ETV Bharat / bharat

দেশে করোনা আক্রান্তের দৈনিক সংখ্যা কমে হল 9.54 শতাংশ - দেশে করোনা আক্রান্তের দৈনিক হার কমে দাঁড়াল 9.54 শতাংশে

গত 10 মে-র পর থেকে করোনার সংক্রমণ ক্রমশ কমতে শুরু করেছে ৷ সারা দেশে এখনও পর্যন্ত 89.26 শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷

দেশে করোনা আক্রান্তের দৈনিক হার কমে দাঁড়াল 9.54 শতাংশে
দেশে করোনা আক্রান্তের দৈনিক হার কমে দাঁড়াল 9.54 শতাংশে
author img

By

Published : May 25, 2021, 7:21 PM IST

নয়াদিল্লি, 25 মে : ভারতে করোনা আক্রান্তের হার কমে দাঁড়াল 9.54 শতাংশে ৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় ভারতে নতুন করে 1 লক্ষ 96 হাজার 427 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সুস্থ হয়েছেন 3 লক্ষ 26 হাজার 850 জন ৷

উল্লেখ্য, গত 10 মে-র পর থেকে করোনার সংক্রমণ ক্রমশ কমতে শুরু করেছে ৷ সারা দেশে এখনও পর্যন্ত 89.26 শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এখনও পর্যন্ত 19 কোটি 85 লক্ষ 38 হাজার 999 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত এই রিপোর্টই হাতে এসেছে স্বাস্থ্যমন্ত্রকের কাছে ৷

গত 1 মে থেকে 18 থেকে 44 বছর পর্যন্ত বয়সীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় এই বয়সীদের করোনা টিকা দেওয়ার কাজ সবচেয়ে বেশি হয়েছে ৷ এই সংখ্যাটা হল 12.82 লক্ষ ৷

আরও পড়ুন : তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা

নয়াদিল্লি, 25 মে : ভারতে করোনা আক্রান্তের হার কমে দাঁড়াল 9.54 শতাংশে ৷ মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে একথা জানানো হয়েছে ৷ গত 24 ঘণ্টায় ভারতে নতুন করে 1 লক্ষ 96 হাজার 427 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ সুস্থ হয়েছেন 3 লক্ষ 26 হাজার 850 জন ৷

উল্লেখ্য, গত 10 মে-র পর থেকে করোনার সংক্রমণ ক্রমশ কমতে শুরু করেছে ৷ সারা দেশে এখনও পর্যন্ত 89.26 শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়েছেন ৷

অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে এখনও পর্যন্ত 19 কোটি 85 লক্ষ 38 হাজার 999 ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে ৷ মঙ্গলবার সকাল 7টা পর্যন্ত এই রিপোর্টই হাতে এসেছে স্বাস্থ্যমন্ত্রকের কাছে ৷

গত 1 মে থেকে 18 থেকে 44 বছর পর্যন্ত বয়সীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় এই বয়সীদের করোনা টিকা দেওয়ার কাজ সবচেয়ে বেশি হয়েছে ৷ এই সংখ্যাটা হল 12.82 লক্ষ ৷

আরও পড়ুন : তৃতীয় দফায় করোনার টিকাকরণে প্রস্তুত তেলেঙ্গানা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.