নয়াদিল্লি, 9 সেপ্টেম্বর: ভারতের নেতৃত্বে জি20 শীর্ষ সম্মেলন একটি নতুন স্তরে পৌঁছেছে। গত কয়েক মাসে বিদেশী প্রতিনিধিদের কাছে দেশ যে, বৈচিত্র্য, সংস্কৃতি এবং দক্ষতা দেখিয়েছে তা অতুলনীয় ছিল, বলেই শনিবার জানালেন জার্মান দূতাবাসের মুখপাত্র সেবাস্তিয়ান ফুচস।
এদিন সেবাস্তিয়ান ফুচস ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে বলেন, "আমি অনেক বিশ্বনেতাকে দেখেছি যে শুধুমাত্র ওয়ার্কিং গ্রুপ মিটিং বা দ্বিপাক্ষিক বৈঠকের জন্য নয় ৷ তারা ভারতের দক্ষতা, উন্নয়ন, স্টার্ট-আপ কোম্পানি এবং ভারতের আধুনিক চেহারা দেখতে এবং দেশের ঐতিহ্য চাক্ষুষ করতে অতিরিক্ত কয়েক দিন সময় নেন।" সেবাস্তিয়ান ফুচস আরও যোগ করেছেন যে, "ভারত বিশ্বকে বহুমুখী বৈচিত্র্য দেখিয়েছে।" তাঁর কথায়, "আমরা খুব খুশি যে, ভারত তাদের জি20 অ্যাজেন্ডায় দৃঢ়তা এবং পরিবেশকে এতটা উচ্চ অগ্রাধিকার দিয়েছে। জার্মানি এবং ভারত উন্নয়নের অংশীদারিত্ব ভাগ করে নেয়। জার্মানি স্থায়ী উন্নয়নের জন্য ভারতের অন্যতম শক্তিশালী অংশীদার। প্রতি বছর জার্মানি 1.3 বিলিয়ন ইউরো এক্ষেত্রে দিয়ে থাকে। জলবায়ু পরিবর্তনকে সমর্থন করার জন্য সবুজায়নের বৃদ্ধি এবং জীববৈচিত্র্যকে সমর্থন করুন।"
জি20 সম্মেলনের জন্য নয়াদিল্লিতে জার্মান চ্যান্সেলর স্কল্ফজের আগমণের বিষয়ে মুখপাত্র বলেন, "এটি জার্মান সরকার এবং বিশ্বের জন্য ভারতের ক্রমবর্ধমান গুরুত্বকেই দর্শায়। ভারত জি20-এর যখন কেন্দ্রীয় পর্যায়ে ছিল তখন তা জার্মান বিদেশ নীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল ।" দিল্লিতে জি20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে একদিন আগেই এসে পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর । গত শনিবার জগিং করার সময় তাঁর মুখে আঘাতের পর 65 বছর বয়সী এই রাষ্ট্রনেতাকে নতুন চেহারায় দেখা গিয়েছে এই সামিটে। এই সপ্তাহের শুরুর দিকে, জার্মান চ্যান্সেলরও এক্স হ্যান্ডেলে (টুইট) একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে দেখা গিয়েছে তাঁর ডান চোখের উপর একটি বড় কালো ঢাকনা দিয়ে রেখেছেন । যার চারপাশে লাল স্ক্র্যাপ চিহ্নও দেখা যাচ্ছে।
আরও পড়ুন: পারস্পরিক সহযোগিতার ডাক, সন্ত্রাসবাদ নির্মূল করতে কড়া অবস্থান জি20 ভুক্ত দেশগুলির
এদিকে, জাতীয় রাজধানীতে শুরু হওয়া G20 শীর্ষ সম্মেলনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্ব নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি করমর্দন করেন এবং বিশ্বনেতাদের উষ্ণ আলিঙ্গন করেন। G20 শীর্ষ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর চালু করেছিলেন।