ETV Bharat / bharat

Dainik Bhaskar : দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা

সংবাদসংস্থা দৈনিক ভাস্করের কার্যালয়ে আয়কর দফতরের অভিযানের ঘটনা ঘটল ৷ ওই সংস্থার তরফে আয়কর না দেওয়ার অভিযোগ রয়েছে ৷

income-tax-department-raids-offices-of-dainik-bhaskar-group
দৈনিক ভাস্করের অফিসে আয়কর হানা, মোদি সরকারের বিরুদ্ধে সরব মমতা
author img

By

Published : Jul 22, 2021, 1:23 PM IST

Updated : Jul 22, 2021, 6:43 PM IST

ভোপাল (মধ্যপ্রদেশ), 22 জুলাই : সংবাদ সংস্থা দৈনিক ভাস্করের (Dainik Bhaskar) কার্যালয়ে আয়কর দফতরের অভিযানের ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার ওই সংস্থার অফিসে হানা দেয় আয়কর দফতরের (Income Tax Department) অধিকারিকরা ৷ ওই সংস্থার তরফে আয়কর না দেওয়ার অভিযোগ রয়েছে ৷ তাছাড়া ওই সংস্থার আরও একাধিক অফিস ও প্রোমোটারের অফিসে তল্লাশি চলছে বলে খবর ৷

আরও পড়ুন : B S Yediyurappa : আজই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন ইয়েদুরাপ্পা ?

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি এই নিয়ে দু’টি টুইট করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এটা সাংবাদিক ও সংবাদসংস্থার উপর ভয়ঙ্কর আক্রমণ ৷ দৈনিক ভাস্কর মোদি সরকারের করোনা পরিস্থিতি সামলাতে না পারা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন ৷ তারই পাল্টা এই আয়কর অভিযান বলে অভিযোগ মমতার ৷ এভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের ঘটনার কড়া সমালোচনা করেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দৈনিক ভাস্করের ভোপাল, জয়পুর, আমেদাবাদ, নয়ডা ও দেশের অন্য অংশের কয়েকটি অফিসে এদিন হানা দেয় আয়কর দফতর ৷ এছাড়া উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি হিন্দি সংবাদ চ্যানেল ভারত সমাচারের (Bharat Samacar TV) অফিসেও একই অভিযোগে এদিন আয়কর হানার খবর পাওয়া গিয়েছে ৷ তাদের তরফে টুইট করে জানানো হয়েছে যে তাদের সম্পাদক ব্রজেশ মিশ্র, রাজ্যের প্রধান বীরেন্দ্র সিং, চ্যানেলের কয়েকজন কর্মী ও অফিসে আয়করের তল্লাশি অভিযান চলছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত আয়কর দফতরের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : তোলাবাজির অভিযোগে মুম্বইয়ের প্রাক্তন নগরপালের বিরুদ্ধে মামলা দায়ের

প্রসঙ্গত, দৈনিক ভাস্কর হিন্দি ও গুজরাতি ভাষায় সংবাদপত্র প্রকাশ করে ৷ গত এপ্রিল-মে থেকে ওই সংস্থা লাগাতার করোনা নিয়ে দেশের খারাপ পরিস্থিতির উপর খবর প্রকাশিত করছিল ৷ করোনা পরিস্থিতি সামলাতে সরকার ঠিক কতটা ব্যর্থ, সেটাও তারা বারবার তুলে ধরেছে বলে অভিযোগ ৷ একই ধরনের খবর সম্প্রচার করছিল ভারত সমাচার টিভিও ৷

তাই বিরোধীদের অভিযোগ, সেই কারণেই কেন্দ্রের প্রতিহিংসার শিকার হতে হল ওই দুই সংবাদমাধ্যমকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই নিয়ে মোদি সরকারের (Modi Government) সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয় সিং ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বক্তব্য, সংবাদমাধ্যমকে ভয় দেখাতেই এই অভিযান চালানো হয়েছে ৷ তিনি টুইটে লেখেন, ‘‘তাদের বার্তা খুব স্পষ্ট যে যারা বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাদের ছাড়া হবে না ৷ এই ধরনের ভাবনা খুব ভয়ঙ্কর ৷ প্রত্যেকেরই এর বিরুদ্ধে সরব হওয়া উচিত ৷’’

আরও পড়ুন : মোদি হটাও, দেশ বাঁচাও; 21 জুলাইয়ের মঞ্চে ডাক মমতার

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এই ধরনের অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত ৷ আর সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক ৷

