ETV Bharat / bharat

Model for Coexistence: শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ ভারত, দরাজ সার্টিফিকেট বিশ্ব মুসলিম লিগের মহাসচিবের

ভারত সফরে এসে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করলেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব ৷ পাশাপাশি জাতীয়তাবোধ ও সংবিধানের প্রতি দায়বদ্ধতার প্রশ্নে ভারতীয় মুসলমানদের অবদানের কথাও তুলে ধরেন তিনি ৷ পড়ুন ইটিভি ভারতের প্রতিনিধি সৌরভ শর্মার রিপোর্ট ৷

author img

By

Published : Jul 11, 2023, 4:58 PM IST

Etv Bharat
Etv Bharat

নয়াদিল্লি, 11 জুলাই: ভারতীয় মুসলমানদের জাতিয়তাবোধ তীব্র ৷ তাঁরা দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ ৷ এমনটাই মনে করেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব শেখ মহম্মদ বিন আব্দুল করিম আল ইশা ৷ তাঁর দাবি, বিশ্বের কাছে শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ হয়ে উঠেছে ভারত ৷ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্কের আবহে তাঁর ভারত সফর বিভিন্ন দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

সোমবারই ভারত সফরে এসেছেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব ৷ মঙ্গলবার এমনই মন্তব্য করেন তিনি ৷ দিল্লিতে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন মহাসচিব ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপস্থিতিতে তিনি ভারতের মহান ঐতিহ্যের কথা তুলে ধরেন ৷ পাশাপাশি বিশ্ব মানবতাকে সমৃদ্ধ করতে ভারতীয় প্রজ্ঞার অবদানের কথাও তুলে ধরেন ৷ বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে এক হয়ে ভারতে বসবাস করে তা সমগ্র বিশ্বের কাছে অনুসরণীয় বলে মনে করেন মহম্মদ বিন আব্দুল করিম ৷ পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ যাতে শান্তিতে সহাবস্থান করতে পারে সেই বার্তা দিতেই ভারত সফরে এসেছেন তিনি ৷

তাঁর মতে বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারনা শুধু পাঠ্যবইতে সীমাবদ্ধ রাখার জিনিস নয় ৷ বাস্তবে তার প্রয়োগ জরুরি ৷ অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "ভারত হিন্দু প্রধান দেশ ৷ কিন্তু সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে চিহ্নিত করা আছে ৷ ভারতের সকলের সঙ্গেই আমাদের যোগাযোগ আছে ৷ সদগুরু থেকে পণ্ডিত রবিশংকর, সকলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক আছে ৷"

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি, নাগরিকদের পরামর্শ চাইল আইন কমিশন

ভারতীয় মুসলমানদের প্রশংসা করে মহম্মদ বিন আব্দুল করিম আরও বলেন, "শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে ভারত সারা বিশ্বের কাছে আদর্শ হয়ে উঠেছে ৷ ভারতীয় মুসলমানদের ভূমিকা ছাড়া এমনটা সম্ভব হত না ৷" তাঁর পর্যবেক্ষণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের সহাবস্থান নেতিবাচক ধারণা হিসেবে উঠে এলেও ভারতে এর ইতিবাচক দিকটাই প্রতিফলিত হয় ৷

বক্তব্যের একটি অংশে ইসলামি সংস্কৃতির মূল কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "ইসলামি সংস্কৃতি মানুষকে ভালোবাসতে শেখায় ৷ বিভিন্ন মানুষের সঙ্গে বৌদ্ধিক আদান-প্রদান থেকে শুরু করে সংবিধাবনের প্রতি আস্থার কথাই বলে ইসলামি সংস্কৃতি ৷ মুসলমানরা শান্তির বার্তা বহন করেন ৷ ইসলাম অন্য ধর্মকে শ্রদ্ধা করার পাঠ দেয় ৷ বিশ্ব ভ্রাতৃত্বের প্রচার করা মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে নৈতিক দায়িত্ব পালনের সামিল ৷"

বিজেপি ক্ষমতা আসার পর থেকেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার দাবি তুলেছিল বেশ কয়েকটি সংগঠন ৷ এতদিন তা নিয়ে কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে কোনও পদক্ষেপ করেনি ৷ তবে কিছু দিন আগে থেকে এই বিষয়ে তৎপর হয় আইন কমিশন ৷ মাসখানেক আগে জারি করা এক বিবৃতিতে অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক নিয়ে জনসাধারণের সুপারিশ চেয়েছে কমিশন ৷

আরও পড়ুন: 370 ধারা প্রত্যাহার-মামলার শুনানি শীর্ষ আদালতে, সরলেন ফয়জল-রশিদ

অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের মতো কয়েকটি ব্যাপারে দেশজুড়ে একই নিয়ম বলবৎ থাকবে ৷ এখন সেটা নেই ৷ হিন্দুদের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে ৷ একই দেশে একই বিষয়ে একাধিক আইন থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে বলে মনে করে কয়েকটি সংগঠন ৷ পাশপাশি, এই ধরনের একাধিক আইন বৈষম্যেরও কারণ বলে তাদের অভিমত ৷ এমনই বিতর্কের আবহে দেশে এসে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বার্তা দিলেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব ৷

