ETV Bharat / bharat

Israel-Hamas war: ইজরায়েল-গাজা যুদ্ধে ভারতের অবস্থান 'দুই রাষ্ট্র সমাধান' নীতিতেই - Jaishankar for two state solution

Jaishankar for two state solution: বরাবরই পরারষ্ট্র নীতিতে ভারসাম্য বজায় রেখেছে ভারত । রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময়ও নিরপেক্ষ থেকেই সমাধানের পথে যাওয়ার কথা বলেছিলেন মোদির বিদেশমন্ত্রী। ইজরায়েল-গাজা যুদ্ধেও সেই ভারসাম্য বজায় রাখলেন জয়শঙ্কর ।

Israel-Hamas war
ইজরায়েল-গাজা যুদ্ধে ভারতের অবস্থান
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 5:43 PM IST

Updated : Nov 3, 2023, 6:42 PM IST

নয়াদিল্লি, 3 নভেম্বর: যুদ্ধ বন্ধ হওয়ার একমাত্র পথ সরাসরি আলোচনা । সেক্ষেত্রে ভারতের অবস্থান 'দুই রাষ্ট্র সমাধান' নীতিতেই । ইজরায়েল-গাজার যুদ্ধে স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের ।

বর্তমানে ইতালি সফরে মন্ত্রী। রোমে ইতালির বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় ইজরায়েল-গাজা যুদ্ধে ভারতের অবস্থানকে স্পষ্ট করেন তিনি । জয়শঙ্কর সাফ বললেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বরাবর স্পষ্ট । পাশাপশি প্যালেস্তাইনের নাগরিকদের অধিকার নিয়েও ভারত চিন্তিত । এই যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ দু’দেশের মধ্যে সরাসরি আলোচনা, 'দুই রাষ্ট্র সমাধান' নীতি।"

ইজরায়েল-গাজা নিয়ে ভারত ঠিক কার পক্ষে, এই নিয়ে জল্পনা ছিলই । সেই জল্পনার অবসান ঘটালেন মোদির বিদেশ মন্ত্রী । বজায় রাখলেন ভারতের পরিচিত ভারসাম্যের বিদেশ নীতি । যেখানে জয়শঙ্কর বললেন, "7 অক্টোবর ইজয়ারায়েলেক উপর হামাসের আক্রমণ বড়সড় সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসী হামলার জবাবেই গাজার উপর পালটা হামলা, যা এখন দুই দেশের সার্বিক পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, এই সমস্যার একমাত্র সমাধান আলোচনা, দুই দেশকেই নিতে হবে অভ্যন্তরীন উদ্যোগ।"

জয়শঙ্কর জানান, যুদ্ধ শেষে শান্তি স্থাপনে এগোতে হবে দুই দেশকেই । সমাধানের পথ খুঁজতে হবে আলোচনায় । যুদ্ধ ও সন্ত্রাসবাদের কোনওদিনই সমাধান পথ নয় । ভারত তাই দুই দেশের জ্বলন্ত পরিস্থিতিকে মাথায় রেখে মানবিকতার পথকেই বেছে নিচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "ইতালির মতোই ভারত গাজায় ত্রাণ পাঠিয়েছে"।

আরও পড়ুন:ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদন করল মার্কিন হাউস, ভেটো দেবেন বাইডেন

জয়শঙ্করের বক্তব্যে আরও একটি বিষয় গুরুত্ব পাচ্ছে । তিনি স্পষ্ট করেছেন সন্ত্রাসবাদ যেমন বরদাস্ত নয়, তেমনই প্যালেস্তাইনের সমস্যার সমাধানের পথও খুঁজে বার করতে হবে । অর্থাৎ, নেতানিয়াহুর যুদ্ধ নীতিকে পরোক্ষ ভাবে সমর্থন করছেন না জয়শঙ্কর বলে মনে করছে কূটনৈতিক মহল । যদিও, এক টেবিলে ইজরায়েল-প্যালেস্তাইনে আসার যে বার্তা ভারত দিচ্ছে, তা কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, অতিতেও দুই দেশ সমাধানের পথে গেলেও হিংসা থামেনি । 2014 ,2018,2019 সালে দফায় দফায় অশান্ত হয়েছে দুই দেশ । বহু মৃত্যুর সাক্ষী হয়েছে প্যালেস্তাইন । এবারের যুদ্ধে আরও আগ্রাসী বলেই মনে করা হচ্ছে । ভারত আলোচনার কথা বললেও তা বাস্তবে কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।

