ETV Bharat / bharat

INDIA Contest LS Election Jointly: দেশে আসন ভাগাভাগি করেই লোকসভায় লড়বে 'ইন্ডিয়া', রেজলিউশন পেশ - কংগ্রেস সর্বভারতীয় সভাপতি

বিরোধী দল 'ইন্ডিয়া' জোটের সাংগঠনিক দলগুলি শুক্রবার 'যতদূর সম্ভব' একসঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেক্ষেত্রে আসন ভাগাভাগির ফর্মুলা এবং বন্টন নিয়েও আলোচনা হয়েছে বলে খবর ৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, নষ্ট করার মতো সময় নেই ৷ দ্রুত বিজেপির বিরুদ্ধে প্রচারে নামার কথাও জানান তিনি ৷

Etv Bharat
INDIA Contest LS Election Jointly
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 1, 2023, 5:45 PM IST

মুম্বই, 1 সেপ্টেম্বর: বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংগঠনিক দলগুলি শুক্রবার 'যতদূর সম্ভব' একসঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেক্ষেত্রে আসন ভাগাভাগির ফর্মুলা এবং বন্টন নিয়েও আলোচনা হয়েছে বলে খবর ৷ মুম্বইয়ে অনুষ্ঠিত তৃতীয় কৌশলগত বৈঠকের সময় গৃহীত জোটের রেজোলিউশনে জানানো হয়েছে, "আমরা, 'ইন্ডিয়া'র দলগুলি এইভাবে যতদূর সম্ভব আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সংকল্প করছি। বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগি ব্যবস্থা অবিলম্বে শুরু করা হবে এবং আদান-প্রদানের মাধ্যমে একটি সহযোগিতামূলক মনোভাবের সঙ্গে দ্রুত প্রক্রিয়া শেষ করা হবে।"

জোটের রেজোলিউশনে আরও বলা হয়েছে যে, "দলগুলি দেশের জনগণের উদ্বেগ ও গুরুত্বের বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় দ্রুততার সঙ্গে জনসভার আয়োজনও করবে ৷" 'ইন্ডিয়া' জোট রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি মিডিয়া কৌশলগুলিতেও নিজেদের মধ্যে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে ৷ একই সঙ্গে, বিভিন্ন ভাষায় 'জুড়েগা ভারত, জিতেগা ভারত' এই থিমকে সামনে রেখে প্রচার করা হবে বলেও জানা গিয়েছে। রেজোলিউশনে বলা হয়েছে, "আমরা, ইন্ডিয়া'র পক্ষগুলি এইভাবে আমাদের নিজেদের যোগাযোগ, মিডিয়া কৌশলগুলি এবং বিভিন্ন ভাষায় থিমের সঙ্গে প্রচারাভিযানের সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি।" এর আগে বৃহস্পতিবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, নষ্ট করার মতো সময় নেই ৷ দ্রুত বিজেপির বিরুদ্ধে প্রচারে নামার কথাও জানান তিনি ৷

এর আগে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন যে, জোটের নেতাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে আরও আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তাঁর দাবি, বর্তমান এই সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে আগামী মাসে আরও হামলা, আরও অভিযান এবং গ্রেফতারের জন্য জোটের নেতাদের প্রস্তুত থাকতে হবে। খাড়গে বলেন, "আমাদের জোট যত বেশি জমি লাভ করবে, বিজেপি সরকার তত বেশি আমাদের নেতাদের বিরুদ্ধে এজেন্সিগুলির অপব্যবহার করবে। মহারাষ্ট্রেও একই কাজ করেছে, রাজস্থান এবং বাংলাতেও তাই হয়েছে। গত সপ্তাহে ঝাড়খণ্ডে এবং ছত্তিসগড়েও করা হয়েছিল ৷ গত নয় বছর ধরে বিজেপি এবং আরএসএস যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে তা এখন নিরীহ সাধারণ মানুষ এবং নিরীহ স্কুল শিশুদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে ৷"

আরও পড়ুন: 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের

আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়া'র তৃতীয় আনুষ্ঠানিক বৈঠক হয়। যৌথ বিরোধীদের প্রথম সভা 23 জুন পটনায় এবং দ্বিতীয় সভা বেঙ্গালুরুতে 17-18 জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

