ETV Bharat / bharat

Anti Hijab Protest at Film Festival: ইরানের হিজাববিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান - Athina Rachel Tsangari

ইরানের (Iran) হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) রেশ গড়াল 27তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of Kerala) বা আইএফএফকে (IFFK)-এর উদ্বোধনী অনুষ্ঠানেও (Inauguration) ৷ অনুষ্ঠানমঞ্চে প্রতিবাদের বার্তা পাঠালেন ইরানের চলচ্চিত্র নির্মাতা মেহনাজ মহম্মদি (Mahnaz Mohammadi) ৷

Inauguration of IFFK turns into venue for Anti Hijab Protest against Iran regime
Anti Hijab Protest: ইরানের হিজাববিরোধী আন্দোলনের মঞ্চে পরিণত হল চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান
author img

By

Published : Dec 10, 2022, 12:53 PM IST

তিরুবন্তপুরম, 10 ডিসেম্বর: ইরানের (Iran) হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিল আন্তর্জাতিক চলচ্চিত্র মহল ৷ প্রতিবাদের মঞ্চে পরিণত হল 27তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of Kerala) বা আইএফএফকে (IFFK)-এর উদ্বোধনী অনুষ্ঠান (Inauguration) ৷ শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয় ৷

বাধ্যতামূলকভাবে হিজাব পরার প্রতিবাদ জানাতে প্রকাশ্যে নিজেদের চুল কাটতে দেখা গিয়েছে ইরানি মহিলাদের ৷ শুক্রবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও একগুচ্ছ কাটা চুল হয়ে ওঠে সেই আন্দোলনের প্রতীক ৷ সূত্রের খবর, বিশেষ করে এই অনুষ্ঠানের জন্যই এক ইরানি প্রতিবাদী ওই চুল কেটে পাঠিয়েছেন ৷ সেই প্রতিবাদীর নাম মেহনাজ মহম্মদি (Mahnaz Mohammadi) ৷ তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ৷ কেরালার চলতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেই পুরস্কার নেওয়ার কথা ছিল তাঁর ৷ কর্তৃপক্ষের তরফে তাঁকে 'স্পিরিট অফ সিনেমা' (Spirit of Cinema) সম্মানে ভূষিত করার কথা ছিল ৷ কিন্তু, ইরানের সরকার ইতিমধ্যেই দেশের নাগরিকদের বিদেশযাত্রার উপর বিধিনিষেধ আরোপ করেছে ৷ ফলে মেহনাজের পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি ৷ সেই কারণেই ওই একগুচ্ছ চুল পাঠিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: মেয়েদের বিরাট জয়, হিজাব-বিপ্লবের চাপে নীতি পুলিশ তুলে দিল ইরান

মেহনাজের অনুপস্থিতিতে গ্রিক চলচ্চিত্র নির্মাতা এবং জুরিসদস্য অ্য়াথিনা ব়্যাচেল স্য়াঙারি (Athina Rachel Tsangari) তাঁর পুরস্কার গ্রহণ করেন ৷ মেহনাজ তাঁর একটি বার্তাও চলচ্চিত্র উৎসবে পাঠিয়েছেন ৷ তিনি বলেছেন, "এই মঞ্চে এটি (কাটা চুলের গুচ্ছ) পাঠানোর উদ্দেশ্য হল, আমাদের স্বাভাবিক অধিকার ফেরত পেতে আপনাদের সকলের সমর্থন প্রয়োজন ৷" পরবর্তীতে এই কাটা চুলের গুচ্ছটি চলচ্চিত্র উৎসবের নির্দেশক রাজনাথের হাতে তুলে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, মাহসা আমিনি (Mahsa Amini) নামে এক তরুণীর পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যুর পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান ৷ অভিযোগ, 'হিজাবে সঠিকভাবে নিজের মাথা ও চুল না ঢাকার জন্যই' মাহসাকে গ্রেফতার করে ইরানের নীতিপুলিশ ! পরে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ যার জেরে প্রাণ যায় ওই তরুণীর ৷ তারপর থেকেই হিজাববিরোধী আন্দোলনে উত্তাল ইরান ৷ আন্দোলনের ঢেউ পৌঁছেছিল কাতারেও । প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে নিজেদের প্রথম ম্য়াচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা । এবার তার রেশ এসে পড়ল ভারতের দক্ষিণী রাজ্যের আন্তর্জাতিক মঞ্চেও ৷

