ETV Bharat / bharat

Azam Khan Tax Evation: কয়েকশো কোটির কর ফাঁকি! এসপি নেতা আজম খানের বাড়িতে টানা 60 ঘণ্টা আয়কর-তল্লাশি

সমাজবাদী পার্টির নেতা আজম খানের বাড়ি এবং তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালাল আয়কর দফতর ৷ বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত তাঁর বাড়িতেই ছিলেন আধিকারিকরা ৷

ETV Bharat
উত্তরপ্রদেশের এসপি নেতা আজম খান
author img

By PTI

Published : Sep 16, 2023, 12:49 PM IST

রামপুর, 15 সেপ্টেম্বর: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টি বা এসপি-র প্রবীণ নেতা আজম খানের বিরুদ্ধে ৷ আর টাকার পরিমাণ 800 কোটিরও বেশি ৷ এই অভিযোগে বুধবার, 13 সেপ্টেম্বর থেকে শুক্রবার, 15 সেপ্টেম্বর পর্যন্ত আজম খান ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে লাগাতার তল্লাশি চালাল আয়কর দফতর ৷

তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) তিনি একটি পোস্ট করেন ৷ তাতে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলটি বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বলে সরব হন অখিলেশ যাদব ৷

গতকাল সরকারি সূত্রে জানা যায়, বুধবার সকাল 7টায় উত্তরপ্রদেশের রামপুরে জেল রোডে আজম খানের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা ৷ শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ তাঁরা তল্লাশি শেষ করেন ৷ এদিন সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি নেতা আজম খান ৷ তিনি বলেন, "আয়কর দফতর তল্লাশি চালিয়েছে ৷ তাঁরা এখানে তিন দিন ছিলেন ৷ তল্লাশি চালানোর সঙ্গে জিজ্ঞাসাবাদও করেছেন আধিকারিকরা ৷" এরপর আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি প্রবীণ নেতা ৷

  • आज तीन दिन बाद जाकर आज़म ख़ान साहब के यहाँ छापे ख़त्म हुए या कहिए ज़ुल्म की दास्ताँ की एक और कहानी।अवाम को समझ आ रहा है, जो उनके साथ हो रहा है वो किसी के साथ भी हो सकता है। जो हुक्मरान ये सोच रहे हैं कि ज़ुल्म से वो जीत जाएंगे तो उन्हें ये भी समझ लेना चाहिए कि हिंदुस्तान वो नायाब…

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

আজম খানের বিরুদ্ধে বিপুল পরিমাণে কর ফাঁকির অভিযোগ তুলেছে আয়কর দফতর ৷ এই তদন্তের স্বার্থে 13 সেপ্টেম্বর, বুধবারই আয়কর দফতর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে 30টিরও বেশি জায়গায় তল্লাশি চালায় ৷ উত্তরপ্রদেশের রামপুর, শাহরানপুর, লখনউ, গাজিয়াবাদ, মীরাটে অভিযান চালিয়েছেন আধিকারিকরা ৷

বুধবার গাজিয়াবাদের রাজনগর কলোনিতে একটি বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর ৷ এই বাড়িটি আজম খানের পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত একতা কৌশিকের ৷ সূত্রে জানা গিয়েছে, আজম খান কয়েকটি ট্রাস্ট পরিচালনা করেন ৷ আয়কর দফতর সেই ট্রাস্টগুলির বিষয়ে তদন্ত করতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

গত বছর, একটি আদালত আজম খানকে ঘৃণাসূচক মন্তব্য করার অপরাধে দোষী সাব্যস্ত করে ৷ 2019 সালে মিলাক কোতোয়ালি এলাকায় খাটানাগরিয়া গ্রামে একটি জনসভায় তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তাঁকে 3 বছরের জন্য কারাবাসের সাজায় দণ্ডিত করা হয় ৷ বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷ পরে তিনি হাইকোর্টে জামিন পেলেও অন্য একটি মামলার জেরে তাঁর বিধায়ক পদটি ফিরে পাননি আজম খান ৷

