ETV Bharat / bharat

India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের - ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের আতঙ্ক ছড়িয়েছে সারা বিশ্বে ৷ এখনও ভারতে এই ভ্যারিয়্যান্ট ছড়িয়ে পড়েনি ৷ কিন্তু আগে থেকেই এই নিয়ে সতর্ক সরকার ৷ তাই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা দিল কেন্দ্র (India Issues New Travel Guideline) ৷

india government issues revised guidelines for international travelers in view omicron variant covid19
India Issues New Travel Guideline : ওমিক্রন আতঙ্কে বিদেশি যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের
author img

By

Published : Nov 29, 2021, 2:18 PM IST

কলকাতা, 29 নভেম্বর : করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ রুখতে তৎপর ভারত সরকার ৷ তাই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে (India Issues New Travel Guideline) ৷

সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশকে এই ভ্য়ারিয়্যান্টের সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ (Countries at Risk) মনে করা হচ্ছে ৷ সেই সমস্ত দেশ থেকে যাত্রীদের বিমানবন্দরেই কোভিড-19 এর পরীক্ষা করাতে হবে ৷ করোনার প্রতিষেধক (Covid Vaccine) নেওয়া থাকলেও এই পরীক্ষা করাতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : করোনায় একধাক্কায় অনেকটাই কমল মৃত্যু

একই সঙ্গে জানানো হয়েছে, বিমান ধরার 72 ঘণ্টা আগেও একবার পরীক্ষা করাতে হবে ৷ বিমানবন্দরের পরীক্ষায় কারও কোভিড পজিটিভ এলে তাঁকে আলাদা করে রাখা হবে ৷ আর জিনোম সিকোয়েন্সের (Whole Genome Sequencing) জন্য অন্যান্য পরীক্ষাও করা হবে ৷

তবে যাঁদের রিপোর্ট নেগেটিভ হবে, তাঁদের বিমানবন্দর থেকে যেতে দেওয়া হবে ৷ কিন্তু তাঁদেরও সাত দিন আইসোলেশনে থাকতে হবে ৷ তার পর ভারতে আসার পর অষ্টম দিনে আরও একবার করোনার পরীক্ষা করাতে হবে ৷

আরও পড়ুন : COVID Omicron Variant : চোখ রাঙাচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র

তবে যে দেশগুলি করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের (Omicron Variant) ক্ষেত্রে এখন ঝুঁকিপূর্ণ নয়, সেই দেশগুলি থেকে যাঁরা আসবেন, তাঁদের মধ্যে 5 শতাংশ যাত্রীর পরীক্ষা করা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট দক্ষিণ আফ্রিকায় প্রথমবার পাওয়া যায় গত 24 নভেম্বর ৷ করোনার অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে এর কার্যক্ষমতা অনেক বেশি বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ তাই গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রক নজরদারি করছে ৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) বৈঠক করেছেন ৷

আরও পড়ুন : Karnataka new rules amid Omicron scare: করোনার ক্লাস্টার এসডিএম কলেজ, ওমিক্রনকে রুখতে কড়াকড়ি কর্নাটকে

কলকাতা, 29 নভেম্বর : করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের সংক্রমণ রুখতে তৎপর ভারত সরকার ৷ তাই বিদেশ থেকে আসা যাত্রীদের জন্য নতুন করে নির্দেশিকা জারি করা হল সরকারের তরফে (India Issues New Travel Guideline) ৷

সেখানে বলা হয়েছে, যে সমস্ত দেশকে এই ভ্য়ারিয়্যান্টের সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ (Countries at Risk) মনে করা হচ্ছে ৷ সেই সমস্ত দেশ থেকে যাত্রীদের বিমানবন্দরেই কোভিড-19 এর পরীক্ষা করাতে হবে ৷ করোনার প্রতিষেধক (Covid Vaccine) নেওয়া থাকলেও এই পরীক্ষা করাতে হবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Corona in India : করোনায় একধাক্কায় অনেকটাই কমল মৃত্যু

একই সঙ্গে জানানো হয়েছে, বিমান ধরার 72 ঘণ্টা আগেও একবার পরীক্ষা করাতে হবে ৷ বিমানবন্দরের পরীক্ষায় কারও কোভিড পজিটিভ এলে তাঁকে আলাদা করে রাখা হবে ৷ আর জিনোম সিকোয়েন্সের (Whole Genome Sequencing) জন্য অন্যান্য পরীক্ষাও করা হবে ৷

তবে যাঁদের রিপোর্ট নেগেটিভ হবে, তাঁদের বিমানবন্দর থেকে যেতে দেওয়া হবে ৷ কিন্তু তাঁদেরও সাত দিন আইসোলেশনে থাকতে হবে ৷ তার পর ভারতে আসার পর অষ্টম দিনে আরও একবার করোনার পরীক্ষা করাতে হবে ৷

আরও পড়ুন : COVID Omicron Variant : চোখ রাঙাচ্ছে ওমিক্রন, আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে কেন্দ্র

তবে যে দেশগুলি করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্টের (Omicron Variant) ক্ষেত্রে এখন ঝুঁকিপূর্ণ নয়, সেই দেশগুলি থেকে যাঁরা আসবেন, তাঁদের মধ্যে 5 শতাংশ যাত্রীর পরীক্ষা করা হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, করোনার ওমিক্রন ভ্যারিয়্যান্ট দক্ষিণ আফ্রিকায় প্রথমবার পাওয়া যায় গত 24 নভেম্বর ৷ করোনার অন্যান্য ভ্যারিয়্যান্টের থেকে এর কার্যক্ষমতা অনেক বেশি বলেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা ৷ তাই গোটা বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রক নজরদারি করছে ৷ ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Narendra Modi) বৈঠক করেছেন ৷

আরও পড়ুন : Karnataka new rules amid Omicron scare: করোনার ক্লাস্টার এসডিএম কলেজ, ওমিক্রনকে রুখতে কড়াকড়ি কর্নাটকে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.