নয়াদিল্লি, 3 নভেম্বর: যুদ্ধ বন্ধ হওয়ার একমাত্র পথ সরাসরি আলোচনা । সেক্ষেত্রে ভারতের অবস্থান 'দুই রাষ্ট্র সমাধান' নীতিতেই । ইজরায়েল-গাজার যুদ্ধে স্পষ্ট বার্তা বিদেশমন্ত্রী জয়শঙ্করের ।

বর্তমানে ইতালি সফরে মন্ত্রী। রোমে ইতালির বিদেশমন্ত্রীর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনের সময় ইজরায়েল-গাজা যুদ্ধে ভারতের অবস্থানকে স্পষ্ট করেন তিনি । জয়শঙ্কর সাফ বললেন, "সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান বরাবর স্পষ্ট । পাশাপশি প্যালেস্তাইনের নাগরিকদের অধিকার নিয়েও ভারত চিন্তিত । এই যুদ্ধ বন্ধ করার একমাত্র পথ দু’দেশের মধ্যে সরাসরি আলোচনা, 'দুই রাষ্ট্র সমাধান' নীতি।"

ইজরায়েল-গাজা নিয়ে ভারত ঠিক কার পক্ষে, এই নিয়ে জল্পনা ছিলই । সেই জল্পনার অবসান ঘটালেন মোদির বিদেশ মন্ত্রী । বজায় রাখলেন ভারতের পরিচিত ভারসাম্যের বিদেশ নীতি । যেখানে জয়শঙ্কর বললেন, "7 অক্টোবর ইজয়ারায়েলেক উপর হামাসের আক্রমণ বড়সড় সন্ত্রাসবাদ, সেই সন্ত্রাসী হামলার জবাবেই গাজার উপর পালটা হামলা, যা এখন দুই দেশের সার্বিক পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে, এই সমস্যার একমাত্র সমাধান আলোচনা, দুই দেশকেই নিতে হবে অভ্যন্তরীন উদ্যোগ।"

জয়শঙ্কর জানান, যুদ্ধ শেষে শান্তি স্থাপনে এগোতে হবে দুই দেশকেই । সমাধানের পথ খুঁজতে হবে আলোচনায় । যুদ্ধ ও সন্ত্রাসবাদের কোনওদিনই সমাধান পথ নয় । ভারত তাই দুই দেশের জ্বলন্ত পরিস্থিতিকে মাথায় রেখে মানবিকতার পথকেই বেছে নিচ্ছে। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "ইতালির মতোই ভারত গাজায় ত্রাণ পাঠিয়েছে"।

আরও পড়ুন:ইজরায়েলকে 14.5 বিলিয়ন ডলার সামরিক সহায়তা অনুমোদন করল মার্কিন হাউস, ভেটো দেবেন বাইডেন

জয়শঙ্করের বক্তব্যে আরও একটি বিষয় গুরুত্ব পাচ্ছে । তিনি স্পষ্ট করেছেন সন্ত্রাসবাদ যেমন বরদাস্ত নয়, তেমনই প্যালেস্তাইনের সমস্যার সমাধানের পথও খুঁজে বার করতে হবে । অর্থাৎ, নেতানিয়াহুর যুদ্ধ নীতিকে পরোক্ষ ভাবে সমর্থন করছেন না জয়শঙ্কর বলে মনে করছে কূটনৈতিক মহল । যদিও, এক টেবিলে ইজরায়েল-প্যালেস্তাইনে আসার যে বার্তা ভারত দিচ্ছে, তা কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, অতিতেও দুই দেশ সমাধানের পথে গেলেও হিংসা থামেনি । 2014 ,2018,2019 সালে দফায় দফায় অশান্ত হয়েছে দুই দেশ । বহু মৃত্যুর সাক্ষী হয়েছে প্যালেস্তাইন । এবারের যুদ্ধে আরও আগ্রাসী বলেই মনে করা হচ্ছে । ভারত আলোচনার কথা বললেও তা বাস্তবে কতটা সম্ভব সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ।

Last Updated : Nov 3, 2023, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.