ETV Bharat / bharat

Centre clears new Covid Vaccines-Drugs: একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ - কোভোভ্যাক্স

কর্বেভ্যাক্স টিকা (Corbevax), কোভোভ্যাক্স টিকা (Covovax) ও অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির - একই দিনে কোভিডের (centre clears new covid Vaccines-drugs) সঙ্গে লড়ার এই তিন হাতিয়ার ব্যবহারে সম্মতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry of Health and Family Welfare)৷

india-gets-2-more-covid-vaccines-covovax-and-corbevax-1-anti-viral-drug-molnupiravir-health-ministry-informs
একই দিনে আরও 2 কোভিড টিকা, একটি অ্যান্টি-ভাইরাল ওষুধ পেল দেশ
author img

By

Published : Dec 28, 2021, 12:00 PM IST

Updated : Dec 28, 2021, 1:18 PM IST

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: আরও দুটি কোভিড টিকা পেল দেশ ৷ মিলল একটি অ্যান্টি ভাইরাল ওষুধও (centre clears new covid Vaccines-drugs) ৷ বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে সাবালকদের উপর প্রয়োগের জন্য যে দু‘টি টিকা ও ওষুধের প্রস্তাব করেছিল, একইদিনে তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার (Ministry of Health and Family Welfare) ৷ আজ টুইটে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানান, "অভিনন্দন ভারত ৷ কোভিড 19-এর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একই দিনে তিনটি সম্মতি দিয়েছে - কর্বেভ্যাক্স (CORBEVAX) টিকায়, কোভোভ্যাক্স (COVOVAX) টিকায় এবং অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরে (anti-viral drug Molnupiravir)৷ জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ রূপে ব্যবহারের জন্য ৷"

  • Congratulations India 🇮🇳

    Further strengthening the fight against COVID-19, CDSCO, @MoHFW_INDIA has given 3 approvals in a single day for:

    - CORBEVAX vaccine
    - COVOVAX vaccine
    - Anti-viral drug Molnupiravir

    For restricted use in emergency situation. (1/5)

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 6 হাজারে, ওমিক্রন বেড়ে 653

মাণ্ডব্য টুইটে এও জানান যে, কর্বেভ্যাক্সই দেশে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট কোভিড টিকা ৷ এটি তৈরি হয়েছে হায়দরাবাদের বায়োলজিক্যাল-ই ফার্মে ৷ তাঁর কথায়, "এটা হ্যাটট্রিক ৷ এই নিয়ে তৃতীয় টিকা তৈরি হল ভারতে ৷" ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও সেরম ইনস্টিটিউটের কোভিশিল্ডের পর কর্বেভ্যাক্স ৷ অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির ভারতে তৈরি করছে 13টি কোম্পানি ৷ যে সাবালক কোভিড রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন, তাঁদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রয়োগ করা হবে এই ওষুধ ৷ সবমিলিয়ে 8টি কোভিড টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র ৷ সেগুলি হল, কোভিশিল্ড, কোভ্যাকসিন, জাইকভ-ডি, স্পুটনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কর্বেভ্যাক্স ও কোভোভ্যাক্স ৷

  • PM @NarendraModi Ji has led the battle against #COVID19 from the front. All these approvals will further strengthen the global fight against the pandemic.

    Our Pharma Industries are asset for the entire world.

    सर्वे भवन्तु सुखिनः
    सर्वे सन्तु निरामयाः। (5/5)

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sourav Ganguly Covid positive : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহারাজ

সেরম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স ও বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্স এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC)৷ একই দিনে এই তিনটিতেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ৷ দেশের ফার্মা ইন্ডাস্ট্রি গোটা বিশ্বের সম্পদ বলে দাবি করে মাণ্ডব্য এদিন বলেছেন, এই নয়া পদক্ষেপে গোটা বিশ্বের অতিমারির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হল ৷

আরও পড়ুন: Omicron Scare : ওমিক্রন ঠেকাতে রাজ্যগুলিকে বিধিনিষেধ বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

