ETV Bharat / bharat

IND vs NZ Kanpur Test: দ্বিতীয় ইনিংসে ধাক্কা ,ভরসা শ্রেয়সেই - IND vs NZ Kanpur Test

চতুর্থ দিন সকালেই ব্যাটিং ধসের মুখোমুখি হল ভারতীয় দল ৷ সাউদি, জেমিনসনদের জোড়া ফলায় বিধ্বস্ত হয়ে একের পর এক ফিরে গেলেন পূজারা (22), রাহানে (4), মায়াঙ্করা(17) ৷ যার জেরে মাত্র 94 রানেই পাঁচ উইকেট হারিয়ে এখন রীতিমত বিপদে মেন ইন ব্লু৷

india
india
author img

By

Published : Nov 28, 2021, 12:39 PM IST

কানপুর, 28 নভেম্বর : শনিবার গিলের উইকেট খুইয়ে 14 রানে দিন শেষ করার পর চতুর্থ দিন সকালেই বড়সড় ব্যাটিং ধসের মুখোমুখি হল ভারতীয় দল ৷ সাউদি, জেমিনসনদের জোড়া ফলায় বিধ্বস্ত হয়ে একের পর এক ফিরে গেলেন পূজারা (22), রাহানে (4), মায়াঙ্করা(17) ৷ যার জেরে মাত্র 94 রানেই পাঁচ উইকেট হারিয়ে এখন রীতিমত বিপদে মেন ইন ব্লু ৷ ভরসা এখন প্রথম ইনিংসের নায়ক শ্রেয়সের (22) উপরেই৷ অবশ্য সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অশ্বিনও (25) ৷

বিস্তারিত আসছে...

কানপুর, 28 নভেম্বর : শনিবার গিলের উইকেট খুইয়ে 14 রানে দিন শেষ করার পর চতুর্থ দিন সকালেই বড়সড় ব্যাটিং ধসের মুখোমুখি হল ভারতীয় দল ৷ সাউদি, জেমিনসনদের জোড়া ফলায় বিধ্বস্ত হয়ে একের পর এক ফিরে গেলেন পূজারা (22), রাহানে (4), মায়াঙ্করা(17) ৷ যার জেরে মাত্র 94 রানেই পাঁচ উইকেট হারিয়ে এখন রীতিমত বিপদে মেন ইন ব্লু ৷ ভরসা এখন প্রথম ইনিংসের নায়ক শ্রেয়সের (22) উপরেই৷ অবশ্য সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন অশ্বিনও (25) ৷

বিস্তারিত আসছে...

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.