ETV Bharat / bharat

Navy Day 2022: নৌবাহিনী দিবসে বাহিনীকে কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর

রবিবার পালিত হচ্ছে নৌবাহিনী দিবস (Navy Day 2022) ৷ টুইটে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর ৷ বিশাখাপত্তনমের অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি ৷

India celebrates Navy Day 2022
Navy Day 2022: নৌ দিবসে নৌসেনাদের কুর্নিশ প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীর
author img

By

Published : Dec 4, 2022, 1:01 PM IST

Updated : Dec 4, 2022, 1:54 PM IST

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: নৌ দিবসে (Navy Day 2022) ভারতীয় নৌ সেনার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এদিন তিনি বলেন, দেশের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ বহু প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় নৌসেনার সদস্যরা এই দায়িত্ব পালন করে চলেছেন ৷ প্রসঙ্গত, প্রতিবছর 4 ডিসেম্বর দিনটি ভারতে নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় ৷ 1971 সালে ভারত-পাক যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌসেনার অবদানকে স্বীকৃতি দিতে এবং সার্বিকভাবে নৌসেনাকে কুর্নিশ জানাতেই এই দিনটি পালন করা হয় ৷

এদিন নৌবাহিনী দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেন মোদি ৷ একইসঙ্গে, নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ৷ মোদি লেখেন, "নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নৌসেনা সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের আমার অভিনন্দন ৷ আমরা ভারতীয়রা আমাদের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত ৷ ভারতীয় নৌবাহিনী দৃঢ়ভাবে আমাদের জাতিকে রক্ষা করছে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাঁদের মানবিক চেতনা তাঁদের স্বতন্ত্র করে তুলেছে ৷"

  • Best wishes on Navy Day to all navy personnel and their families. We in India are proud of our rich maritime history. The Indian Navy has steadfastly protected our nation and has distinguished itself with its humanitarian spirit during challenging times. pic.twitter.com/nGxoWxVLaz

    — Narendra Modi (@narendramodi) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হায়দরাবাদ পেল দেশের মধ্যে প্রথম গোল্ড এটিএম

নৌবাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) ৷ তাঁর বার্তা, "নৌবাহিনী দিবসে ভারতীয় নৌসেনার প্রত্যেক সদস্যকে আমার অভিনন্দন ৷ ভারতকে সুরক্ষিত রাখতে নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ জলসীমায় দেশকে নিরাপত্তা দিতে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ ভারতীয় নৌবাহিনীর প্রত্যেক নাবিকের সাহস, দায়বদ্ধতা এবং পেশাদারিত্বের জন্য সারা দেশ গর্বিত ৷"

  • Greetings to all @IndianNavy personnel on #NavyDay. The Indian Navy is at the forefront of keeping our country safe by ensuring impeccable maritime security. The nation is proud of Indian Navy’s valour, courage, commitment and professionalism. pic.twitter.com/3UA77vBIH1

    — Rajnath Singh (@rajnathsingh) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী দিবস (Indian Navy Day 2022) পালন করা হবে ৷ সেই অনুষ্ঠানের আয়োজন করবে ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড ৷ উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি তথা তিন সশস্ত্রবাহিনীর প্রধান দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ গত শুক্রবারই সরকারিভাবে একথা ঘোষণা করা হয়েছিল ৷ প্রসঙ্গত, গত জুলাই মাসে ভারতের সাংবিধানিক প্রধানের পদে শপথ নেওয়ার পর এই প্রথম দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন দ্রৌপদী ৷ নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌসেনার নানা অবদানের কথা স্মরণ করেছেন বাহিনীর প্রধান চিফ ন্যাভাল স্টাফ অ্য়াডমিরাল আর হরি কুমারও (Admiral Radhakrishnan Hari Kumar) ৷

