ETV Bharat / bharat

Swiss Bank Account Details: স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের চতুর্থ পর্যায়ের তথ্য হাতে পেল ভারত

author img

By

Published : Oct 10, 2022, 6:31 PM IST

স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের চতুর্থ পর্যায়ের তথ্য হাতে পেল ভারত (India gets 4th set of Swiss bank account details)৷ এই পর্যায়ে যে তালিকা দেওয়া হয়েছে, তাতে এক এক জন ব্যক্তি ও সংস্থার নামে বেশ কয়েকটি অ্যাকাউন্টের হদিশ মিলেছে (Swiss Bank Account Details)৷

india-gets-4th-set-of-swiss-bank-account-details
স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের চতুর্থ পর্যায়ের তথ্য হাতে পেল ভারত

নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের নাগরিক ও সংস্থাগুলির স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের চতুর্থ সেট এসে পৌঁছল ভারতের কাছে (India gets 4th set of Swiss bank account details)৷ বার্ষিক স্বয়ংচালিত তথ্যের আদানপ্রদানের প্রক্রিয়ায় স্যুইৎজারল্যান্ড 101 দেশের প্রায় 34 লক্ষ আর্থিক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করেছে (Swiss Bank Account Details)৷

কর্মকর্তারা বলেছেন যে, ভারতের সঙ্গে যে নয়া বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে, তাতে আছে "শত শত আর্থিক অ্যাকাউন্ট"৷ সেগুলির মধ্যে কিছু ব্যক্তি, কর্পোরেট এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত একাধিক অ্যাকাউন্টেরও তথ্য দেওয়া হয়েছে ৷

তথ্য আদান-প্রদানের গোপনীয়তার ধারা ও পরবর্তী তদন্তে এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তারা সুনির্দিষ্টভাবে কিছু প্রকাশ করেনি ৷ তবে এই তথ্য সন্দেহভাজন কর ফাঁকি, অর্থ পাচার এবং নাশকতা-সহ অন্যান্য ভুল কাজের তদন্তে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে ।

এক বিবৃতিতে, ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (এফটিএ) সোমবার বলেছে যে, এ বছর তথ্য বিনিময় তালিকায় পাঁচটি নতুন সংযোজন করা হয়েছে - আলবেনিয়া, ব্রুনাই দারুস্সালাম, নাইজেরিয়া, পেরু ও তুরস্ক । আর্থিক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ ৷

আরও পড়ুন: আবারও সক্রিয় জামতারা গ্যাং! ব্যাংক কর্মী পরিচয় দিয়ে 2 লাখ টাকা লুঠ

74টি দেশের সঙ্গে তথ্যের আদান-প্রদানের সময় সুইজারল্যান্ড তথ্য পেয়েছিল, কিন্তু রাশিয়া-সহ 27টি দেশকে তারা তথ্য দেয়নি ৷ এই দেশগুলি হয় তথ্যের গোপনীয়তা রক্ষা করেনি, নয়তো ডেটা সুরক্ষার আন্তর্জাতিক প্রয়োজনীয়তাগুলি পূরণ করেনি বলে এই সিদ্ধান্ত নিয়েছে স্যুইৎজারল্যান্ড ৷

নয়াদিল্লি, 10 অক্টোবর: দেশের নাগরিক ও সংস্থাগুলির স্যুইস ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্যের চতুর্থ সেট এসে পৌঁছল ভারতের কাছে (India gets 4th set of Swiss bank account details)৷ বার্ষিক স্বয়ংচালিত তথ্যের আদানপ্রদানের প্রক্রিয়ায় স্যুইৎজারল্যান্ড 101 দেশের প্রায় 34 লক্ষ আর্থিক অ্যাকাউন্টের তথ্য শেয়ার করেছে (Swiss Bank Account Details)৷

কর্মকর্তারা বলেছেন যে, ভারতের সঙ্গে যে নয়া বিস্তারিত তথ্য শেয়ার করা হয়েছে, তাতে আছে "শত শত আর্থিক অ্যাকাউন্ট"৷ সেগুলির মধ্যে কিছু ব্যক্তি, কর্পোরেট এবং ট্রাস্টের সঙ্গে যুক্ত একাধিক অ্যাকাউন্টেরও তথ্য দেওয়া হয়েছে ৷

তথ্য আদান-প্রদানের গোপনীয়তার ধারা ও পরবর্তী তদন্তে এর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তারা সুনির্দিষ্টভাবে কিছু প্রকাশ করেনি ৷ তবে এই তথ্য সন্দেহভাজন কর ফাঁকি, অর্থ পাচার এবং নাশকতা-সহ অন্যান্য ভুল কাজের তদন্তে ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে ।

এক বিবৃতিতে, ফেডারেল ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন (এফটিএ) সোমবার বলেছে যে, এ বছর তথ্য বিনিময় তালিকায় পাঁচটি নতুন সংযোজন করা হয়েছে - আলবেনিয়া, ব্রুনাই দারুস্সালাম, নাইজেরিয়া, পেরু ও তুরস্ক । আর্থিক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে প্রায় এক লাখ ৷

আরও পড়ুন: আবারও সক্রিয় জামতারা গ্যাং! ব্যাংক কর্মী পরিচয় দিয়ে 2 লাখ টাকা লুঠ

74টি দেশের সঙ্গে তথ্যের আদান-প্রদানের সময় সুইজারল্যান্ড তথ্য পেয়েছিল, কিন্তু রাশিয়া-সহ 27টি দেশকে তারা তথ্য দেয়নি ৷ এই দেশগুলি হয় তথ্যের গোপনীয়তা রক্ষা করেনি, নয়তো ডেটা সুরক্ষার আন্তর্জাতিক প্রয়োজনীয়তাগুলি পূরণ করেনি বলে এই সিদ্ধান্ত নিয়েছে স্যুইৎজারল্যান্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.