷ উল্লেখ্য, আজ মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজুর চিন যাওয়ার কথা ৷ চিনের বিদেশমন্ত্রকের তরফে এ কথা জানানো হয়েছিল ৷ সেখানে মলদ্বীপের রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সবুজের উন্নয়নে যৌথভাবে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছে চিনের তরফে ৷ কূটনৈতিক মহলের একাংশের অনুমান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানার সঙ্গে এর সম্পর্ক থাকলেও থাকতে পারে ৷

আরও পড়ুন:

  1. মোদির উদ্দেশে অবমাননাকর মন্তব্যকে সমর্থন নয়, চাপে মুখে নতিস্বীকার মলদ্বীপ সরকারের
  2. লাক্ষাদ্বীপ সফর নিয়ে মোদিকে অপমান! চাকরি গেল মলদ্বীপের তিন মন্ত্রীর
  3. মোদির অপমান বরদাস্ত নয়! মলদ্বীপ যাওয়ার বিমানের সমস্ত টিকিট বাতিল করল জনপ্রিয় ভ্রমণ সংস্থা
Last Updated : Jan 8, 2024, 12:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.