মুম্বই, 1 সেপ্টেম্বর: বিরোধী 'ইন্ডিয়া' জোটের সাংগঠনিক দলগুলি শুক্রবার 'যতদূর সম্ভব' একসঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে ৷ সেক্ষেত্রে আসন ভাগাভাগির ফর্মুলা এবং বন্টন নিয়েও আলোচনা হয়েছে বলে খবর ৷ মুম্বইয়ে অনুষ্ঠিত তৃতীয় কৌশলগত বৈঠকের সময় গৃহীত জোটের রেজোলিউশনে জানানো হয়েছে, "আমরা, 'ইন্ডিয়া'র দলগুলি এইভাবে যতদূর সম্ভব আসন্ন লোকসভা নির্বাচনে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সংকল্প করছি। বিভিন্ন রাজ্যে আসন ভাগাভাগি ব্যবস্থা অবিলম্বে শুরু করা হবে এবং আদান-প্রদানের মাধ্যমে একটি সহযোগিতামূলক মনোভাবের সঙ্গে দ্রুত প্রক্রিয়া শেষ করা হবে।"

জোটের রেজোলিউশনে আরও বলা হয়েছে যে, "দলগুলি দেশের জনগণের উদ্বেগ ও গুরুত্বের বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় দ্রুততার সঙ্গে জনসভার আয়োজনও করবে ৷" 'ইন্ডিয়া' জোট রাজনৈতিক যোগাযোগের পাশাপাশি মিডিয়া কৌশলগুলিতেও নিজেদের মধ্যে সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছে ৷ একই সঙ্গে, বিভিন্ন ভাষায় 'জুড়েগা ভারত, জিতেগা ভারত' এই থিমকে সামনে রেখে প্রচার করা হবে বলেও জানা গিয়েছে। রেজোলিউশনে বলা হয়েছে, "আমরা, ইন্ডিয়া'র পক্ষগুলি এইভাবে আমাদের নিজেদের যোগাযোগ, মিডিয়া কৌশলগুলি এবং বিভিন্ন ভাষায় থিমের সঙ্গে প্রচারাভিযানের সমন্বয় করার সিদ্ধান্ত নিয়েছি।" এর আগে বৃহস্পতিবারই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছিলেন, নষ্ট করার মতো সময় নেই ৷ দ্রুত বিজেপির বিরুদ্ধে প্রচারে নামার কথাও জানান তিনি ৷

এর আগে 'ইন্ডিয়া' জোটের বৈঠকে কংগ্রেস সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন যে, জোটের নেতাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থা থেকে আরও আক্রমণের জন্য প্রস্তুত থাকতে হবে। তাঁর দাবি, বর্তমান এই সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির কারণে আগামী মাসে আরও হামলা, আরও অভিযান এবং গ্রেফতারের জন্য জোটের নেতাদের প্রস্তুত থাকতে হবে। খাড়গে বলেন, "আমাদের জোট যত বেশি জমি লাভ করবে, বিজেপি সরকার তত বেশি আমাদের নেতাদের বিরুদ্ধে এজেন্সিগুলির অপব্যবহার করবে। মহারাষ্ট্রেও একই কাজ করেছে, রাজস্থান এবং বাংলাতেও তাই হয়েছে। গত সপ্তাহে ঝাড়খণ্ডে এবং ছত্তিসগড়েও করা হয়েছিল ৷ গত নয় বছর ধরে বিজেপি এবং আরএসএস যে সাম্প্রদায়িক বিষ ছড়িয়েছে তা এখন নিরীহ সাধারণ মানুষ এবং নিরীহ স্কুল শিশুদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ প্রবণতা দেখা যাচ্ছে ৷"

আরও পড়ুন: 'কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতারের জন্য প্রস্তুত থাকুন', বৈঠক থেকে বার্তা খাড়গের

আগামী লোকসভা নির্বাচনের জন্য একটি কর্মপরিকল্পনা নিয়ে শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়া'র তৃতীয় আনুষ্ঠানিক বৈঠক হয়। যৌথ বিরোধীদের প্রথম সভা 23 জুন পটনায় এবং দ্বিতীয় সভা বেঙ্গালুরুতে 17-18 জুলাই অনুষ্ঠিত হয়েছিল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.