নয়াদিল্লি, 28 ডিসেম্বর: আরও দুটি কোভিড টিকা পেল দেশ ৷ মিলল একটি অ্যান্টি ভাইরাল ওষুধও (centre clears new covid Vaccines-drugs) ৷ বিশেষজ্ঞ কমিটি জরুরি ভিত্তিতে সাবালকদের উপর প্রয়োগের জন্য যে দু‘টি টিকা ও ওষুধের প্রস্তাব করেছিল, একইদিনে তাতে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় সরকার (Ministry of Health and Family Welfare) ৷ আজ টুইটে একথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য ৷

টুইটে স্বাস্থ্যমন্ত্রী জানান, "অভিনন্দন ভারত ৷ কোভিড 19-এর বিরুদ্ধে লড়াই আরও জোরদার করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক একই দিনে তিনটি সম্মতি দিয়েছে - কর্বেভ্যাক্স (CORBEVAX) টিকায়, কোভোভ্যাক্স (COVOVAX) টিকায় এবং অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরে (anti-viral drug Molnupiravir)৷ জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ রূপে ব্যবহারের জন্য ৷"

  • Congratulations India 🇮🇳

    Further strengthening the fight against COVID-19, CDSCO, @MoHFW_INDIA has given 3 approvals in a single day for:

    - CORBEVAX vaccine
    - COVOVAX vaccine
    - Anti-viral drug Molnupiravir

    For restricted use in emergency situation. (1/5)

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Corona Update in India : করোনার দৈনিক সংক্রমণ 6 হাজারে, ওমিক্রন বেড়ে 653

মাণ্ডব্য টুইটে এও জানান যে, কর্বেভ্যাক্সই দেশে তৈরি প্রথম আরবিডি প্রোটিন সাব-ইউনিট কোভিড টিকা ৷ এটি তৈরি হয়েছে হায়দরাবাদের বায়োলজিক্যাল-ই ফার্মে ৷ তাঁর কথায়, "এটা হ্যাটট্রিক ৷ এই নিয়ে তৃতীয় টিকা তৈরি হল ভারতে ৷" ভারত বায়োটেকের কোভ্যাকসিন ও সেরম ইনস্টিটিউটের কোভিশিল্ডের পর কর্বেভ্যাক্স ৷ অ্যান্টি-ভাইরাল ওষুধ মোলনুপিরাভির ভারতে তৈরি করছে 13টি কোম্পানি ৷ যে সাবালক কোভিড রোগী ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবেন, তাঁদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে প্রয়োগ করা হবে এই ওষুধ ৷ সবমিলিয়ে 8টি কোভিড টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র ৷ সেগুলি হল, কোভিশিল্ড, কোভ্যাকসিন, জাইকভ-ডি, স্পুটনিক ভি, মডার্না, জনসন অ্যান্ড জনসন, কর্বেভ্যাক্স ও কোভোভ্যাক্স ৷

  • PM @NarendraModi Ji has led the battle against #COVID19 from the front. All these approvals will further strengthen the global fight against the pandemic.

    Our Pharma Industries are asset for the entire world.

    सर्वे भवन्तु सुखिनः
    सर्वे सन्तु निरामयाः। (5/5)

    — Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) December 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : Sourav Ganguly Covid positive : করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মহারাজ

সেরম ইনস্টিটিউটের তৈরি কোভোভ্যাক্স ও বায়োলজিক্যাল ই-এর তৈরি কর্বেভ্যাক্স এবং অ্যান্টি ভাইরাল ওষুধ মোলনুপিরাভিরকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়ার প্রস্তাব দিয়েছিল সাবজেক্ট এক্সপার্ট কমিটি (SEC)৷ একই দিনে এই তিনটিতেই ছাড়পত্র দিয়েছে কেন্দ্র ৷ দেশের ফার্মা ইন্ডাস্ট্রি গোটা বিশ্বের সম্পদ বলে দাবি করে মাণ্ডব্য এদিন বলেছেন, এই নয়া পদক্ষেপে গোটা বিশ্বের অতিমারির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হল ৷

আরও পড়ুন: Omicron Scare : ওমিক্রন ঠেকাতে রাজ্যগুলিকে বিধিনিষেধ বাড়ানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Last Updated : Dec 28, 2021, 1:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.