ETV Bharat / bharat

India first Long Range revolver: বাজারে এল দেশের প্রথম লং রেঞ্জ রিভলভার 'প্রবাল', একবারে হবে 6 রাউন্ড ফায়ার

author img

By

Published : Aug 18, 2023, 11:01 PM IST

দেশের প্রথম এমআইএম প্রযুক্তি 0.32 সাইড সুইং রিভলভার 'প্রবাল' এল বাজারে ৷ নতুন প্রযুক্তির এই রিভলভার দেখতে যেমন সুন্দর তেমনই 675 গ্রাম ওজনের এই রিভলভারটি একবারে ছয় রাউন্ড ফায়ার করা যাবে বলে জানা গিয়েছে।

Etv Bharat
প্রথম লং রেঞ্জ রিভলভার 'প্রবাল'

কানপুর, 18 অগস্ট: অস্ত্র শৌখিনদের জন্য সুখবর নিয়ে এল কানপুর অস্ত্র কারখানা। দেশের প্রথম এমআইএম প্রযুক্তি 0.32 সাইড সুইং রিভলভার 'প্রবাল' এল বাজারে ৷ নতুন প্রযুক্তির এই রিভলভার দেখতে যেমন সুন্দর তেমনই 675 গ্রাম ওজনের এই রিভলভারটি একবারে ছয় রাউন্ড ফায়ার করা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু, রিভলভারের ব্যারেল ও সিলিন্ডারে এর কোনও প্রভাবই পড়বে না।

প্রবাল রিভলভারের দাম: জানা গিয়েছে, সাধারণ মানুষের জন্য 'প্রবাল' রিভলভারের দাম জিএসটি-সহ এক লক্ষ 40 হাজার 800 টাকা ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে, ডিলারের জন্য এর দাম 28 শতাংশ জিএসটি-সহ এক লক্ষ 26 হাজার 720 টাকা করা হয়েছে। শুক্রবার কানপুরের অস্ত্র কারখানার জিএম রাজীব শর্মা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাইড সুইং ভিত্তিক রিভলভারের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে এক বছরের মধ্যে এই রিভলভার তৈরি করা হয়েছে।

অন্যান্য রিভলভারের সঙ্গে 'প্রবাল'-এর তফাৎ: রাজীব শর্মা জানান, বর্তমানে ডিলারদের ক্ষেত্রে প্রথম আসার ভিত্তিতে আগে পাবেন এই হিসাবে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা আশা করছি এক বছরের মধ্যে 50 হাজার রিভলভার তৈরি করতে পারব।" অন্যদিকে, স্বদেশী গান হাউসের মালিক অজয় নিগম বলেন, "এই ধরনের প্রথম রিভলভার যা 0.32 বোরের সাইড ওপেন ৷ এটি বাজারে কোল্ট এবং অন্যান্য রিভলভারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।"

রক্ষণাবেক্ষণ সহজ, কোনও মিস ফায়ার নয়: জিএম রাজীব শর্মা জানান যে, এমআইএম প্রযুক্তি যা দিয়ে প্রবাল তৈরি করা হয়েছে ৷ যা মূলত মহাকাশযান, বিমান এবং অন্যান্য গুরুতর চিকিত্সা সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। সুতরাং এই কৌশলের পর 'প্রবাল' থেকে মিস ফায়ারের আর কোনও সুযোগ থাকছে না এই রিভলভারে। তিনি বলেন, "প্রবাল-এ আমরা অনেক ছোট ছোট উপাদান ব্যবহার করেছি। যার জেরে, প্রবালের টেকসই অন্য রিভলবারের চেয়ে বেশি হবে।"

আরও পড়ুন: চাঁদের আরও কাছাকাছি ‘বিক্রম’, পাঠাল চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি

