ETV Bharat / bharat

Thomas Cup : থমাস কাপে ইতিহাস, সোনা জিতল ভারত - india bag historic gold in thomas cup

থমাস কাপে ইতিহাস গড়ল ভারত ৷ প্রথমবার সোনা এল দেশে (India win gold in Thomas Cup) ৷

Thomas Cup News
থমাস কাপে ইতিহাস
author img

By

Published : May 15, 2022, 3:30 PM IST

Updated : May 15, 2022, 7:42 PM IST

ব্যাংকক, 15 মে : 73 বছরে প্রথমবার ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ ' (India win Thomas Cup) ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়ে ইতিহাস গড়লেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷

ফাইনালে তৃতীয় ম্যাচে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ ইতিহাস গড়তে মূল্যবান অবদান রাখলেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ৷ ইতিহাস গড়ার ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ৷

গ্যালারি থেকে ক্রমাগত ভেসে আসছিল ‘ভারত মাতা কী জয়’ চিৎকার ৷ যা ভারতীয় শাটলারদের অ্যাড্রিনালিন ক্ষরণ কার্যত দ্বিগুণ করে দিয়েছিল ৷ যার ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপট দেখালেন লক্ষ্য, শ্রীকান্তরা ৷ এদিন প্রথম ম্যাচে চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ প্রথম গেমে 21-8 ব্যবধানে উত্তরাখণ্ডি শাটলারকে উড়িয়ে দেন জিনটিং ৷ বিমল কুমারের পরামর্শ নিয়ে সেখান থেকে ম্যাচে ফেরেন লক্ষ্য ৷ দ্বিতীয় গেম জেতেন 21-17 তে ৷ 21-16 পয়েন্টে শেষ গেম জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি ৷

  • The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.

    — Narendra Modi (@narendramodi) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় ম্যাচে মহম্মদ এহসান-কেভিন সুকামুলজো জুটির সামনে পড়েছিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি ৷ 21-18 পয়েন্টে প্রথম গেম হেরে যান ভারতীয় জুটি ৷ 23-21 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরেন সাত্বিকসাইরাজ-চিরাগ ৷ ভারতীয় শাটলাররা তৃতীয় গেম জেতেন 21-19 ব্যবধানে ৷

  • Congratulations to our Indian Men's Badminton Team on the historic Thomas Cup win 🏆
    This day will be etched in the sporting memory of every Indian.

    With this feat, our boys have captured the imagination of the entire nation🇮🇳 https://t.co/iBhf0vsuQd pic.twitter.com/Nc0kGFfIRk

    — Kiren Rijiju (@KirenRijiju) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : এশীয় ব্যাডমিন্টনে শেষ সিন্ধু গর্জন, ব্রোঞ্জ নিয়ে ফিরছেন হায়দরাবাদি

তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভারতীয় তারকা চলতি টুর্নামেন্টে একটি গেমও হারেননি ৷ ফাইনালেও সেই দাপটই বজায় রাখলেন ৷ স্ট্রেট সেটে (21-15, 23-21) ম্যাচ জেতায় ইতিহাসে নাম তুলল ভারত ৷

ব্যাংকক, 15 মে : 73 বছরে প্রথমবার ৷ পুরুষদের ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপে (দলগত) সোনা জিতল ভারত ৷ যার পোশাকি নাম 'থমাস কাপ ' (India win Thomas Cup) ৷ 14 বারের চ্যাম্পিয়ন ইন্দোনেশিয়াকে ফাইনালে ‘উড়িয়ে’ দিয়ে ইতিহাস গড়লেন এইচ এস প্রণয়, সাত্বিকসাইরাজ, কিদাম্বি শ্রীকান্তরা ৷

ফাইনালে তৃতীয় ম্যাচে বিশ্বের 8 নম্বর জোনাথন খ্রিস্টিকে হারিয়ে দেশকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রাখলেন কিদাম্বি শ্রীকান্ত ৷ ইতিহাস গড়তে মূল্যবান অবদান রাখলেন লক্ষ্য সেন এবং সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি/চিরাগ শেট্টি জুটি ৷ ইতিহাস গড়ার ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী কিরেণ রিজিজু ৷

গ্যালারি থেকে ক্রমাগত ভেসে আসছিল ‘ভারত মাতা কী জয়’ চিৎকার ৷ যা ভারতীয় শাটলারদের অ্যাড্রিনালিন ক্ষরণ কার্যত দ্বিগুণ করে দিয়েছিল ৷ যার ফলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দাপট দেখালেন লক্ষ্য, শ্রীকান্তরা ৷ এদিন প্রথম ম্যাচে চাপে পড়ে গিয়েছিলেন লক্ষ্য সেন ৷ প্রথম গেমে 21-8 ব্যবধানে উত্তরাখণ্ডি শাটলারকে উড়িয়ে দেন জিনটিং ৷ বিমল কুমারের পরামর্শ নিয়ে সেখান থেকে ম্যাচে ফেরেন লক্ষ্য ৷ দ্বিতীয় গেম জেতেন 21-17 তে ৷ 21-16 পয়েন্টে শেষ গেম জিতে ভারতকে 1-0 এগিয়ে দেন তিনি ৷

  • The Indian badminton team has scripted history! The entire nation is elated by India winning the Thomas Cup! Congratulations to our accomplished team and best wishes to them for their future endeavours. This win will motivate so many upcoming sportspersons.

    — Narendra Modi (@narendramodi) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দ্বিতীয় ম্যাচে মহম্মদ এহসান-কেভিন সুকামুলজো জুটির সামনে পড়েছিলেন সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি-চিরাগ শেট্টি ৷ 21-18 পয়েন্টে প্রথম গেম হেরে যান ভারতীয় জুটি ৷ 23-21 পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচে ফেরেন সাত্বিকসাইরাজ-চিরাগ ৷ ভারতীয় শাটলাররা তৃতীয় গেম জেতেন 21-19 ব্যবধানে ৷

  • Congratulations to our Indian Men's Badminton Team on the historic Thomas Cup win 🏆
    This day will be etched in the sporting memory of every Indian.

    With this feat, our boys have captured the imagination of the entire nation🇮🇳 https://t.co/iBhf0vsuQd pic.twitter.com/Nc0kGFfIRk

    — Kiren Rijiju (@KirenRijiju) May 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : এশীয় ব্যাডমিন্টনে শেষ সিন্ধু গর্জন, ব্রোঞ্জ নিয়ে ফিরছেন হায়দরাবাদি

তৃতীয় ম্যাচে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্ত ৷ ভারতীয় তারকা চলতি টুর্নামেন্টে একটি গেমও হারেননি ৷ ফাইনালেও সেই দাপটই বজায় রাখলেন ৷ স্ট্রেট সেটে (21-15, 23-21) ম্যাচ জেতায় ইতিহাসে নাম তুলল ভারত ৷

Last Updated : May 15, 2022, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.