মুম্বই, 1 সেপ্টেম্বর: বিরোধী 'ইন্ডিয়া' জোটের তৃতীয় বৈঠকের শেষ দিন শুক্রবার ৷ এর আগে বৃহস্পতিবার মুম্বইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে আয়োজিত এই বৈঠকে যোগ দিয়েছিল 28টি বিজেপি বিরোধী দল ৷ সূত্রের খবর, এদিনের এই বৈঠকে বিভিন্ন রাজ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা হতে পারে ৷ পাশাপাশি জোটের আহ্বায়কের নামও ঘোষণার সম্ভাবনা রয়েছে ৷ ইতিমধ্যে চেয়ারপার্সন হিসেবে বর্ষীয়ান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম উঠে এসেছে ৷
বৈঠকের প্রথম দিনে 'ইন্ডিয়া' জোট আসন্ন লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরের রণকৌশল নিয়ে আলোচনা করেছে বলে খবর ৷ জোটের লোগো প্রকাশের কথা জানা গেলেও, আজ সদস্যদের মধ্যে এ নিয়ে মতভেদ দেখা দেয় ৷ তাই শুক্রবার 'ইন্ডিয়া' জোটের লোগো প্রকাশিত হল না ৷
আজ 11 জন সদস্য নিয়ে গঠিত কোঅর্ডিনেশন কমিটির ঘোষণা হতে পারে। লোকসভা নির্বাচনে বিভিন্ন রাজ্যে জোটের সদস্য দলগুলি কীভাবে আসন ভাগাভাগি করবে, সে বিষয়েও নিজেদের মধ্যে আলোচনা করবে বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: 'আমাদের হাতে সময় কম', মুম্বইয়ে প্রথম দিনের বৈঠক শেষে আশংকা প্রকাশ মমতার
বাণিজ্য নগরীতে 'ইন্ডিয়া' জোটের এই বৈঠকের অন্যতম প্রধান আয়োজক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা ৷ বৈঠকে 'ইন্ডিয়া' জোটের নেতাদের জন্য নৈশভোজের আয়োজন করেছিলেন তিনি ৷ গতকাল মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব সাংবাদিকদের বলেন, "ভালো বৈঠক হয়েছে ৷ আপনারা আগামিকাল বিস্তারিত জানতে পারবেন ৷"
এদিন বৈঠক শুরুর আগেই 'ইন্ডিয়া' জোটের ব্যানারে সাংবাদিক বৈঠক করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আদানি ইস্যুতে আক্রমণ করেন তিনি ৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন উদ্ধব ঠাকরে-পুত্র আদিত্য ঠাকরে ৷ রাহুলকে আদিত্য এবং উদ্ধব শিবসেনা শিবিরের সাংসদ সঞ্জয় রাউতের সঙ্গে আলোচনা করতে দেখা যায় ৷ তাঁদের সঙ্গে ছিলেন শিবসেনা প্রধান শরদ পাওয়ারের মেয়ে সাংসদ সুপ্রিয়া সুলে, এনসিপি নেতা জয়ন্ত প্যাটেল ৷
বৈঠকের আগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি প্রধান শরদ পাওয়ার ও উদ্ধব ঠাকরেও খোশমেজাজে একে অপরের সঙ্গে গল্প করছিলেন ৷ গ্র্যান্ড হায়াত হোটেলে একে একে হাজির হন কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এমকে স্ট্যলিন, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় লোক দলের প্রধান জয়ন্ত চৌধরী ৷
আরও পড়ুন: ইগো ভুলে বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটে সামিল হওয়ার আহ্বান লালুর
বিরোধী শিবিরের দ্বিতীয় বৈঠক হয় কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ 17-18 জুলাই এই বৈঠকে অংশ নেয় 26টি অ-বিজেপি দল ৷ এবার মুম্বইয়ের বৈঠকে আরও দু'টি দল যোগ দিয়েছে ৷ উত্তরপূর্বের তিনটি রাজনৈতিক দলও 'ইন্ডিয়া' জোটের অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে ৷