কাদা এবং জল পরীক্ষায় সফল: জিএম রাজীব শর্মা বলেন, "সামরিক কর্মীরা যখন অপারেশনে থাকে, তখন তারা তাদের অস্ত্রের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। আমরা কাদা এবং জলেও পরীক্ষা করে নিয়েছি ৷ এই ধরনের পরীক্ষায় সম্পূর্ণরূপে সফল হয়েছে প্রবাল।"

কানপুর, 18 অগস্ট: অস্ত্র শৌখিনদের জন্য সুখবর নিয়ে এল কানপুর অস্ত্র কারখানা। দেশের প্রথম এমআইএম প্রযুক্তি 0.32 সাইড সুইং রিভলভার 'প্রবাল' এল বাজারে ৷ নতুন প্রযুক্তির এই রিভলভার দেখতে যেমন সুন্দর তেমনই 675 গ্রাম ওজনের এই রিভলভারটি একবারে ছয় রাউন্ড ফায়ার করা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু, রিভলভারের ব্যারেল ও সিলিন্ডারে এর কোনও প্রভাবই পড়বে না।

প্রবাল রিভলভারের দাম: জানা গিয়েছে, সাধারণ মানুষের জন্য 'প্রবাল' রিভলভারের দাম জিএসটি-সহ এক লক্ষ 40 হাজার 800 টাকা ধার্য করা হয়েছে ৷ অন্যদিকে, ডিলারের জন্য এর দাম 28 শতাংশ জিএসটি-সহ এক লক্ষ 26 হাজার 720 টাকা করা হয়েছে। শুক্রবার কানপুরের অস্ত্র কারখানার জিএম রাজীব শর্মা এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, সাইড সুইং ভিত্তিক রিভলভারের চাহিদা ক্রমাগত বাড়ছে। এই বিষয়টি মাথায় রেখে এক বছরের মধ্যে এই রিভলভার তৈরি করা হয়েছে।

অন্যান্য রিভলভারের সঙ্গে 'প্রবাল'-এর তফাৎ: রাজীব শর্মা জানান, বর্তমানে ডিলারদের ক্ষেত্রে প্রথম আসার ভিত্তিতে আগে পাবেন এই হিসাবে দেওয়া হচ্ছে। তিনি বলেন, "আমরা আশা করছি এক বছরের মধ্যে 50 হাজার রিভলভার তৈরি করতে পারব।" অন্যদিকে, স্বদেশী গান হাউসের মালিক অজয় নিগম বলেন, "এই ধরনের প্রথম রিভলভার যা 0.32 বোরের সাইড ওপেন ৷ এটি বাজারে কোল্ট এবং অন্যান্য রিভলভারের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করবে।"

রক্ষণাবেক্ষণ সহজ, কোনও মিস ফায়ার নয়: জিএম রাজীব শর্মা জানান যে, এমআইএম প্রযুক্তি যা দিয়ে প্রবাল তৈরি করা হয়েছে ৷ যা মূলত মহাকাশযান, বিমান এবং অন্যান্য গুরুতর চিকিত্সা সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়। সুতরাং এই কৌশলের পর 'প্রবাল' থেকে মিস ফায়ারের আর কোনও সুযোগ থাকছে না এই রিভলভারে। তিনি বলেন, "প্রবাল-এ আমরা অনেক ছোট ছোট উপাদান ব্যবহার করেছি। যার জেরে, প্রবালের টেকসই অন্য রিভলবারের চেয়ে বেশি হবে।"

আরও পড়ুন: চাঁদের আরও কাছাকাছি ‘বিক্রম’, পাঠাল চন্দ্রপৃষ্ঠের একাধিক ছবি

কাদা এবং জল পরীক্ষায় সফল: জিএম রাজীব শর্মা বলেন, "সামরিক কর্মীরা যখন অপারেশনে থাকে, তখন তারা তাদের অস্ত্রের উপর সবচেয়ে বেশি নির্ভর করে। আমরা কাদা এবং জলেও পরীক্ষা করে নিয়েছি ৷ এই ধরনের পরীক্ষায় সম্পূর্ণরূপে সফল হয়েছে প্রবাল।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.