ভোপাল (মধ্যপ্রদেশ), 22 জুলাই : সংবাদ সংস্থা দৈনিক ভাস্করের (Dainik Bhaskar) কার্যালয়ে আয়কর দফতরের অভিযানের ঘটনা ঘটল ৷ বৃহস্পতিবার ওই সংস্থার অফিসে হানা দেয় আয়কর দফতরের (Income Tax Department) অধিকারিকরা ৷ ওই সংস্থার তরফে আয়কর না দেওয়ার অভিযোগ রয়েছে ৷ তাছাড়া ওই সংস্থার আরও একাধিক অফিস ও প্রোমোটারের অফিসে তল্লাশি চলছে বলে খবর ৷

আরও পড়ুন : B S Yediyurappa : আজই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিচ্ছেন ইয়েদুরাপ্পা ?

এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি এই নিয়ে দু’টি টুইট করেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এটা সাংবাদিক ও সংবাদসংস্থার উপর ভয়ঙ্কর আক্রমণ ৷ দৈনিক ভাস্কর মোদি সরকারের করোনা পরিস্থিতি সামলাতে না পারা নিয়ে সংবাদ প্রকাশ করেছিলেন ৷ তারই পাল্টা এই আয়কর অভিযান বলে অভিযোগ মমতার ৷ এভাবে সংবাদমাধ্যমের কণ্ঠরোধের ঘটনার কড়া সমালোচনা করেছেন তিনি ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দৈনিক ভাস্করের ভোপাল, জয়পুর, আমেদাবাদ, নয়ডা ও দেশের অন্য অংশের কয়েকটি অফিসে এদিন হানা দেয় আয়কর দফতর ৷ এছাড়া উত্তরপ্রদেশের (Uttar Pradesh) একটি হিন্দি সংবাদ চ্যানেল ভারত সমাচারের (Bharat Samacar TV) অফিসেও একই অভিযোগে এদিন আয়কর হানার খবর পাওয়া গিয়েছে ৷ তাদের তরফে টুইট করে জানানো হয়েছে যে তাদের সম্পাদক ব্রজেশ মিশ্র, রাজ্যের প্রধান বীরেন্দ্র সিং, চ্যানেলের কয়েকজন কর্মী ও অফিসে আয়করের তল্লাশি অভিযান চলছে ৷ তবে এই নিয়ে এখনও পর্যন্ত আয়কর দফতরের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : তোলাবাজির অভিযোগে মুম্বইয়ের প্রাক্তন নগরপালের বিরুদ্ধে মামলা দায়ের

প্রসঙ্গত, দৈনিক ভাস্কর হিন্দি ও গুজরাতি ভাষায় সংবাদপত্র প্রকাশ করে ৷ গত এপ্রিল-মে থেকে ওই সংস্থা লাগাতার করোনা নিয়ে দেশের খারাপ পরিস্থিতির উপর খবর প্রকাশিত করছিল ৷ করোনা পরিস্থিতি সামলাতে সরকার ঠিক কতটা ব্যর্থ, সেটাও তারা বারবার তুলে ধরেছে বলে অভিযোগ ৷ একই ধরনের খবর সম্প্রচার করছিল ভারত সমাচার টিভিও ৷

তাই বিরোধীদের অভিযোগ, সেই কারণেই কেন্দ্রের প্রতিহিংসার শিকার হতে হল ওই দুই সংবাদমাধ্যমকে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এই নিয়ে মোদি সরকারের (Modi Government) সমালোচনায় সরব হয়েছেন কংগ্রেস নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দ্বিগ্বিজয় সিং ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) বক্তব্য, সংবাদমাধ্যমকে ভয় দেখাতেই এই অভিযান চালানো হয়েছে ৷ তিনি টুইটে লেখেন, ‘‘তাদের বার্তা খুব স্পষ্ট যে যারা বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলবে, তাদের ছাড়া হবে না ৷ এই ধরনের ভাবনা খুব ভয়ঙ্কর ৷ প্রত্যেকেরই এর বিরুদ্ধে সরব হওয়া উচিত ৷’’

আরও পড়ুন : মোদি হটাও, দেশ বাঁচাও; 21 জুলাইয়ের মঞ্চে ডাক মমতার

অরবিন্দ কেজরিওয়ালের দাবি, এই ধরনের অভিযান অবিলম্বে বন্ধ হওয়া উচিত ৷ আর সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক ৷

Last Updated : Jul 22, 2021, 6:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.