ETV Bharat / bharat

FIFA Ranking : পদোন্নতি ভারতের, ফিফা তালিকায় একধাপ উঠল ইগর স্টিমাকের ছেলেরা - সাফ কাপ

সাফ কাপের ফাইনালে নেপালকে 3-0 ব্যবধানে হারায় ভারত ৷ 2015 সালের পর সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷

FIFA Ranking
পদোন্নতি ভারতের, ফিফা তালিকায় একধাপ উঠল ইগর স্টিমাকের ছেলেরা
author img

By

Published : Oct 21, 2021, 10:50 PM IST

জুরিখ, 21 অক্টোবর : 2015 সালের পর ফের সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ তারপরই ফিফা ক্রমতালিকায় উঠে এল সুনীল ছেত্রীরা ৷ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় দল এক ধাপ উঠে 106তম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া ।

প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ের আগের সংস্করণ থেকে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে ইগোর স্টিম্যাকের ছেলেরা তাদের শেষ তিনটি ম্যাচ জিতেছে ৷ যা অক্টোবরে বিশ্বব্যাপী খেলা 160 টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে যেকোনো দলের সবচেয়ে বেশি ৷ নেপাল (1-0) এবং মালদ্বীপের বিরুদ্ধে (3-1) জেতার আগে 'মেন ইন ব্লু'রা বাংলাদেশ (1-1) এবং শ্রীলঙ্কার (0-0) বিপক্ষে ড্র করে তাদের অভিযান শুরু করেছিল।

ফিফার র‍্যাঙ্কিংয়ে বেলজিয়াম এবং ব্রাজিল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে ৷ চলতি মাসেই উয়েফা ন্যাশনস লিগ জেতার সুবাদে 3 নম্বরে উঠে এসেছে ফ্রান্স ৷

ফিফার অক্টোবর বিশ্ব র‍্যাঙ্কিং (বন্ধনীতে সেপ্টেম্বর বিশ্ব র‍্যাঙ্কিং):

1. বেলজিয়াম (1)

2. ব্রাজিল (2)

3. ফ্রান্স (4)

4. ইতালি (5)

5. ইংল্যান্ড (3)

6. আর্জেন্টিনা (6)

7. স্পেন (8)

8. পর্তুগাল (7)

9. মেক্সিকো (9)

10. ডেনমার্ক (15)

106. ভারত (107)

জুরিখ, 21 অক্টোবর : 2015 সালের পর ফের সাফ কাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ৷ তারপরই ফিফা ক্রমতালিকায় উঠে এল সুনীল ছেত্রীরা ৷ বৃহস্পতিবার প্রকাশিত সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিংয়ে ভারতীয় দল এক ধাপ উঠে 106তম স্থানে রয়েছে টিম ইন্ডিয়া ।

প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ের আগের সংস্করণ থেকে খেলা পাঁচটি ম্যাচের মধ্যে ইগোর স্টিম্যাকের ছেলেরা তাদের শেষ তিনটি ম্যাচ জিতেছে ৷ যা অক্টোবরে বিশ্বব্যাপী খেলা 160 টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে যেকোনো দলের সবচেয়ে বেশি ৷ নেপাল (1-0) এবং মালদ্বীপের বিরুদ্ধে (3-1) জেতার আগে 'মেন ইন ব্লু'রা বাংলাদেশ (1-1) এবং শ্রীলঙ্কার (0-0) বিপক্ষে ড্র করে তাদের অভিযান শুরু করেছিল।

ফিফার র‍্যাঙ্কিংয়ে বেলজিয়াম এবং ব্রাজিল যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে ৷ চলতি মাসেই উয়েফা ন্যাশনস লিগ জেতার সুবাদে 3 নম্বরে উঠে এসেছে ফ্রান্স ৷

ফিফার অক্টোবর বিশ্ব র‍্যাঙ্কিং (বন্ধনীতে সেপ্টেম্বর বিশ্ব র‍্যাঙ্কিং):

1. বেলজিয়াম (1)

2. ব্রাজিল (2)

3. ফ্রান্স (4)

4. ইতালি (5)

5. ইংল্যান্ড (3)

6. আর্জেন্টিনা (6)

7. স্পেন (8)

8. পর্তুগাল (7)

9. মেক্সিকো (9)

10. ডেনমার্ক (15)

106. ভারত (107)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.