টোকিয়ো, 24 মে : আর্থিক বিনিয়োগের পরিমাণ বাড়াতে ও স্থায়ী অর্থনৈতিক উন্নতির স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া-সহ 12টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে সম্মল হল ভারত ৷ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলভুক্ত দেশগুলির সংগঠন ইন্দো-প্যাসিফিক ইকনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপেরিটি (আইপিইএফ) এর বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত গৃহীত হয় ৷ আন্তর্জাতিক এই মঞ্চের তরফে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, এই অঞ্চলের দেশগুলি পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করতেও সম্মত হয়েছে (Indo and Pacific nations pledge to promote free and fair trade) ৷
ভারত ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রুনেই, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম আইপিইএফ এর সদস্য ৷ এই গোষ্ঠীর সদস্যগুলির আলোচনায় মঙ্গলবার উঠে আসে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধির বিষয়টি ৷ উন্নয়নের স্বার্থে সদস্য দেশগুলি নিজেদের মধ্যে মুক্ত, নিরাপদ, সমৃদ্ধ, পারস্পরিক সহযোগিতা নির্ভর বাণিজ্য প্রসারে সম্মত হয়েছে ৷
আরও পড়ুন : যৌনতার মাধ্যমে মাঙ্কিপক্স ছড়ালেও ভাইরাসকে নিয়ন্ত্রণ করা সম্ভব: হু
ধারাবাহিক উন্নয়ন ও শিল্প বৃদ্ধির জন্য পারস্পরিক সহযোগিতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেছে আইপিইএফ ৷ ব্যবসা, পরিকাঠামো, সস্তায় শক্তি, পরিকাঠামো উন্নয়ন, দুর্নীতি বিরোধী ব্যবস্থা গড়ে তোলা, কর, কার্বন নির্গমনের মতো বিষয়গুলি নিয়ে ভবিষ্যতেও এই দেশগুলি নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাবে বলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে ৷ ডিজিটাল অর্থনীতি, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তি সংক্রান্ত একাধিক বিষয়েও ভবিষ্যতে আলোচনায় বসা হবে বলে জানিয়েছে আইপিইএফ গোষ্ঠীভুক্ত দেশগুলি ৷