তিরুবন্তপুরম, 10 ডিসেম্বর: ইরানের (Iran) হিজাববিরোধী আন্দোলনের (Anti Hijab Protest) প্রতিবাদীদের পাশে থাকার বার্তা দিল আন্তর্জাতিক চলচ্চিত্র মহল ৷ প্রতিবাদের মঞ্চে পরিণত হল 27তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (International Film Festival of Kerala) বা আইএফএফকে (IFFK)-এর উদ্বোধনী অনুষ্ঠান (Inauguration) ৷ শুক্রবার এই উৎসবের আয়োজন করা হয় ৷

বাধ্যতামূলকভাবে হিজাব পরার প্রতিবাদ জানাতে প্রকাশ্যে নিজেদের চুল কাটতে দেখা গিয়েছে ইরানি মহিলাদের ৷ শুক্রবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেও একগুচ্ছ কাটা চুল হয়ে ওঠে সেই আন্দোলনের প্রতীক ৷ সূত্রের খবর, বিশেষ করে এই অনুষ্ঠানের জন্যই এক ইরানি প্রতিবাদী ওই চুল কেটে পাঠিয়েছেন ৷ সেই প্রতিবাদীর নাম মেহনাজ মহম্মদি (Mahnaz Mohammadi) ৷ তিনি একজন চলচ্চিত্র নির্মাতা ৷ কেরালার চলতি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চেই পুরস্কার নেওয়ার কথা ছিল তাঁর ৷ কর্তৃপক্ষের তরফে তাঁকে 'স্পিরিট অফ সিনেমা' (Spirit of Cinema) সম্মানে ভূষিত করার কথা ছিল ৷ কিন্তু, ইরানের সরকার ইতিমধ্যেই দেশের নাগরিকদের বিদেশযাত্রার উপর বিধিনিষেধ আরোপ করেছে ৷ ফলে মেহনাজের পক্ষে ভারতে আসা সম্ভব হয়নি ৷ সেই কারণেই ওই একগুচ্ছ চুল পাঠিয়েছেন তিনি ৷

আরও পড়ুন: মেয়েদের বিরাট জয়, হিজাব-বিপ্লবের চাপে নীতি পুলিশ তুলে দিল ইরান

মেহনাজের অনুপস্থিতিতে গ্রিক চলচ্চিত্র নির্মাতা এবং জুরিসদস্য অ্য়াথিনা ব়্যাচেল স্য়াঙারি (Athina Rachel Tsangari) তাঁর পুরস্কার গ্রহণ করেন ৷ মেহনাজ তাঁর একটি বার্তাও চলচ্চিত্র উৎসবে পাঠিয়েছেন ৷ তিনি বলেছেন, "এই মঞ্চে এটি (কাটা চুলের গুচ্ছ) পাঠানোর উদ্দেশ্য হল, আমাদের স্বাভাবিক অধিকার ফেরত পেতে আপনাদের সকলের সমর্থন প্রয়োজন ৷" পরবর্তীতে এই কাটা চুলের গুচ্ছটি চলচ্চিত্র উৎসবের নির্দেশক রাজনাথের হাতে তুলে দেওয়া হয় ৷

প্রসঙ্গত, মাহসা আমিনি (Mahsa Amini) নামে এক তরুণীর পুলিশ হেফাজতে থাকাকালীন মৃত্যুর পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইরান ৷ অভিযোগ, 'হিজাবে সঠিকভাবে নিজের মাথা ও চুল না ঢাকার জন্যই' মাহসাকে গ্রেফতার করে ইরানের নীতিপুলিশ ! পরে তাঁকে বেধড়ক মারধর করা হয় ৷ যার জেরে প্রাণ যায় ওই তরুণীর ৷ তারপর থেকেই হিজাববিরোধী আন্দোলনে উত্তাল ইরান ৷ আন্দোলনের ঢেউ পৌঁছেছিল কাতারেও । প্রতিবাদীদের পাশে দাঁড়িয়ে নিজেদের প্রথম ম্য়াচে জাতীয় সঙ্গীতে গলা মেলাননি ইরানের ফুটবলাররা । এবার তার রেশ এসে পড়ল ভারতের দক্ষিণী রাজ্যের আন্তর্জাতিক মঞ্চেও ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.