ETV Bharat / bharat

Independence Day Selfie Points: স্বাধীনতা দিবসে দিল্লি জুড়ে তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট

স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং উদ্যোগগুলিকে তুলে ধরে রাজধানী জুড়ে সেলফি পয়েন্টও তৈরি করা হচ্ছে ৷ এই ধরনের সেলফি পয়েন্ট স্থাপন করা হয়েছে দিল্লির 12টি জায়গায় ৷

Independence Day
স্বাধীনতা দিবসে দিল্লি জুড়ে তৈরি হচ্ছে সেলফি পয়েন্ট
author img

By

Published : Aug 13, 2023, 10:46 PM IST

Updated : Aug 13, 2023, 11:04 PM IST

নয়াদিল্লি, 13 অগস্ট: গত বছর দেশের স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়েছে। 15 তারিখ 77তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত সরকার ৷ এর সঙ্গেই, সরকার ইতিমধ্যে 'অমৃত কাল'-এর জন্য উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনের জন্য নির্ধারণ করেছে ৷ আর স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং উদ্যোগগুলিকে তুলে ধরে রাজধানী জুড়ে সেলফি পয়েন্টও তৈরি করা হচ্ছে ৷

এই ধরনের সেলফি পয়েন্ট স্থাপন করা হয়েছে দিল্লির 12টি জায়গায় ৷ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, ইন্ডিয়া গেট, বিজয় চক, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন, প্রগতি ময়দান, রাজ ঘাট, জামা মসজিদ মেট্রো স্টেশন, রাজীব চক মেট্রো স্টেশন, দিল্লি গেট মেট্রো স্টেশন, আইটিও মেট্রো গেট, নওবত খানা এবং শীশ গঞ্জ গুরুদ্বারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ সেই সঙ্গে, সেলফি পয়েন্টগুলিতে যে স্কিম এবং উদ্যোগগুলি প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে গ্লোবাল হোপ: ভ্যাকসিন এবং যোগ, উজ্জ্বলা যোজনা, স্পেস পাওয়ার, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্ট-আপ ভারত, স্বচ্ছ ভারত, সশক্ত ভারত, নয়া ভারত, পাওয়ারিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং জল জীবন মিশনের মতো কেন্দ্রের উল্লেখযোগ্য প্রকল্পগুলি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি অনলাইন সেলফি প্রতিযোগিতাও আগামী 15 থেকে 20 অগস্ট পর্যন্ত 'মাই গভর্নমেন্ট' পোর্টালে প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হবে। মন্ত্রকের আধিকারিকরা জানান, নাগরিকদের 12টি ইনস্টলেশনের এক বা তার বেশি সেলফি তুলতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পোর্টালে আপলোড করতেও উৎসাহিত করা হচ্ছে। অনলাইন সেলফি প্রতিযোগিতার ভিত্তিতে 12 জন বিজয়ী, প্রতিটি ইনস্টলেশন থেকে একজনকে বেছে নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ তাদের প্রত্যেককে 10 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে

15 অগস্ট প্রাচীন লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন স্তরের এবং সারা দেশ থেকে প্রায় এক হাজার 800 জন লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ প্রাচীর থেকে জাতির উদ্দেশে প্রথাগত ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। এই বছরের স্বাধীনতা দিবসের উদযাপনগুলি 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের সমাপ্তি হিসাবে চিহ্নিত করা হবে বলেও মন্ত্রক সূত্রে খবর ৷

প্রধানমন্ত্রী মোদি 2021 সালের 12 মার্চ গুজরাতের আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে এই 'আজাদি কি অমৃত মহৎসব'-এর সূচনা করেছিলেন ৷ এবার 'অমৃত কাল'-এর সূচনা করা হয়েছে ৷ যা 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার সঙ্গে শেষ হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই তাঁর সরকারের লক্ষ্যের রূপরেখাও ঠিক করে দিয়েছেন। 2047 সালে 'অমৃত কাল'-এর শেষে ভারত একটি উন্নত দেশ হবে বলেও জানিয়েছেন তিনি।

