ETV Bharat / bharat

জানুয়ারি মাসে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করেছে ভারত

করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজ়েনের ঘাটতি চরমে ৷ অক্সিজ়েন না পেয়ে বহু রোগী মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে এবার চমকে দেওয়া তথ্য সামনে এসেছে ৷ গত বছর জানুয়ারি মাসে ভারত থেকে যে পরিমাণ অক্সিজ়েন বিদেশে গেছে, তার থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন 2021-র জানুয়ারি মাসে বিদেশে রফতানি করা হয়েছে ৷

author img

By

Published : Apr 21, 2021, 6:24 PM IST

india-export-more-than-700-per-cent-oxygen-in-january
জানুয়ারি মাসে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করেছে ভারত

নয়াদিল্লি, 21 এপ্রিল : গত বছরের তুলনায় 2021’র জানুয়ারি মাসে ভারত থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করা হয়েছে ৷ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে ৷ যেখানে 2020 সালের এপ্রিল মাস থেকে জানুয়ারি 2021 সাল পর্যন্ত মোট 9 হাজার মেট্রিক টন অক্সিজ়েন বিদেশে পাঠানো হয়েছে ৷ দেশে অক্সিজ়েনের ব্যাপক আকালের মধ্যে অক্সিজ়েন রফতানির এই পরিসংখ্যান চোখ কপালে তুলেছে চিকিৎসকমহলের ৷

করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজ়েনের ঘাটতি চরমে ৷ অক্সিজ়েন না পেয়ে বহু রোগী মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে এবার চমকে দেওয়া তথ্য সামনে এসেছে ৷ গত বছর জানুয়ারি মাসে ভারত থেকে যে পরিমাণ অক্সিজ়েন বিদেশে গেছে, তার থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন 2021-র জানুয়ারি মাসে বিদেশে রফতানি করা হয়েছে ৷ 2020 অর্থবর্ষে ভারত থেকে মাত্র 4 হাজার 500 মেট্রিক টন অক্সিজ়েন রফতানি হয়েছিল বিদেশে ৷ কিন্তু, তারপর থেকে গত কয়েক মাসে সেই সংখ্যাটা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, গত বছর জানুয়ারি মাসে ভারত মাত্র 308 মেট্রিক টন অক্সিজ়েন বিদেশের বাজারে বিক্রি করেছে ৷ সেখানে এক বছর পর 2021 সালের জানুয়ারিতে অক্সিজ়েন বিক্রির হার 734 শতাংশ বেড়েছে ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশের পর দিল্লির হাসপাতালে পৌঁছাল অক্সিজেন

2020 সালের ডিসেম্বর মাসে ভারত থেকে 2193 মেট্রিক টন অক্সিজ়েন বিদেশে রফতানি করা হয়েছে ৷ যা 2019-র ডিসেম্বরের থেকে 308 শতাংশ বেশি ৷ এই বিপুল পরিমাণ অক্সিজ়েন বিদেশে বিক্রি নিয়েই এবার প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল ৷ এমনকি কেন্দ্রের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন তুলেছে দিল্লি আদালত ৷ গতকাল কেন্দ্রের তরফে বলা হয়েছিল স্বাস্থ্য ক্ষেত্রে অক্সিজ়েনের ঘাটতি কমাতে 22 এপ্রিল থেকে যেসব শিল্পে তরল অক্সিজ়েন প্রয়োজন তা আর ব্যবহার করা যাবে না ৷ কেন্দ্রের সেই সিদ্ধান্তের সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট ৷ আদালতের তরফে বলা হয়েছে, ‘‘আজকে থেকেই এই সিদ্ধান্ত কেন কার্যকর হবে না? কেন 22 এপ্রিল পর্যন্ত আমরা অপেক্ষা করব? জীবন তার জন্য থেমে থাকবে ৷ আপনারা কি রোগীর কাছে গিয়ে বলবেন 22 এপ্রিল পর্যন্ত অক্সিজ়েনের জন্য অপেক্ষা করুন ! অর্থনৈতিক স্বার্থ মনুষের জীবনের থেকে বড় হতে পারে না ৷ যেখানে আমরা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷’’