নয়াদিল্লি, 11 জুলাই: ভারতীয় মুসলমানদের জাতিয়তাবোধ তীব্র ৷ তাঁরা দেশের সংবিধানের প্রতি দায়বদ্ধ ৷ এমনটাই মনে করেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব শেখ মহম্মদ বিন আব্দুল করিম আল ইশা ৷ তাঁর দাবি, বিশ্বের কাছে শান্তিপূর্ণ সহাবস্থানের আদর্শ হয়ে উঠেছে ভারত ৷ অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্কের আবহে তাঁর ভারত সফর বিভিন্ন দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

সোমবারই ভারত সফরে এসেছেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব ৷ মঙ্গলবার এমনই মন্তব্য করেন তিনি ৷ দিল্লিতে আয়োজিত এক সভায় বক্তব্য রাখেন মহাসচিব ৷ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের উপস্থিতিতে তিনি ভারতের মহান ঐতিহ্যের কথা তুলে ধরেন ৷ পাশাপাশি বিশ্ব মানবতাকে সমৃদ্ধ করতে ভারতীয় প্রজ্ঞার অবদানের কথাও তুলে ধরেন ৷ বিভিন্ন ধর্মের মানুষ যেভাবে এক হয়ে ভারতে বসবাস করে তা সমগ্র বিশ্বের কাছে অনুসরণীয় বলে মনে করেন মহম্মদ বিন আব্দুল করিম ৷ পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ যাতে শান্তিতে সহাবস্থান করতে পারে সেই বার্তা দিতেই ভারত সফরে এসেছেন তিনি ৷

তাঁর মতে বৈচিত্রের মধ্যে ঐক্যের ধারনা শুধু পাঠ্যবইতে সীমাবদ্ধ রাখার জিনিস নয় ৷ বাস্তবে তার প্রয়োগ জরুরি ৷ অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, "ভারত হিন্দু প্রধান দেশ ৷ কিন্তু সংবিধানে ভারতকে ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে চিহ্নিত করা আছে ৷ ভারতের সকলের সঙ্গেই আমাদের যোগাযোগ আছে ৷ সদগুরু থেকে পণ্ডিত রবিশংকর, সকলের সঙ্গেই আমাদের সুসম্পর্ক আছে ৷"

আরও পড়ুন: অভিন্ন দেওয়ানি বিধি, নাগরিকদের পরামর্শ চাইল আইন কমিশন

ভারতীয় মুসলমানদের প্রশংসা করে মহম্মদ বিন আব্দুল করিম আরও বলেন, "শান্তিপূর্ণ সহাবস্থানের ক্ষেত্রে ভারত সারা বিশ্বের কাছে আদর্শ হয়ে উঠেছে ৷ ভারতীয় মুসলমানদের ভূমিকা ছাড়া এমনটা সম্ভব হত না ৷" তাঁর পর্যবেক্ষণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধর্মের সহাবস্থান নেতিবাচক ধারণা হিসেবে উঠে এলেও ভারতে এর ইতিবাচক দিকটাই প্রতিফলিত হয় ৷

বক্তব্যের একটি অংশে ইসলামি সংস্কৃতির মূল কথা তুলে ধরেন ৷ তিনি বলেন, "ইসলামি সংস্কৃতি মানুষকে ভালোবাসতে শেখায় ৷ বিভিন্ন মানুষের সঙ্গে বৌদ্ধিক আদান-প্রদান থেকে শুরু করে সংবিধাবনের প্রতি আস্থার কথাই বলে ইসলামি সংস্কৃতি ৷ মুসলমানরা শান্তির বার্তা বহন করেন ৷ ইসলাম অন্য ধর্মকে শ্রদ্ধা করার পাঠ দেয় ৷ বিশ্ব ভ্রাতৃত্বের প্রচার করা মুসলমান সম্প্রদায়ের মানুষদের কাছে নৈতিক দায়িত্ব পালনের সামিল ৷"

বিজেপি ক্ষমতা আসার পর থেকেই অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার দাবি তুলেছিল বেশ কয়েকটি সংগঠন ৷ এতদিন তা নিয়ে কেন্দ্রীয় সরকার প্রকাশ্যে কোনও পদক্ষেপ করেনি ৷ তবে কিছু দিন আগে থেকে এই বিষয়ে তৎপর হয় আইন কমিশন ৷ মাসখানেক আগে জারি করা এক বিবৃতিতে অভিন্ন দেওয়ানি বিধির বিভিন্ন দিক নিয়ে জনসাধারণের সুপারিশ চেয়েছে কমিশন ৷

আরও পড়ুন: 370 ধারা প্রত্যাহার-মামলার শুনানি শীর্ষ আদালতে, সরলেন ফয়জল-রশিদ

অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের মতো কয়েকটি ব্যাপারে দেশজুড়ে একই নিয়ম বলবৎ থাকবে ৷ এখন সেটা নেই ৷ হিন্দুদের ক্ষেত্রে আলাদা নিয়ম আছে ৷ একই দেশে একই বিষয়ে একাধিক আইন থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে বলে মনে করে কয়েকটি সংগঠন ৷ পাশপাশি, এই ধরনের একাধিক আইন বৈষম্যেরও কারণ বলে তাদের অভিমত ৷ এমনই বিতর্কের আবহে দেশে এসে শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে বার্তা দিলেন বিশ্ব মুসলিম লিগের মহাসচিব ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.