নয়াদিল্লি, 13 অগস্ট: গত বছর দেশের স্বাধীনতার 75 বছর পূর্ণ হয়েছে। 15 তারিখ 77তম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য প্রস্তুত সরকার ৷ এর সঙ্গেই, সরকার ইতিমধ্যে 'অমৃত কাল'-এর জন্য উন্নয়নের লক্ষ্য মাত্রা অর্জনের জন্য নির্ধারণ করেছে ৷ আর স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে এবার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিম এবং উদ্যোগগুলিকে তুলে ধরে রাজধানী জুড়ে সেলফি পয়েন্টও তৈরি করা হচ্ছে ৷

এই ধরনের সেলফি পয়েন্ট স্থাপন করা হয়েছে দিল্লির 12টি জায়গায় ৷ ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল, ইন্ডিয়া গেট, বিজয় চক, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন, প্রগতি ময়দান, রাজ ঘাট, জামা মসজিদ মেট্রো স্টেশন, রাজীব চক মেট্রো স্টেশন, দিল্লি গেট মেট্রো স্টেশন, আইটিও মেট্রো গেট, নওবত খানা এবং শীশ গঞ্জ গুরুদ্বারের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই সেলফি পয়েন্ট তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে ৷ সেই সঙ্গে, সেলফি পয়েন্টগুলিতে যে স্কিম এবং উদ্যোগগুলি প্রদর্শিত হবে তার মধ্যে রয়েছে গ্লোবাল হোপ: ভ্যাকসিন এবং যোগ, উজ্জ্বলা যোজনা, স্পেস পাওয়ার, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, স্টার্ট-আপ ভারত, স্বচ্ছ ভারত, সশক্ত ভারত, নয়া ভারত, পাওয়ারিং ইন্ডিয়া, প্রধানমন্ত্রী আবাস যোজনা, এবং জল জীবন মিশনের মতো কেন্দ্রের উল্লেখযোগ্য প্রকল্পগুলি।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, একটি অনলাইন সেলফি প্রতিযোগিতাও আগামী 15 থেকে 20 অগস্ট পর্যন্ত 'মাই গভর্নমেন্ট' পোর্টালে প্রতিরক্ষা মন্ত্রক দ্বারা পরিচালিত হবে। মন্ত্রকের আধিকারিকরা জানান, নাগরিকদের 12টি ইনস্টলেশনের এক বা তার বেশি সেলফি তুলতে এবং প্রতিযোগিতায় অংশ নিতে পোর্টালে আপলোড করতেও উৎসাহিত করা হচ্ছে। অনলাইন সেলফি প্রতিযোগিতার ভিত্তিতে 12 জন বিজয়ী, প্রতিটি ইনস্টলেশন থেকে একজনকে বেছে নেওয়া হবে বলেও জানা গিয়েছে ৷ তাদের প্রত্যেককে 10 হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও খবর মিলেছে।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে

15 অগস্ট প্রাচীন লালকেল্লার প্রাচীর থেকে স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রাজধানীতে স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বিভিন্ন স্তরের এবং সারা দেশ থেকে প্রায় এক হাজার 800 জন লোককে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী মোদি জাতীয় পতাকা উত্তোলন করবেন ৷ প্রাচীর থেকে জাতির উদ্দেশে প্রথাগত ভাষণও দেবেন প্রধানমন্ত্রী। এই বছরের স্বাধীনতা দিবসের উদযাপনগুলি 'আজাদি কা অমৃত মহোৎসব' উদযাপনের সমাপ্তি হিসাবে চিহ্নিত করা হবে বলেও মন্ত্রক সূত্রে খবর ৷

প্রধানমন্ত্রী মোদি 2021 সালের 12 মার্চ গুজরাতের আমেদাবাদের সবরমতি আশ্রম থেকে এই 'আজাদি কি অমৃত মহৎসব'-এর সূচনা করেছিলেন ৷ এবার 'অমৃত কাল'-এর সূচনা করা হয়েছে ৷ যা 2047 সালে স্বাধীনতার 100 বছর পূর্ণ হওয়ার সঙ্গে শেষ হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই তাঁর সরকারের লক্ষ্যের রূপরেখাও ঠিক করে দিয়েছেন। 2047 সালে 'অমৃত কাল'-এর শেষে ভারত একটি উন্নত দেশ হবে বলেও জানিয়েছেন তিনি।

Last Updated : Aug 13, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.