নয়াদিল্লি, 21 এপ্রিল : গত বছরের তুলনায় 2021’র জানুয়ারি মাসে ভারত থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন বিদেশে রফতানি করা হয়েছে ৷ কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী এমনটাই জানা গিয়েছে ৷ যেখানে 2020 সালের এপ্রিল মাস থেকে জানুয়ারি 2021 সাল পর্যন্ত মোট 9 হাজার মেট্রিক টন অক্সিজ়েন বিদেশে পাঠানো হয়েছে ৷ দেশে অক্সিজ়েনের ব্যাপক আকালের মধ্যে অক্সিজ়েন রফতানির এই পরিসংখ্যান চোখ কপালে তুলেছে চিকিৎসকমহলের ৷

করোনা পরিস্থিতিতে দেশে অক্সিজ়েনের ঘাটতি চরমে ৷ অক্সিজ়েন না পেয়ে বহু রোগী মারা যাচ্ছেন ৷ এই পরিস্থিতিতে এবার চমকে দেওয়া তথ্য সামনে এসেছে ৷ গত বছর জানুয়ারি মাসে ভারত থেকে যে পরিমাণ অক্সিজ়েন বিদেশে গেছে, তার থেকে 700 শতাংশ বেশি অক্সিজ়েন 2021-র জানুয়ারি মাসে বিদেশে রফতানি করা হয়েছে ৷ 2020 অর্থবর্ষে ভারত থেকে মাত্র 4 হাজার 500 মেট্রিক টন অক্সিজ়েন রফতানি হয়েছিল বিদেশে ৷ কিন্তু, তারপর থেকে গত কয়েক মাসে সেই সংখ্যাটা দ্বিগুণের বেশি হয়ে গিয়েছে ৷ জানা গিয়েছে, গত বছর জানুয়ারি মাসে ভারত মাত্র 308 মেট্রিক টন অক্সিজ়েন বিদেশের বাজারে বিক্রি করেছে ৷ সেখানে এক বছর পর 2021 সালের জানুয়ারিতে অক্সিজ়েন বিক্রির হার 734 শতাংশ বেড়েছে ৷

আরও পড়ুন : হাইকোর্টের নির্দেশের পর দিল্লির হাসপাতালে পৌঁছাল অক্সিজেন

2020 সালের ডিসেম্বর মাসে ভারত থেকে 2193 মেট্রিক টন অক্সিজ়েন বিদেশে রফতানি করা হয়েছে ৷ যা 2019-র ডিসেম্বরের থেকে 308 শতাংশ বেশি ৷ এই বিপুল পরিমাণ অক্সিজ়েন বিদেশে বিক্রি নিয়েই এবার প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল ৷ এমনকি কেন্দ্রের ভূমিকা নিয়েও এবার প্রশ্ন তুলেছে দিল্লি আদালত ৷ গতকাল কেন্দ্রের তরফে বলা হয়েছিল স্বাস্থ্য ক্ষেত্রে অক্সিজ়েনের ঘাটতি কমাতে 22 এপ্রিল থেকে যেসব শিল্পে তরল অক্সিজ়েন প্রয়োজন তা আর ব্যবহার করা যাবে না ৷ কেন্দ্রের সেই সিদ্ধান্তের সমালোচনা করেছে দিল্লি হাইকোর্ট ৷ আদালতের তরফে বলা হয়েছে, ‘‘আজকে থেকেই এই সিদ্ধান্ত কেন কার্যকর হবে না? কেন 22 এপ্রিল পর্যন্ত আমরা অপেক্ষা করব? জীবন তার জন্য থেমে থাকবে ৷ আপনারা কি রোগীর কাছে গিয়ে বলবেন 22 এপ্রিল পর্যন্ত অক্সিজ়েনের জন্য অপেক্ষা করুন ! অর্থনৈতিক স্বার্থ মনুষের জীবনের থেকে বড় হতে পারে না ৷ যেখানে আমরা একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.