সিমলা, 19 সেপ্টেম্বর : ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব রাম সিং ঠাকুরি (Ram Singh Thakuri) ৷ স্বাধীনতার 75 তম বর্ষ উপলক্ষে দেশমাতৃকার দামাল সন্তানদের স্মৃতিচারণ করছে ইটিভি ভারত ৷ তুলে আনছে জানা, অজানা নানা ইতিহাস ৷ সুরের সাধক, যোদ্ধা রাম সিং ঠাকুরিকে বাদ দিয়ে সেই আলোচনা অসমাপ্ত ৷ তাঁর সৃষ্টি করা দেশাত্মবোধক সেই সব গান শুনলে এখনও গায়ে কাঁটা দেয় ৷ বস্তুত, রাম সিং ঠাকুরি ছিলেন একজন আইকন ৷ দেশের জন্য সশস্ত্র আন্দালন করেছিলেন তিনি ৷ তাঁর গান ভারতবাসীর মনে জাতীয়তাবাদী বোধ জাগিয়ে তুলেছিল ৷ যখন গোটা দেশ অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই কদম কদম বাড়ায়ে যা, শুভ সুখ চ্য়ানের মতো গান সৃষ্টি করেছিলেন তিনি ৷ তিনি একজন প্রকৃত দেশভক্ত ছিলেন ৷ ভারতীয় জাতীয় সেনাবাহিনীতেও অংশ গ্রহণ করেছিলেন রাম সিং ৷ আদতে স্বাধীনতা সংগ্রামী হলেও গোটা পৃথিবী তাঁর বহুমুখী প্রতিভার সাক্ষী ৷
আরও পড়ুন : Independence Special : ব্রিটিশদের চোখে চোখ রেখে লড়েছিলেন রামগড়ের রানি অবন্তী বাঈ
রাম সিং ঠাকুরি ছিলেন হিমাচলপ্রদেশের ধর্মশালার বাসিন্দা ৷ তাঁর জন্ম হয়েছিল 1914 সালের 15 অগস্ট ৷ মাত্র 14 বছর বয়সে তিনি গোর্খা রাইফেলসে যোগদান করেন ৷ 1941 সালের অগস্ট মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তাঁকে মালয় এবং সিঙ্গাপুরে যুদ্ধে পাঠানো হয়েছিল ৷ সেখানে জাপানিরা তাঁকে যুদ্ধবন্দি করে ৷ তিনি ছাড়া পান 1942 সালে ৷ এরপরই সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) সংস্পর্শে আসেন তিনি ৷ তাঁর গুণের কদর বুঝতে দেরি হয়নি নেতাজির ৷ রাম সিং ঠাকুরিকে একটি বেহালা উপহার দিয়েছিলেন তিনি ৷
আরও পড়ুন : Independence Special : মহাত্মা গান্ধির খাটো পোশাক ও মাদুরাইয়ের সঙ্গে সংযোগ
রাম সিংয়ের সুর মুগ্ধ করত শ্রোতাদের ৷ আজাদ হিন্দ ফৌজের বিখ্যাত সেই সঙ্গীত সৃষ্টির গুরুদায়িত্বও তাই তাঁর উপরেই বর্তেছিল ৷ ঝাঁসি বাহিনীর মার্চিং সং ‘হাম ভারত কি লেড়কি হ্যায়’-ও তাঁর সৃষ্টি ৷ নেতাজি নিজেও রাম সিংয়ের গুণমুগ্ধ ছিলেন ৷ আর সেই কারণেই সুখ চ্যান কি বরখা বরসে গানটির দায়িত্ব রাম সিংয়ের হাতে তুলে দিয়েছিলেন তিনি ৷ মূল গানটি বাংলায় রচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore) ৷ সেটি ছিল, ভারত ভাগ্য় বিধাতা ৷ মহাত্মা গান্ধির সামনে প্রথম এই গানটি গাওয়া হয় ৷ 1947 সালের 15 অগস্ট, জওহরলাল নেহরু যখন শপথ নিচ্ছেন, তখন ক্যাপ্টেন রাম সিংয়ের নেতৃত্বে এই গানটির উপস্থাপনা করা হয় ৷ তাঁর দেশভক্তি এবং দেশের প্রতি কর্তব্যপালনকে সম্মান জানাতেই পরবর্তীতে উত্তরপ্রদেশ সরকার তাঁকে ইন্সপেক্টর পদে নিয়োগ করে ৷ 2002 সালে রাম সিং ঠাকুরি লখনউয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৷