ETV Bharat / bharat

প্রতিরক্ষা ক্ষেত্রে বৃহত্তর পর্যায়ে সহযোগিতা, রাজনাথ-লয়েড বৈঠকে সিদ্ধান্ত

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত ও আমেরিকার সম্পর্ক আরও উন্নত করতে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব জেনারেল অস্টিন লয়েড ৷ যেখানে দু’দেশের সামরিক সম্পর্ক বাড়ানোয় আরও বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে ৷

india-and-the-us-focused-on-expanding-their-military-engagement
প্রতিরক্ষা ক্ষেত্রে বৃহত্তর পর্যায়ে সহযোগিতা, রাজনাথ-লয়েড বৈঠকে সিদ্ধান্ত
author img

By

Published : Mar 20, 2021, 4:44 PM IST

নয়াদিল্লি, 20 মার্চ : ভারত ও আমেরিকা তাদের সামরিক সম্পর্ক বাড়ানোয় আরও বেশি গুরুত্ব দেবে ৷ যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব জেনারেল লয়েড অস্টিন দু’দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ সেখানেই এই যোথ বিবৃতি দেওয়া হয়েছে ৷ তবে, শুধুই সামরিক সম্পর্কই নয়, দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে ৷

ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বৃহত্তর পর্যায়ে সহযোগিতা, তথ্য আদানপ্রদান এবং দুই দেশের মধ্যে সামরিক পণ্য সহযোগিতা নিয়ে ওই বিবৃতে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘‘আমরা দু’তরফের সামরিক সম্পর্ক আরও বৃহত্তর ক্ষেত্রে বাড়ানোয় গুরুত্ব দিচ্ছি ৷ তিনি আরও জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা স্তরের এই আলোচনা খুবই ‘‘ইতিবাচক এবং ফলপ্রসূ’’ হয়েছে বলে জানিয়েছেন রাজনাথ ৷ পাশাপাশি ভারত ও আমেরিকা বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর ৷ একই সঙ্গে ভারতের নয়া বিদেশি বিনিয়োগনীতি অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা শিল্পকে ভারতে স্বাগত জানিয়েছেন রাজনাথ সিং ৷

আরও পড়ুন : প্রতিরক্ষা খাতে গত 15 বছরের মধ্যে সর্বাধিক বরাদ্দ বাজেটে

প্রতিরক্ষা ছাড়াও দুই দেশ একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেছে ৷ যেখানে ভারত ও আমেরিকা ভারত মহাসাগর এবং আফ্রিকা কমান্ডে দুই দেশের সেনার সহযোগিতা বাড়ানোয় সহমত পোষণ করেছেন রাজনাথ এবং লয়েড ৷ পাশাপাশি সামরিক পণ্য আদানপ্রদানেও ভারত ও আমেরিকা একে অপরকে সহযোগিতা করবে বলে স্থির করা হয়েছে আজকের বৈঠকে ৷

নয়াদিল্লি, 20 মার্চ : ভারত ও আমেরিকা তাদের সামরিক সম্পর্ক বাড়ানোয় আরও বেশি গুরুত্ব দেবে ৷ যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষা সচিব জেনারেল লয়েড অস্টিন দু’দেশের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন ৷ সেখানেই এই যোথ বিবৃতি দেওয়া হয়েছে ৷ তবে, শুধুই সামরিক সম্পর্কই নয়, দুই দেশের একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে ৷

ভারত ও আমেরিকার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বৃহত্তর পর্যায়ে সহযোগিতা, তথ্য আদানপ্রদান এবং দুই দেশের মধ্যে সামরিক পণ্য সহযোগিতা নিয়ে ওই বিবৃতে উল্লেখ করা হয়েছে ৷ সেখানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, ‘‘আমরা দু’তরফের সামরিক সম্পর্ক আরও বৃহত্তর ক্ষেত্রে বাড়ানোয় গুরুত্ব দিচ্ছি ৷ তিনি আরও জানিয়েছেন, দুই দেশের প্রতিরক্ষা স্তরের এই আলোচনা খুবই ‘‘ইতিবাচক এবং ফলপ্রসূ’’ হয়েছে বলে জানিয়েছেন রাজনাথ ৷ পাশাপাশি ভারত ও আমেরিকা বিশ্বব্যাপী কৌশলগত অংশীদারিত্বের সম্ভাবনা নিয়ে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর ৷ একই সঙ্গে ভারতের নয়া বিদেশি বিনিয়োগনীতি অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষা শিল্পকে ভারতে স্বাগত জানিয়েছেন রাজনাথ সিং ৷

আরও পড়ুন : প্রতিরক্ষা খাতে গত 15 বছরের মধ্যে সর্বাধিক বরাদ্দ বাজেটে

প্রতিরক্ষা ছাড়াও দুই দেশ একাধিক দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা করেছে ৷ যেখানে ভারত ও আমেরিকা ভারত মহাসাগর এবং আফ্রিকা কমান্ডে দুই দেশের সেনার সহযোগিতা বাড়ানোয় সহমত পোষণ করেছেন রাজনাথ এবং লয়েড ৷ পাশাপাশি সামরিক পণ্য আদানপ্রদানেও ভারত ও আমেরিকা একে অপরকে সহযোগিতা করবে বলে স্থির করা হয়েছে আজকের বৈঠকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.