রামপুর, 15 সেপ্টেম্বর: কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে সমাজবাদী পার্টি বা এসপি-র প্রবীণ নেতা আজম খানের বিরুদ্ধে ৷ আর টাকার পরিমাণ 800 কোটিরও বেশি ৷ এই অভিযোগে বুধবার, 13 সেপ্টেম্বর থেকে শুক্রবার, 15 সেপ্টেম্বর পর্যন্ত আজম খান ও তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে লাগাতার তল্লাশি চালাল আয়কর দফতর ৷

তবে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্য়মন্ত্রী অখিলেশ যাদব ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটারে) তিনি একটি পোস্ট করেন ৷ তাতে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলটি বিজেপি সরকারের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তোলে ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহার করছে বলে সরব হন অখিলেশ যাদব ৷

গতকাল সরকারি সূত্রে জানা যায়, বুধবার সকাল 7টায় উত্তরপ্রদেশের রামপুরে জেল রোডে আজম খানের বাড়িতে পৌঁছন আয়কর দফতরের আধিকারিকরা ৷ শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ তাঁরা তল্লাশি শেষ করেন ৷ এদিন সরকারি আধিকারিকরা তাঁর বাড়ি থেকে বেরিয়ে গেলে সাংবাদিকদের মুখোমুখি হন এসপি নেতা আজম খান ৷ তিনি বলেন, "আয়কর দফতর তল্লাশি চালিয়েছে ৷ তাঁরা এখানে তিন দিন ছিলেন ৷ তল্লাশি চালানোর সঙ্গে জিজ্ঞাসাবাদও করেছেন আধিকারিকরা ৷" এরপর আর কোনও প্রশ্নের উত্তর দিতে চাননি প্রবীণ নেতা ৷

  • आज तीन दिन बाद जाकर आज़म ख़ान साहब के यहाँ छापे ख़त्म हुए या कहिए ज़ुल्म की दास्ताँ की एक और कहानी।अवाम को समझ आ रहा है, जो उनके साथ हो रहा है वो किसी के साथ भी हो सकता है। जो हुक्मरान ये सोच रहे हैं कि ज़ुल्म से वो जीत जाएंगे तो उन्हें ये भी समझ लेना चाहिए कि हिंदुस्तान वो नायाब…

    — Akhilesh Yadav (@yadavakhilesh) September 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: মহিলাদের সম্বন্ধে আপত্তিজনক মন্তব্য ! আজম খানের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

আজম খানের বিরুদ্ধে বিপুল পরিমাণে কর ফাঁকির অভিযোগ তুলেছে আয়কর দফতর ৷ এই তদন্তের স্বার্থে 13 সেপ্টেম্বর, বুধবারই আয়কর দফতর উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে 30টিরও বেশি জায়গায় তল্লাশি চালায় ৷ উত্তরপ্রদেশের রামপুর, শাহরানপুর, লখনউ, গাজিয়াবাদ, মীরাটে অভিযান চালিয়েছেন আধিকারিকরা ৷

বুধবার গাজিয়াবাদের রাজনগর কলোনিতে একটি বাড়িতে তল্লাশি চালায় আয়কর দফতর ৷ এই বাড়িটি আজম খানের পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত একতা কৌশিকের ৷ সূত্রে জানা গিয়েছে, আজম খান কয়েকটি ট্রাস্ট পরিচালনা করেন ৷ আয়কর দফতর সেই ট্রাস্টগুলির বিষয়ে তদন্ত করতেই এই তল্লাশি অভিযান চালিয়েছে ৷

আরও পড়ুন: ঘৃণা ভাষণ দেওয়ায় তিন বছরের জেল সপা নেতা আজম খানের

গত বছর, একটি আদালত আজম খানকে ঘৃণাসূচক মন্তব্য করার অপরাধে দোষী সাব্যস্ত করে ৷ 2019 সালে মিলাক কোতোয়ালি এলাকায় খাটানাগরিয়া গ্রামে একটি জনসভায় তাঁর একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তাঁকে 3 বছরের জন্য কারাবাসের সাজায় দণ্ডিত করা হয় ৷ বিধায়ক পদ খারিজ হয়ে যায় ৷ পরে তিনি হাইকোর্টে জামিন পেলেও অন্য একটি মামলার জেরে তাঁর বিধায়ক পদটি ফিরে পাননি আজম খান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.