ETV Bharat / bharat

India-Canada Relations: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত ভারতের

India Suspends Visa Issuance to Canadian Citizens: ভারত এবং কানাডার মধ্যে যখন সম্পর্কের উত্তাপ ক্রমশ বাড়ছে, সেই সময় ভারত সরকার কানাডিয়ান নাগরিকদের জন্য ভিসা পরিষেবাগুলি সাময়িক স্থগিত রাখার ঘোষণা করেছে ৷ তবে কবে থেকে তা আবার শুরু হবে, সেই নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হয়নি ৷ যা নিয়ে কূটনৈতিক মহল উদ্বিগ্ন ৷

India-Canada Relations
India-Canada Relations
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2023, 1:18 PM IST

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার ঘোষণা করল ভারত সরকার ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে খালিস্তানি জঙ্গিকে খুনে জড়িত থাকার অভিযোগ তোলার পর, দুই দেশের মধ্যে সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভারত সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যদিও সরকারের তরফে এই সিদ্ধান্তকে ‘অপারেশনাল’ বলে উল্লেখ করা হয়েছে, এমনটাই জানিয়েছে অনলাইন ভিসা আবেদন করার কেন্দ্র বিএলএস ইন্টারন্য়াশনাল ৷

হরদীপ সিং নিজ্জার খালিস্তানি জঙ্গি বলে অভিযুক্ত ৷ ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ তাঁর মাথার দামও এনআইএ ঘোষণা করেছিল ৷ দু’মাস আগে তাঁকে গুলি করা খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা নিয়ে গত সোমবার আচমকা সরব হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি দাবি করেন, নিজ্জারের খুনে ভারত সরকারের এজেন্টরা জড়িত রয়েছে বলে তাঁর সরকারের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে ৷ এর পরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে ৷

ভারতের তরফে ইতিমধ্যেই এই ঘটনার জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সেখানে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ৷ তার পর বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হল ৷ এদিকে ভারত সরকারের কানাডিয়ান নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করা বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে ৷ কূটনৈতিক মহল বিষয়টির উপর নজর রেখেছে ৷ এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ভিসা স্থগিতের প্রতিক্রিয়ায় কানাডিয়ান কর্মকর্তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ আর নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে অভিযোগের একটি স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন । কানাডিয়ান সরকার এই ক্রমবর্ধমান বিরোধ সমাধানের জন্য দুই দেশের মধ্যে খোলা ও গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ।

আরও পড়ুন: ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের

নয়াদিল্লি, 21 সেপ্টেম্বর: কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিত করার ঘোষণা করল ভারত সরকার ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশিত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ভারতের বিরুদ্ধে খালিস্তানি জঙ্গিকে খুনে জড়িত থাকার অভিযোগ তোলার পর, দুই দেশের মধ্যে সম্পর্কে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার প্রেক্ষিতে ভারত সরকারের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ যদিও সরকারের তরফে এই সিদ্ধান্তকে ‘অপারেশনাল’ বলে উল্লেখ করা হয়েছে, এমনটাই জানিয়েছে অনলাইন ভিসা আবেদন করার কেন্দ্র বিএলএস ইন্টারন্য়াশনাল ৷

হরদীপ সিং নিজ্জার খালিস্তানি জঙ্গি বলে অভিযুক্ত ৷ ভারতে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ তাঁর মাথার দামও এনআইএ ঘোষণা করেছিল ৷ দু’মাস আগে তাঁকে গুলি করা খুন করা হয় বলে অভিযোগ ৷ সেই ঘটনা নিয়ে গত সোমবার আচমকা সরব হন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ৷ তিনি দাবি করেন, নিজ্জারের খুনে ভারত সরকারের এজেন্টরা জড়িত রয়েছে বলে তাঁর সরকারের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে ৷ এর পরই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তপ্ত হতে শুরু করে ৷

ভারতের তরফে ইতিমধ্যেই এই ঘটনার জড়িত থাকার সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷ সেখানে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে ৷ তার পর বৃহস্পতিবার কানাডার নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ করে দেওয়া হল ৷ এদিকে ভারত সরকারের কানাডিয়ান নাগরিকদের ভিসা পরিষেবা স্থগিত করা বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে ৷ কূটনৈতিক মহল বিষয়টির উপর নজর রেখেছে ৷ এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করা হচ্ছে ৷

ভিসা স্থগিতের প্রতিক্রিয়ায় কানাডিয়ান কর্মকর্তারা তাদের উদ্বেগ প্রকাশ করেছেন ৷ আর নিজ্জার হত্যাকাণ্ডকে ঘিরে অভিযোগের একটি স্বচ্ছ ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছেন । কানাডিয়ান সরকার এই ক্রমবর্ধমান বিরোধ সমাধানের জন্য দুই দেশের মধ্যে খোলা ও গঠনমূলক আলোচনার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে ।

আরও পড়ুন: ভারত-কানাডা দ্বন্দ্বে বহিরাগত উস্কানি, পাকিস্তানের দিকে ইঙ্গিত মার্কিন বিশেষজ্ঞের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.