ETV Bharat / bharat

Bidhuri Remarks Row: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র

লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ রমেশ বিধুরীর করা মন্তব্যে বিতর্কের ঝড় বইছে ৷ 'ইন্ডিয়া' জোটের সদস্যদগুলি এবার সংসদ ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল ৷

ETV Bharat
বিজেপি সাংসদ রমেশ বিধুরী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 7:56 AM IST

Updated : Sep 23, 2023, 8:30 AM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: রমেশ বিধুরী বিতর্কে এবার হুঁশিয়ারি দিল 'ইন্ডিয়া' জোট ৷ তাঁর দেওয়া বক্তৃতাটি হেট স্পিচের আওতায় পড়ে বলে ইতিমধ্যে অভিযোগ করেছেন বিএসপি দানিশ আলি ৷ বিজেপির এই সাংসদকে বরখাস্তের দাবিও জানিয়েছেন তিনি ৷ এবার বিরোধী 'ইন্ডিয়া' জোটও সাফ জানিয়ে দিল, বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলে তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না ৷ পাশাপাশি, বিষয়টি লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবিও তুলেছেন বিরোধী জোটের নেতারা ৷

লোকসভা কক্ষে চন্দ্রযান-3-এর সাফল্য নিয়ে বলছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ সেই সময় তিনি বিএসপির সাংসদ দানিশ আলিকে নিশানা করে বেশ কয়েকটি অসংসদীয় শব্দ প্রয়োগ করেন ৷ লোকসভা কক্ষের মধ্যেই এই ঘটনা ঘটে ৷ এই ঘটনায় অধ্যক্ষ ওম বিড়লা সাংসদ বিধুরীকে সতর্ক করেন, এমন ঘটনা ফের ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷

এদিকে দানিশ আলিও হুঁশিয়ার দিয়ে জানান, অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে তিনি নিজেই সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ এই বিষয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠিও লিখেছেন ৷ তিনি এই বিধুরীর মন্তব্যকে 'হেট স্পিচ' বলেছেন ৷

এই ঘটনায় ইতিমধ্যে দানিশ আলির পাশে দাঁড়িয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ শুক্রবারই বিএসপি সাংসদ আলির সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ৷ রাহুল গান্ধি সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) দানিশ আলি ও তাঁর ছবি পোস্ট করে লেখেন, "ঘৃণার বাজারে ভালোবাসার দোকান" ৷

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার, ডিএমকে সাংসদ কানিমোঝি এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও বিধুরীর সাংসদপদ খারিজের দাবি তুলেছে ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করার কথাও জানিয়েছে ৷

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যদি বিজেপি সাংসদ রমেশ বিধুরীর এই আচরণে কোনও ব্যবস্থা না নেন তাহলে কী করবেন ? এই প্রশ্নের উত্তরে দানিশ আলি বলেন, "আশা করি, অধ্যক্ষ এই ঘটনায় ব্যবস্থা করবেন ৷ যদি তা না হয়, তাহলে আমি সংসদপদ ছেড়ে দেওয়ার কথাই বিবেচনা করব ৷ মানুষ আমায় এখানে হেট স্পিচ শুনতে পাঠায়নি !"

আরও পড়ুন: বিজেপি সাংসদ বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ না-নিলে সংসদ ছাড়ার হুঁশিয়ারি দানিশ আলির

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: রমেশ বিধুরী বিতর্কে এবার হুঁশিয়ারি দিল 'ইন্ডিয়া' জোট ৷ তাঁর দেওয়া বক্তৃতাটি হেট স্পিচের আওতায় পড়ে বলে ইতিমধ্যে অভিযোগ করেছেন বিএসপি দানিশ আলি ৷ বিজেপির এই সাংসদকে বরখাস্তের দাবিও জানিয়েছেন তিনি ৷ এবার বিরোধী 'ইন্ডিয়া' জোটও সাফ জানিয়ে দিল, বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করলে তারা সংসদের অধিবেশনে অংশ নেবে না ৷ পাশাপাশি, বিষয়টি লোকসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবিও তুলেছেন বিরোধী জোটের নেতারা ৷

লোকসভা কক্ষে চন্দ্রযান-3-এর সাফল্য নিয়ে বলছিলেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ সেই সময় তিনি বিএসপির সাংসদ দানিশ আলিকে নিশানা করে বেশ কয়েকটি অসংসদীয় শব্দ প্রয়োগ করেন ৷ লোকসভা কক্ষের মধ্যেই এই ঘটনা ঘটে ৷ এই ঘটনায় অধ্যক্ষ ওম বিড়লা সাংসদ বিধুরীকে সতর্ক করেন, এমন ঘটনা ফের ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে ৷

এদিকে দানিশ আলিও হুঁশিয়ার দিয়ে জানান, অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিলে তিনি নিজেই সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ এই বিষয়ে তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে একটি চিঠিও লিখেছেন ৷ তিনি এই বিধুরীর মন্তব্যকে 'হেট স্পিচ' বলেছেন ৷

এই ঘটনায় ইতিমধ্যে দানিশ আলির পাশে দাঁড়িয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ শুক্রবারই বিএসপি সাংসদ আলির সঙ্গে দেখা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ও দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল ৷ রাহুল গান্ধি সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) দানিশ আলি ও তাঁর ছবি পোস্ট করে লেখেন, "ঘৃণার বাজারে ভালোবাসার দোকান" ৷

লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী, তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দার, ডিএমকে সাংসদ কানিমোঝি এবং এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়ে অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন ৷ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও বিধুরীর সাংসদপদ খারিজের দাবি তুলেছে ৷ পাশাপাশি তাঁর বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা দায়ের করার কথাও জানিয়েছে ৷

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা যদি বিজেপি সাংসদ রমেশ বিধুরীর এই আচরণে কোনও ব্যবস্থা না নেন তাহলে কী করবেন ? এই প্রশ্নের উত্তরে দানিশ আলি বলেন, "আশা করি, অধ্যক্ষ এই ঘটনায় ব্যবস্থা করবেন ৷ যদি তা না হয়, তাহলে আমি সংসদপদ ছেড়ে দেওয়ার কথাই বিবেচনা করব ৷ মানুষ আমায় এখানে হেট স্পিচ শুনতে পাঠায়নি !"

আরও পড়ুন: বিজেপি সাংসদ বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ না-নিলে সংসদ ছাড়ার হুঁশিয়ারি দানিশ আলির

Last Updated : Sep 23, 2023, 8:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.