নয়াদিল্লি, 19 নভেম্বর: গৌতম আদানি থেকে দুই কেন্দ্রীয় মন্ত্রী এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ভারতকে চার ট্রিলিয়ন ডলারের মাত্রা অতিক্রম করার জন্য প্রশংসা করেন ৷ যদিও দেশ সেই ল্যান্ডমার্ক অর্জন করেছে কি না, তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ভারতের জিডিপি 4 ট্রিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করার বিষয়ে ভাইরাল সোশাল মিডিয়া পোস্টের বিষয়ে অর্থমন্ত্রক এবং জাতীয় পরিসংখ্যান দফতরের তরফেও প্রাথমিকভাবেও কোনও মন্তব্য করা হয়নি।
সূত্রের খবর, ভাইরাল হওয়া সংবাদটি আদতে ভুল ছিল ৷ এমনকী ভারত এখনও সেই ল্যান্ডমার্ক ছুঁতে পারেনি বলেও সূত্র মারফৎ খবর মিলেছে ৷ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ডেটার উপর ভিত্তি করে সমস্ত দেশের জন্য লাইভ ট্র্যাকিং জিডিপি ফিড থেকে যাচাই না করেই একটি স্ক্রিনগ্র্যাব সোশাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে ৷ যার মধ্যে বিজেপির সিনিয়র নেতা-সহ অনেককেই দেখা গিয়েছে। সূত্রের দাবি, সমস্ত দেশের জিডিপি সংখ্যার লাইভ ট্র্যাকিং করা খুব কঠিন ৷
আদানি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেল-এ লিখেছেন, "অভিনন্দন, ভারত। ভারত 4.4 ট্রিলিয়ন ডলারে ৷ জার্মানিকে ছাড়িয়ে বৈশ্বিক জিডিপি'র পরিপ্রেক্ষিতে তৃতীয় বৃহত্তম দেশ হওয়ার আরও দু'বছর যেতে হবে। তেরঙা উত্থান অব্যাহত রয়েছে ৷ জয় হিন্দ ৷" মহারাষ্ট্রের ডেপুটি সিএম দেবেন্দ্র ফড়নবিস সহ অনেক রাজনৈতিক নেতা এই অর্জনকে স্বাগত জানিয়েছেন।
কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এক্স হ্য়ান্ডেল-এ একটি পোস্টে লিখেছেন, "আমাদের জিডিপি 4 ট্রিলিয়ন অতিক্রম করায় ভারতের বৈশ্বিক গৌরবের মুহূর্ত ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে নতুন ভারতের উত্থান সত্যিই অতুলনীয় ৷" আরও এক ক্যাবিনেট মন্ত্রী জি কিষাণ রেড্ডি লিখেছেন, "জিডিপি প্রথমবারের মতো 4 ট্রিলিয়ন ডলার ছুঁয়েছে ৷ সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য অভিনন্দন।"
আরও পড়ুন