নয়াদিল্লি, 4 ডিসেম্বর: নৌ দিবসে (Navy Day 2022) ভারতীয় নৌ সেনার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ এদিন তিনি বলেন, দেশের নিরাপত্তায় ভারতীয় নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ বহু প্রতিকূলতা সত্ত্বেও ভারতীয় নৌসেনার সদস্যরা এই দায়িত্ব পালন করে চলেছেন ৷ প্রসঙ্গত, প্রতিবছর 4 ডিসেম্বর দিনটি ভারতে নৌবাহিনী দিবস হিসাবে পালন করা হয় ৷ 1971 সালে ভারত-পাক যুদ্ধ চলাকালীন ভারতীয় নৌসেনার অবদানকে স্বীকৃতি দিতে এবং সার্বিকভাবে নৌসেনাকে কুর্নিশ জানাতেই এই দিনটি পালন করা হয় ৷

এদিন নৌবাহিনী দিবস উপলক্ষে টুইটে শুভেচ্ছাবার্তা দেন মোদি ৷ একইসঙ্গে, নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি ৷ মোদি লেখেন, "নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতের প্রত্যেক নৌসেনা সদস্য এবং তাঁদের পরিবারের সদস্যদের আমার অভিনন্দন ৷ আমরা ভারতীয়রা আমাদের সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের জন্য গর্বিত ৷ ভারতীয় নৌবাহিনী দৃঢ়ভাবে আমাদের জাতিকে রক্ষা করছে এবং প্রতিটি চ্যালেঞ্জের মুহূর্তে তাঁদের মানবিক চেতনা তাঁদের স্বতন্ত্র করে তুলেছে ৷"

  • Best wishes on Navy Day to all navy personnel and their families. We in India are proud of our rich maritime history. The Indian Navy has steadfastly protected our nation and has distinguished itself with its humanitarian spirit during challenging times. pic.twitter.com/nGxoWxVLaz

    — Narendra Modi (@narendramodi) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: হায়দরাবাদ পেল দেশের মধ্যে প্রথম গোল্ড এটিএম

নৌবাহিনী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও (Rajnath Singh) ৷ তাঁর বার্তা, "নৌবাহিনী দিবসে ভারতীয় নৌসেনার প্রত্যেক সদস্যকে আমার অভিনন্দন ৷ ভারতকে সুরক্ষিত রাখতে নৌবাহিনীর ভূমিকা অপরিসীম ৷ জলসীমায় দেশকে নিরাপত্তা দিতে তারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে ৷ ভারতীয় নৌবাহিনীর প্রত্যেক নাবিকের সাহস, দায়বদ্ধতা এবং পেশাদারিত্বের জন্য সারা দেশ গর্বিত ৷"

  • Greetings to all @IndianNavy personnel on #NavyDay. The Indian Navy is at the forefront of keeping our country safe by ensuring impeccable maritime security. The nation is proud of Indian Navy’s valour, courage, commitment and professionalism. pic.twitter.com/3UA77vBIH1

    — Rajnath Singh (@rajnathsingh) December 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, রবিবার বিশাখাপত্তনমে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী দিবস (Indian Navy Day 2022) পালন করা হবে ৷ সেই অনুষ্ঠানের আয়োজন করবে ইস্টার্ন ন্যাভাল কম্যান্ড ৷ উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি তথা তিন সশস্ত্রবাহিনীর প্রধান দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu) ৷ গত শুক্রবারই সরকারিভাবে একথা ঘোষণা করা হয়েছিল ৷ প্রসঙ্গত, গত জুলাই মাসে ভারতের সাংবিধানিক প্রধানের পদে শপথ নেওয়ার পর এই প্রথম দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন দ্রৌপদী ৷ নৌবাহিনী দিবস উপলক্ষে ভারতীয় নৌসেনার নানা অবদানের কথা স্মরণ করেছেন বাহিনীর প্রধান চিফ ন্যাভাল স্টাফ অ্য়াডমিরাল আর হরি কুমারও (Admiral Radhakrishnan Hari Kumar) ৷

Last Updated : Dec 4, 2022, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.